হতাশায় নিমজ্জ্বিত প্রজন্ম নিয়ে ভালো কিছু হবে কি?
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৬ জানুয়ারি, ২০১৬, ১০:৫৩:০৯ রাত
কিছু লিখতে চাইলেই আজকাল কেমন যেন উদাসীনতায় পেয়ে বসেছে! লিখার মেজাজ ধরে রাখা কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে, মিল অমিল খুজতে গেলে কেমন জানি উলটাপালটা লাগে তবুও কিছু লিখার চেষ্টা!!!! বিরতীর পর বিরতী এলেও চিন্তা চেতনার শেষ নেই, সময়ের হাত ধরে মানুষের মাঝ থেকে হেরে গেছে ন্যা!!
%
রসে ভরা রাজনীতিতে
রাম্য চলে আজকাল,
কে কারে ঠেকাবে
সই সে চিন্তায় বেশামাল।
সুনীতির দ্বার দ্বারেনা কেহ
নীতিতে সব ভেজাল,
তিলকে তাল করে
ফাঁদে নিয়মিত জাল।
নিত্যদিনের অংকে যেন
নির্ভুল হিংসা প্রতিহিংসা,
নতুন প্রজন্মের দিন শুরু-
হয় হাজার প্রকার হতাশা।
হতাশায় নিমজ্জ্বিত প্রজন্ম
নিয়ে ভালো কিছু হবে কি?
মনের নগরে প্রতিনিয়ত
প্রশ্ন দিয়ে যায় উকি!!!
প্রশ্নের জবাব চেয়ে রাজনীতির
রাজ্যে ডুব দেয়ার ইচ্ছে জাগে,
প্রতিহিংসার বীজ ধ্বংস করতে
মন জ্বলে নীরব রাগে.....!!
বিষয়: বিবিধ
১০৭১ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসুন , আসুন আপনিও আসুন । শক্ত হাতে হাল ধরবেন ।
ধন্যবাদ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন