অসাম্প্রদায়িক সমাজ আর লেংটা কুত্তার মধ্যে পার্থক্য কী
লিখেছেন লিখেছেন ইরফান ভাই ২৯ জুলাই, ২০১৬, ১২:৩০:১৮ রাত
=>কুত্তা লেংটা? আপনি শিওর?
=>আমি ১০০% শিওর যে কুত্তা লেংটা।
=>কেমনে জানলেন?
=>আমি নিজের চোখে দেখেছি। আমাদের এলাকার কুত্তাগুলো সবার পাছা দেখা যাচ্ছে সুতরাং তারা লেংটা।
=>তার মানে আপনি দেখেছেন তাই
বলতেছেন যে কুত্তা লেংটা?
=>হুম।
=>তাহলে বিগত সময়ের সব জঙ্গি হামলায় আমরা দেখলাম যে আওয়ামি পরিবারের সদস্যরা জড়িত।তাহলে আওয়ামি জঙ্গী দল কেন?
=>আপনি জামাতি ছাগু।স্বাধীনতা বিরোধী।
=>আমি যদি বলি কুত্তা লেংটা নয় বরং তারা আধুনিক/প্রগতিশীল ও ধর্মীয় মৌলবাদী নয় বলেই তাই তারা লেংটা লেংটা ঘুরতেছে তাহলে আপনি কী বলবেন?
=>আপনি গাঞ্জা খেয়েছেন বা পান করেছেন।
=>তার মানে আপনি বলেছন যে লেংটা কুত্তারা প্রগতিশীল/অসম্প্রদায়িক নয়?
=>অসম্ভব।এসব গাঞ্জাখুরি প্রশ্ন করবেন না।আমি খুব ব্যস্ত।
=>তাহলে আপনারা মেয়েদেরকে হিজাব/
বোরখা ছাড়া অর্থলগ্ন।ক্ষেত্রবিশেষে নগ্ন
হয়ে চলার নাম কথিত প্রগতিশীল
বলতেছেন।তাহলে আপনাদের সাথে ঐ
লেংটা কুত্তার পার্থক্য কী?
=>আপনার মত স্বাধীনতা বিরোধী,ধর্মান্ধ
,জঙ্গীদের মদদতদাতার সাথে কথা বলে সময়
নষ্ট করতে চাই না।আপনার সাথে কথা বলার কোন রুচি আমার নেই।
=>স্যার,স্যার,প্লিজ স্যার,আর দুইটি প্রশ্ন।প্লিজ।
=>ওকে।তবে জাস্ট দুইটি।
=>কুত্তা ভাদ্র মাসে প্রকাশ্য লাড্ডা মারে।অর্থাৎ
ওপেন সেক্স করে।কথাটি সত্য?
=>হুম।আপনার পায় ধরি আর কোন প্রশ্ন করবেন
না।
=>স্যার।তাহলে কী তারা প্রগতিশীল/
অসম্প্রদায়ীক?
=>ছিহ্।তারাতো পশু।তারা অসাম্প্রদায়িক হবে কেন?
=>তাহলে আপনারা সমকামি । ওপেন সেক্স।লিভ টুগেদারকে বৈধতা দিতে বলেন।আবার
নিজেদেরকে প্রগতিশীল দাবি করে এর মত
একটা সমাজ করার জন্য উটেপরে
লেহেছেন।তাহলে আপনি/আপনার সাথে
লেংটা আর ভাদ্র মাসের কুত্তার মধ্যে পার্থ্যক
কী স্যার?
=>?
(ক্ষমা চেয়ে নিচ্ছি খারাপ শব্দ ব্যবহার করেছি বলে।লেখাটি প্রথম পর্ব।২য় পর্ব খুব শিগ্রই
আসতেছে।২য় পর্বেও খারাপ শব্দ ব্যবহার হতে পারে।তবে সেটা না করার চেষ্টা করব।)
বিষয়: বিবিধ
১৪৭১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন