জংগিবাদ নির্মূলে দরকার জঙ্গি আসক্তি নিরাময় কেন্দ্র

লিখেছেন লিখেছেন আব্দুল্লাহ আল রাহাত ২৮ জুলাই, ২০১৬, ০৯:৫৭:২০ রাত



জঙ্গিদের মুখ দেখে মনে হয় এরা ওয়েস্টার্ন কালচারে অভ্যস্ত, মুক্তমনাদের মত তাদের হেয়ার ও ফেস কাটিং। এমন আধুনিকমনা কেউ ইতিপূর্বে জঙ্গি ছিল না। আইএস আইসা আধুনিক বেশভূসা জঙ্গি তৈরি করছে। রাতের আঁধারে এদের মেরে লাভ নাই, এরা মরার জন্যই জঙ্গি হয়েছে, এদের ভাষায় যত তাড়াতাডি মরবে তত তাড়াতাড়ি লাভ।

নিরাপরাধ মানুষ মেরে জান্নাতে যাওয়ার আসক্তি মাদাকাশক্তি মত ভয়ঙ্কর। নেশায় মত্ত মাদকসেবীর কাছে মনে হয়, হে যা করছে, যা ভাবছে তাই ঠিক। এই জঙ্গিরাও ভ্রান্ত জঙ্গিবাদের আসক্ত, ইসলামের নামে ভুল কর্মপন্থায় আসক্ত। নেশাগ্রস্থরা যেমন নেশাকে রোমান্স হিসাবে নেয়, এদের অবস্থাও তাই।

এদের জন্য দরকার জঙ্গি আসক্তি নিরাময় কেন্দ্র যেখানে ইসলাম এর সঠিক শিক্ষা ও কর্মপন্থা দ্বারা তাদের মগজ পূন ওয়াশ করতে হবে। আমার বিশ্বাস গ্রহণযোগ্য আলেম দ্বারা এদের কাউন্সেলিং করলে উপকার পাওয়া যাবে।তবে শামিম আফজাল ও ফরিদ উদ্দিন মাসউদের মত কেউ হলে, এরা আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফরিদ উদ্দিন মাসউদের ১ লক্ষ আলেমের ফতোয়া নেওয়ার পর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক জিম্মি হত্যাকাণ্ড ঘটল গুলশানে। জংগিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফতোয়ার দরকার নাই, কুরানের আয়াতই যথেষ্ট। ইসলাম সন্ত্রাসবাদকে সমর্থন করে না, তা দিবালোকের মত স্পষ্ট। ওবামা হিলারিও তা বুঝেন। ইসলাম শুধু বেসামরিক নাগরিকদের দ্বারা পরিচালিত সন্ত্রাসকে ঘৃণা করে না, রাষ্ট্রীয় সন্ত্রাস ও তথ্য সন্ত্রাসের বিরুদ্ধেও কঠোর হুশিয়ারি রয়েছে। ছোট বড় কোন প্রকার অপরাধের স্থান ইসলামে নেই।

বিষয়: বিবিধ

১৪৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File