Unlucky I Don't Want To See Hurry Up Rose Roseবিয়ের আগের সময় গুলো..... এবং লজ্জা.... Unlucky I Don't Want To See Hurry Up Rose Rose✔✔✔✔আব্দুর রহিম (পর্ব ৬)

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৩ এপ্রিল, ২০১৫, ০৭:৪৮:২৬ সন্ধ্যা

মা খুশি হয়ে নিজের হাতের আংটিটা হবু বউমাকে পরিয়ে দিয়ে এলো....! ছোটবোন কথা গুলো আমাকে বলছিল....! ছোটবোনের শারিরীক ভাষা অত্যন্ত আনন্দময়।

ছোটবোনকে জিজ্ঞেস করলাম বাবা কোথায়? আমি আর মা সিএনজি অটোরিক্সায় চলে এসেছি! বাবা মেয়েটির ব্যাপারে আরও খবরাখবর নিয়ে তার পর ফিরবে.....।



আমি মহা মানসিক সুখ ও কি এক অস্তিরতায় সময় অতিবাহিত করছি, ভাবছি বাবা কবে ফিরবে! বাবার জন্য অপেক্ষার সময় গুলো যেন পুরাতে চাইনা....!

অবশেষে বাবা এলো তখন রাত ৯.৫০ মিনিট! বাবা এসেছে বুঝতে পেরে দূর থেকে বাবার চেহারাটি দেখার চেষ্টা করলাম! কিন্তু দেখার সুযোগ হলো না! রাতে খাবার টেবিলে সবাই এক সাথে বসে খাচ্ছি...! আমার খাবারের খিদে নেই বললেই চলে!!

খেতে খেতে বাবা বলল মেয়েটি এ ঘরের বউ হবার মত নয়, সুতরাং অন্য কোন মেয়ে দেখতে হবে!

শুনে আমর মাথার উপর যেন আকাশ ভেঙ্গে পড়লো..... বাবার দিকে থাকাতেই পারছিলামনাঃ যদিও বাবাকে করার জন্য মনে প্রশ্নের স্তুপ!

মায়ের দিকে থাকিয়ে দেখি..... মায়ের মুখ মেঘাচ্ছন্ন আঁধার ঘুটঘুটে, বুঝতে বাকি রইলোনা মায়ের মনের অসিম বেদনা!

চুপচাপ খালি পেট রেখে খাওয়া শেষ করে চলে এলাম রুমে.....

নিজের ভেতর প্রশ্নের আগুন দাউ দাউ করে জ্বলছে যা কাউকে দেখাতে পারছিনা আবার নিজের ভেতরে ধরে রেখে সয্যও করতে পারছি না.....!

মেয়েটি কেন এ ঘরের বউ হতে পারবেনা এই বিষয়টি জনার জন্য কয়েক বার মায়ের সাথে যোগাযোগ করেছি কিন্তু বাবার কাজ থেকে মা কিছু জানতে না পারায় রাতে জানা হলোনা মেয়েটির দোষ কি!

বেদনা ভরা নির্ঘুম রাত কাটানোর অভিঙ্গতা বিয়ে ভাবনার সময়কালে অর্জিত হয়েছে! আজ হয়তো আরোও একটি রাত নির্ঘুম চলে যাবে জীবন থেকে...... এমনটা ভাবতে ভাবতে মাথা ঘুরতেছে মনে হচ্ছে পুরো পৃথিবী ঘুরতেছে...! বমি বমি ভাব লাগছে, কিছুক্ষণ পর বমি হলো!

যা খেয়েছিলাম মনে হয় তার সবটুকু বেরিয়ে এলো পেট থেকে.....! বমি করার পর কিছুটা শান্তি লাগতেছে শরীরে.....

দূর্বলতাও আছে...!

মাথা ঘুরানোর কারনে বমি করার জন্য বাইরে যাওয়া হয়নি, ঘরের ভেতরে বমি করায় নিজের ভেতরে অপরাধবোধ সৃষ্টি হচ্ছিল! কি করি কি করি??

মাকে ডাক দেব...! নাকি নিজে পরিস্কার করব?

মাকে ডাক না দিয়ে বোনকে ডাক দিলাম বোন এসে আমার অবস্থা দেখে উৎকন্ঠিত হয়ে বলে উটে ভাইয়া কি হয়েছে?

বললাম তেমন কিছু না বমি হয়েছে!! বোনটি বমি গুলো পরিস্কার করলো।

রাত কয়টায় ঘুম এসেছিলো জানা নেই, শরীর দূর্বল হলে যা হয় আর কি......

সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো.... মা বলল আয় নাস্তা কর! আমি বললাম নাস্তা খেতে ইচ্ছে করছে না। কেন: রাতেও খাবার কম খেয়েসিস এখন নাস্তা না খেলে শরীর খারাপ করবে.......। আয় নাস্তা কর।

নাস্তা করতে করতে মা বলল তোর বাবার কোন দোষ নেই....

মেয়েটির নাকি আগে একবার বিয়ে হয়েছিল, বিয়ের দুই মাস পর মেয়েটি বিধবা হয়!!!

