প্রাণের চেয়ে প্রিয়

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২০ আগস্ট, ২০১৬, ১২:২৭:৫৮ রাত



বিয়ের সময় হবে বদল মালা

সেই স্বপ্নে ছিল বিভোর ছকিনা।

স্টার জলছা নিয়ে এলো কিরণমালা

মালা বদলের স্বপ্ন খেলো তাড়া।

ছকিনা এখন পাক্কা ভুলামনা

কিসের খাবার কিসের আবার পড়া।

দেখতেই হবে দিনে রাতে কিরণমালা

প্রাণের চেয়ে প্রিয় স্টার জলছা।

বিষয়: বিবিধ

১১৫৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376484
২০ আগস্ট ২০১৬ সকাল ১০:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দিনের শেষে পাবে কলা!!
376510
২০ আগস্ট ২০১৬ দুপুর ০৩:১৭
কুয়েত থেকে লিখেছেন : সেই স্বপ্নে ছিল বিভোর ছকিনা।
স্টার জলছা নিয়ে এলো কিরণমালা
মালা বদলের স্বপ্ন খেলো তাড়া ভালো লাগলো অনেক ধন্যবাদ
376538
২১ আগস্ট ২০১৬ রাত ১২:৩৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আরো কত কিছু ঘটবে, অপেক্ষা করুন!

ইতিমধ্যে গত কয়েকদিনে পানিতে ডুবে ও আগুন লেগে পূত্র/কন্যারা মারা গেছে- যাদের মায়েরা কিরণমালা দেখাতে ব্যস্ত থাকায় সন্তানের বিপদ টের পায়নি!

আল্লাহতায়ালা এ জাতিকে ক্ষমা করুন!!
376553
২১ আগস্ট ২০১৬ দুপুর ০৩:১৯
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : বাংলাদেশের জন্য ভারতীয় গজব।
376556
২১ আগস্ট ২০১৬ দুপুর ০৩:২৩
হতভাগা লিখেছেন : কোথায় জানি শুনলাম : বাড়ির লোকজন কিরণ মালা দেখতে ব্যস্ত । অন্যদিকে ঐ বাড়ির দুই পিচ্চি পানিতে ডুবে গেছে ।

আচ্ছা , কলিকাতার দাদাদিদিরা কি এরকমই অস্থির ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File