কিঞ্চিৎ ১৮+ পোস্ট। নিজ দায়িত্বে পড়ুন। (২)
লিখেছেন লিখেছেন আসমানি ২৯ আগস্ট, ২০১৬, ১১:৫২:৫৭ রাত
পরদিন বিকেলে তানিয়ার জ্ঞান এসেছে।
ডাক্তার ফোন করে খবর জানালো।
আমি রুমে কাউকে কিছু বলিনি। কারণ, মেয়েটা আত্মহত্যা চেষ্টা করেছিলো তাই। তাছাড়া আমরা দুজন ই শুধু মুসলিম। অন্যরা একজন খ্রীস্টান, একজন শিক আর তিন জন হিন্দু।
অফিস থেকে কিছু টাকা নিয়ে ছুটলাম হসপিটালে। গিয়ে দেখি ঘুমুচ্ছে।
আমার উপস্থিতি টের পেয়ে জেগে উঠলো।
=কি রে? কি হয়েছে তোর?
কোন উত্তর না দিয়ে আমার দিকে ড্যাবড্যাব চোখে তাকিয়ে আছে।
মনে হচ্ছে চোখের জল শুকিয়ে গেছে।
ডাক্তার কে বললাম,
এখন ওর কি অবস্থা?
-এখন ও কিছুই বলা যাচ্ছে না।
স্মৃতি নষ্ট হওয়ার আশংকা থেকেই যাচ্ছে।
=ম ম ম মানে? কি বলছেন?
-জ্বি, মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে।
জ্ঞান হওয়ার পর থেকে যা কিছু জিজ্ঞেস করেছি। কোন উত্তর দেয় নি।
=এখন উপায়?
-আমরা দু দিন পর ছেড়ে দিতে পারবো। তবে, ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করা প্রয়োজন মনে করি।
তারপর রুমে এসে বসতেই অঞ্জু বলে উঠলো আপু তানিয়াকে দেখা যাচ্ছে না, ক দিন। কোথায় গেছে বলতে পারেন?
=কেন? তোমাদের কে বলেনি।
-কি বলেন আপা! ও কি আমাদের সাথে মিশে?
=ও, তাই বলো। তো তানিয়ার কি দরকার?
-ক দিন আগে আমার থেকে ২০০টাকা নিয়েছিলো। এখনো ফেরত দেয়নি।
মনে মনে ভাবলাম। মেয়েটা টাকা কি করে? দুটো টিউশনি করে। বাড়ি থেকে টাকা আসে। তারপর আবার অন্য থেকে ধার করে কেন?
পরদিন আবার অফিস শেষে হসপিটাল হয়ে রুমে এলাম। না জানার মত বললাম,
তানিয়া কোথায় গেছে তোমরা কেউ কি জানো?
সবাই না সূচক মাথা নাড়লো।
ভাবলাম, যাক বাঁচা গেলো। কেউ যখন জানে না বরং মেয়েটাকে গ্রামে নিয়ে যাবো।
তারপর, যখন সব ঠিক হয়ে যাবে তখন ওর ঠিকানায় পৌছে দেবো
(চলবে)
বিষয়: বিবিধ
১২০১ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মোবাইল দিয়ে আর কতই লিখা যায়?
আর এত অল্প দিয়ে কি গল্পের স্বাধ পা্ওয়া যায়।
কিঞ্চিৎ ১৮+ কি। তা অচিরেই বুঝতে পারবেন।
আশা করি বুঝিয়ে বলার দরকার হবে না।
ল্যাপটপ টা খারাফ হয়ে গেছে।
মোবাইল দিয়ে আর কতই লিখা যায়?
ব্যপার টা কি অবাক হওয়ার মত না?
পড়লাম, দোয়া করি, জাযাকিল্লাহ..
মন্তব্য করতে লগইন করুন