কিঞ্চিৎ ১৮+ পোস্ট। নিজ দায়িত্বে পড়ুন। (২)

লিখেছেন লিখেছেন আসমানি ২৯ আগস্ট, ২০১৬, ১১:৫২:৫৭ রাত

পরদিন বিকেলে তানিয়ার জ্ঞান এসেছে।

ডাক্তার ফোন করে খবর জানালো।

আমি রুমে কাউকে কিছু বলিনি। কারণ, মেয়েটা আত্মহত্যা চেষ্টা করেছিলো তাই। তাছাড়া আমরা দুজন ই শুধু মুসলিম। অন্যরা একজন খ্রীস্টান, একজন শিক আর তিন জন হিন্দু।

অফিস থেকে কিছু টাকা নিয়ে ছুটলাম হসপিটালে। গিয়ে দেখি ঘুমুচ্ছে।

আমার উপস্থিতি টের পেয়ে জেগে উঠলো।

=কি রে? কি হয়েছে তোর?

কোন উত্তর না দিয়ে আমার দিকে ড্যাবড্যাব চোখে তাকিয়ে আছে।

মনে হচ্ছে চোখের জল শুকিয়ে গেছে।

ডাক্তার কে বললাম,

এখন ওর কি অবস্থা?

-এখন ও কিছুই বলা যাচ্ছে না।

স্মৃতি নষ্ট হওয়ার আশংকা থেকেই যাচ্ছে।

=ম ম ম মানে? কি বলছেন?

-জ্বি, মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে।

জ্ঞান হওয়ার পর থেকে যা কিছু জিজ্ঞেস করেছি। কোন উত্তর দেয় নি।

=এখন উপায়?

-আমরা দু দিন পর ছেড়ে দিতে পারবো। তবে, ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করা প্রয়োজন মনে করি।

তারপর রুমে এসে বসতেই অঞ্জু বলে উঠলো আপু তানিয়াকে দেখা যাচ্ছে না, ক দিন। কোথায় গেছে বলতে পারেন?

=কেন? তোমাদের কে বলেনি।

-কি বলেন আপা! ও কি আমাদের সাথে মিশে?

=ও, তাই বলো। তো তানিয়ার কি দরকার?

-ক দিন আগে আমার থেকে ২০০টাকা নিয়েছিলো। এখনো ফেরত দেয়নি।

মনে মনে ভাবলাম। মেয়েটা টাকা কি করে? দুটো টিউশনি করে। বাড়ি থেকে টাকা আসে। তারপর আবার অন্য থেকে ধার করে কেন?

পরদিন আবার অফিস শেষে হসপিটাল হয়ে রুমে এলাম। না জানার মত বললাম,

তানিয়া কোথায় গেছে তোমরা কেউ কি জানো?

সবাই না সূচক মাথা নাড়লো।

ভাবলাম, যাক বাঁচা গেলো। কেউ যখন জানে না বরং মেয়েটাকে গ্রামে নিয়ে যাবো।

তারপর, যখন সব ঠিক হয়ে যাবে তখন ওর ঠিকানায় পৌছে দেবো

(চলবে)

বিষয়: বিবিধ

১২০১ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376948
৩০ আগস্ট ২০১৬ সকাল ০৮:৪৭
দ্য স্লেভ লিখেছেন : কাহিনী দারুন। আরও বড় করে লিখলে পড়তে ভালো লাগত। পরের পর্বের অপেক্ষায়
৩১ আগস্ট ২০১৬ রাত ১২:১৯
312501
আসমানি লিখেছেন : ল্যাপটপ টা খারাফ হয়ে গেছে।
মোবাইল দিয়ে আর কতই লিখা যায়?
376951
৩০ আগস্ট ২০১৬ সকাল ০৯:৫০
আবু নাইম লিখেছেন : লিখছেন তো ভালই......তবে কিঞ্চিৎ ১৮+ আবার কি?
আর এত অল্প দিয়ে কি গল্পের স্বাধ পা্ওয়া যায়।
৩১ আগস্ট ২০১৬ রাত ১২:২২
312502
আসমানি লিখেছেন : পড়তে থাকুন,
কিঞ্চিৎ ১৮+ কি। তা অচিরেই বুঝতে পারবেন।
আশা করি বুঝিয়ে বলার দরকার হবে না।

ল্যাপটপ টা খারাফ হয়ে গেছে।
মোবাইল দিয়ে আর কতই লিখা যায়?
376957
৩০ আগস্ট ২০১৬ দুপুর ১২:৫২
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আপনার দুটো লেখাই পড়েছি আপু, কিন্তু সময়ের অভাবে ব্লগে বসা হচ্ছেনা তাই মন্তব্য করা হয়নি।
৩১ আগস্ট ২০১৬ রাত ১২:২৬
312503
আসমানি লিখেছেন : লিখা পড়েছেন, কিন্তু মন্তব্য করতে সময় পান নি।
ব্যপার টা কি অবাক হওয়ার মত না?
৩১ আগস্ট ২০১৬ সকাল ০৯:১৭
312506
আবু নাইম লিখেছেন : ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আপনার দুটো লেখাই পড়েছি আপু, কিন্তু সময়ের অভাবে ব্লগে বসা হচ্ছেনা তাই মন্তব্য করা হয়নি।
377010
৩১ আগস্ট ২০১৬ রাত ০৯:৪২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

পড়লাম, দোয়া করি, জাযাকিল্লাহ..
০৩ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৩:৩১
312585
আসমানি লিখেছেন : ওয়ালাইকুমুস্সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File