সেক্রেটারী জেনারেলের ফাঁসির প্রতিবাদে শান্তিপূর্ণ হরতাল ! হা : হা:
লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৬ জানুয়ারি, ২০১৬, ১১:১৯:৪০ রাত
আমার কাছে ব্যাপারটা কৌতুকের পর্যায়ে ঠেকেছে। সেক্রেটারীর ফাঁসির প্রতিবাদে শান্তিপূর্ণ হরতাল! এমনটাই আহ্বান জানানো হয়েছে। চোখ বন্ধ করে একবার ভাবুন তো জমায়াত -শিবিরের মনোবল বা হিম্মত কোথায় গিয়ে ঠেকেছে?
জামায়াত-শিবিরের হারানোর বাকি আছে কি? শান্তিপূর্ণ হরতাল থেকেই বা জামায়াত কি পেতে চায়? প্রতিবাদের জন্য প্রতিবাদ জানাতে হলে ফেসবুকে ষ্ট্যাটাস দিয়ে প্রতিবাদ করুন। সেটা অনেক সেইফ। আপনারা নিশ্চয় এর মধ্যেই প্রক্সীর মাধ্যমে আই পি লুকানোর বিষয়টা শিখে ফেলেছেন! তাই একদম সেইফ!
নেতারা এখন গোপন থেকে ভি ডি ও বার্তা পাঠায়। কেমন যেন আল-কায়েদা বা আই এস এস এর ষ্টাইল! কিন্তু ঊনারা আবার ডিম ভাজি করতে ও জানেন না।
এসব গান্ধী মার্কা সুবিধাবাদী কৌশলের কারনে বাংলাদেশে ইসলামী আন্দোলনের যে ভ্যাকুয়ম তৈরি হয়েছে বা হচ্ছে তাতে অচিরেই এদেশে চরমপন্হার আবির্ভাব হবে বেশ পোক্তভাবেই।
তরুণ প্রজম্মের পালস্ না বুঝতে পারলে ভবিষ্যত অন্ধকার।
বিষয়: বিবিধ
১০৮৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
I don't think extreemism will evolve itself from within in Bangladesh. Rather the same people and group who used Democracy, Islamic Politics, Islamic Bank and many other secular ideas in the name of Islam to corrupt Islam in Bangladesh - will mobilize and deceive the same people to engage in extremism.
Jamat Shibir needs to reexamine its policies through Quran and Sunnah - not so called politics and hikmah.
Allah knows the ultimate truth.
Why will Islam loving new generation go to an impotent drowning ship? What does Jamyat have to offer to new generation? Survival should not be only goal ! Mammoths have been extincted, Cockroach has been existed for billions of years! Who cares ! Who survived!!
যাই হোক আপনার আচরণ ঠিক মেলাতে পারলামনা। ভাল থাকবেন।
আপনারা যারা জামায়াতের এক্স-দ্বায়িত্বশীলেরা প্রবাসে আছেন তারা জামায়াতের এই দুঃসময়ে এগিয়ে আসুন , সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান ।
দুর্দিনেই প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায়
মন্তব্য করতে লগইন করুন