জাগ্রত মনে তরুণ হও....✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৮ জুলাই, ২০১৬, ১০:৫৪:০০ রাত
তরুণেরা যদি মনে তরুণ না হয়
আসবে কি করে পরিবর্তন?
তারুণ্যের ধমকা হওয়া লাগিয়ে
আদায় করতে হবে সমাজের সমর্থন।
আমিও ঘুমাই তুমিও ঘুমে
জাগবে..রে কে ভাবনা করো,
জাগ্রত মনে তরুণ হয়ে-
সমাজের কুসংস্কার বিদায় করো।
নিজের ভিতরে দুঃখ পোষে যায়
বোকা তরুণের অবস মস্তিষ্ক,
দুঃখ ঝেড়ে জেতে হবে সামনে
শক্ত করে আপন বক্ষ!
তরুণেরা যদি পণ না করো
ভালোর পথে পরিবর্তন করবো সমাজ,
তবে কি বৃদ্ধরা আসিবো তুলতে
এই নষ্ট সমাজকে ভাঙ্গার আওয়াজ?
তরুণদের তুলতে হবে আওয়াজ
কাজ তুলে নিতে হবে কাঁধে,
পরিবর্তনের ধাপ গুলোকে
কুড়ে ঘর থেকে নিয়ে যেতে হবে প্রসাদে।
সুন্দর সমাজের প্রসাদ গড়ে
বিচক্ষণতার চোখ রাখতে হবে পাহারায়,
দিকে দিকে ছড়িয়ে দিতে হবে
সত্য, সততা, আর ন্যায়।
বিঃদ্রঃ- আজকের লেখাটি উঠতি তরুণদের উৎসর্গ করা হলো।
বিষয়: বিবিধ
৮৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন