আগামীকাল সারাদেশে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল

লিখেছেন লিখেছেন saifu islam ০৬ জানুয়ারি, ২০১৬, ১০:২২:১৭ রাত

জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি বহাল রাখার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত।জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বুধবার সকালে এক যুক্ত বিবৃতিতে এহরতাল ঘোষণা করেন।সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মতিউর রহমান নিজামীর ফাঁসি বহাল রেখে বুধবার সকালে রায় ঘোষণার পর হরতালের এ ঘোষণা এলো।বিবৃতিতে বলা হয়, ‘মাওলানা মতিউর রহমান নিজামীকে ঠাণ্ডা মাথায় সরকারের নির্ধারিত ছকে হত্যা করে সরকার পরিকল্পিতভাবে দেশকে এক ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে চায়। সরকারের জুলুম, নির্যাতন ওমাওলানা মতিউর রহমান নিজামীকে পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা শানিত্মপুর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করছি।’বিবৃতিতে বলা হয়, ‘ঘোষিত কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সফল করারজন্য জামায়াতে ইসলামীর সকল শাখা এবং কৃষক, শ্রমিক,ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, সুশীলসমাজ ও পেশাজীবীসহ সকল শ্রেণি-পেশার মানুষ তথা দেশের আপামর জনতার প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।’বিবৃতিতে জানানো হয়, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ওষুধের দোকান, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের গাড়ি হরতালেরআওতামুক্ত থাকবে।বিবৃতিতে জামায়াত নেতারা ‘পরিকল্পিতভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির, সাবেক মন্ত্রী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও ২০ দলীয় জোটেরঅন্যতম শীর্ষ নেতা মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যার উদ্দেশ্যে তথাকথিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিথ্যা মামলা দায়ের করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ’ জানান।বিবৃতিতে দাবি করা হয়, ‘মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে সরকারেরপক্ষ থেকে যে সব অভিযোগ উত্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও কাল্পনিক। যার প্রমাণ তার জন্মস্থান পাবনার একজন মুক্তিযোদ্ধা কমান্ডারসহ ৩ জন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা। তারা স্বতঃপ্রণোদিত হয়ে ট্রাইব্যুনালে যে সাক্ষ্যদিয়েছেন সেখানে তারা স্পষ্টভাবে বলেছেন, মাওলানা নিজামীর বিরুদ্ধেআনীত অভিযোগের সাথে তার দূরতম কোনো সম্পর্কও নেই।’‘তারপরও মাওলানা নিজামীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করায় দেশবাসী বিস্মিত, হতবাক ও গভীরভাবে মর্মাহত। মাওলানা নিজামী ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। দেশবাসী এ রায় প্রত্যাখ্যান করেছে। এ রায়ের বিরুদ্ধে মাওলানা নিজামী উচ্চ আদালতে রিভিউ আবেদন করবেন। রিভিউ আবেদনে ন্যায়বিচার নিশ্চিত হলে মাওলানা নিজামী অবশ্যই বেকসুর খালাস পাবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি,’ বলা হয় বিবৃতিতে।বিবৃতিতে অভিযোগ করা হয়, ‘সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করারজন্য মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যার পরিকল্পনা গ্রহণ করেছে। শুরু থেকেই সরকার এই বিচারকার্যক্রমকে বিভিন্নভাবে প্রভাবিত করার অপচেষ্টা চালায়।’

বিষয়: বিবিধ

১০৯৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356346
০৬ জানুয়ারি ২০১৬ রাত ১০:৫৫
শেখের পোলা লিখেছেন : এঁরা আওয়ামী লীগের গোর খোদক, তাই এদের সরাতেই হবে৷ ক্ষমতার জোরে তাা অনেক কিছুই করছে৷ ওদের চাইতেও বড় ক্ষমতধর আছে৷ তার কথা মনে করেনা৷
356348
০৬ জানুয়ারি ২০১৬ রাত ১১:০৭
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : একের পর এক নেতাদের হত্যা করার পর জামায়াত যেভাবে নিরব রয়েছে তাতে তাদের গলায় আটকে পড়া ফাঁস আরো টাইট হতে থাকবে।

দায়সারা গোছের হরতাল দিয়ে নিজেদের অপারগতা প্রকাশ করে কি লাভ?। তার চেয়ে দলের পক্ষ থেকে ফেসবুকে একটা ষ্ট্যাটাস দিলেই কি পর্যাপ্ত হতো না?

নিজামীর ফাঁসির প্রতিক্রীয়ায় ১ দিনের হরতালই প্রকাশ করে জামায়াত-শিবির কতটা দূর্বল হয়ে পড়েছে।

জাময়াতের হারানোর আর বাকি আর আছে যে ওদের ভয় পেতে হবে?
356374
০৭ জানুয়ারি ২০১৬ সকাল ১০:১৩
হতভাগা লিখেছেন : জামায়াত-শিবিরের পোলাপানরা এখন বুঝতে শিখেছে যে পাকিস্তানপন্হী মনোভাব নিয়ে এদেশে আর রাজনীতি করা যাবে না । তাদের নেতাদের ৭১ এর কৃতকর্মের জন্য তারা যে ভিতরে ভিতরে লজ্জিত তা বোঝা যাচ্ছে ।

৭১ এর নেতাদের বিচার হয়ে যাবার পর জামায়াতের পোলাপানদের উচিত হবে নেতাদের ৭১ এ কৃত কাজের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা দেশবাসীর কাছে ।

এতে তারা লাভবানই হবে এবং প্যাঁচে পড়ে যাবে আওয়ামী লীগ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File