শুনে আমিতো "থ" হয়ে গেলাম!!!!

এত বড় ঘটনা আমার কাজ থেকে লুকানো হলোঃ?? মনে কষ্ট হচ্ছে.....!!

বাকিটুকু আগামী পর্বে।

বিঃদ্রঃ পাঠক পাঠিকাগণ নিজের প্রতি একটু যত্নবান হোন নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন যে কোন বিষয়কে স্বভাবিক থাকা প্রতিটি মানুষের দরকার। আমার জীবনের কিছু অংশে স্বভাবিক থাকতে না পরার কারনে নিজের অনেক ক্ষতি করেছি!! সুতরাং সাবধান।।

৫ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন।

http://www.todaybd.net/blog/blogdetail/detail/9615/nor15/52684#.VR5MWnOoVAg

বিষয়: বিবিধ

২০৪২ বার পঠিত, ৪৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312704
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৮:১০
আফরা লিখেছেন : খোঁজ খরব না নিয়েই আংটি পরিয়ে দিলেন ?

তার পর কি হল ?
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৮:২৩
253718
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। আফরা আপু প্রথম মন্তব্যটি করেই পেললেন!! খোঁজ খবর আগের পর্বে দেখে আসতে পারেন..... আংটি পরার পরের ঘটনা <:-P এই লেখাতেই আছে....!মনে হয় লেখাটি পুরো না পড়ে পাস্টু হয়েছেন।
ধন্যবাদ আমাদের ব্লগে এসে অনুভূতি রেখে যাবার জন্য।
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৮:২৯
253720
আফরা লিখেছেন : না ভাইয়া /ভাবী আমি পুরোটাই তো পড়লাম । আপনারা আংটি পড়ালেন আর আপনার আব্বা খোজ নিতে গেল আর বের হল মেয়ের আগে একটা বিয়ে হয়েছিল । আমি আপনার আগের পর্ব গুলো ও পড়েছি তবে মনে নেই সেগুলো তো অনেক দিন আগে দিয়েছিলেন ।

ভাইয়া/ভাবী
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৮:৪৪
253721
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মেয়েকে দেখতে বাবা মা ও বোন গিয়েছিল, এর আগে বর মেয়ে দেখে এসেছে ..... মা সব সময় ছেলেদের প্রতি একটু দূর্বল থাকে! মায়ের দূর্বলতার ফসলই আংটি দেয়া।
আংটি কিন্তু মায়ের হাতের.....!!
312705
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৮:১০
আহমেদ ফিরোজ লিখেছেন : মজার কাহিনী দেখছি ভাই...। বাবা মা যা করেন ভালো জন্যই করেন।
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৮:৫০
253722
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। কাহিনী নাকি মজা.....! কাহিনী পড়ে মজা পেয়েছেন জেনে লেখার মূল আনন্দটা পেলাম! বাবা মা যা করেন ভালোর জন্য করেন.... কথাটি ঠিক! আপনি ব্লগে নতুন আমরা জানি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। শুভব্লগিং......
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৯:০০
253729
আহমেদ ফিরোজ লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই
312709
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৮:১৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : চলতি পর্বের পূর্বে সম্ভবত এক পর্ব পড়েছিলাম ,,,আজ থেকে আবার শুরু করলাম। সাথে পাবেন লিখে যান
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৯:১৭
253733
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। আজকের পর্ব পড়েছেন এতেই আমরা খুশি! আপনার সাথে থাকা ব্লগকে প্রাণবন্ত করেু তুলে......! ধন্যবাদ আমাদের ব্লগে এসে অনভূতি শেয়ার করার জন্য।
312724
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৮:৩৬
লোকমান লিখেছেন : কিছু কিছু মুহুতে আবেগ কন্ট্রোল করা প্রায় অসম্ভব হয়ে যায়। যারা ঐ সময় আবেগ নিয়ন্ত্রন করতে পারে তারা সফল হয়।
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৯:২২
253734
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। ঠিক বলেছেন লোকমান ভাই, আবেগ যারা নিয়ন্ত্রণ করতে পরে তারাই সফল।

আমাদেরকে আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে, তবেই আমরা সঠিক পথ খোঁজে নিতে পারবো। ধন্যবাদ অনূভুতি রেখে যাবার জন্য।
312725
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৮:৪১
shaidur rahman siddik লিখেছেন : ভাই অনেক কষ্ট লাগলো. .কিন্তুু আপনাকে কি জন্য ওনারা আগে বিয়ে হয়েছিল, তা জানায় নি. ।???
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৯:২৭
253735
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। কষ্ট পেলে মানুষ কিছু না কিছু অর্জন করে, আশা করি আপনার কিছুটা অর্জন হয়েছে আগামীর জন্য।

ওরা কেন আগের বিয়ের বিষয় গোপন করেছিলো তা আগামী পর্বে আশা করছি জানতে পারবেন!
ধন্যবাদ অনূভুতি রেখে যাবার জন্য।
312727
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৮:৪৪
shaidur rahman siddik লিখেছেন : তবে একটা কথা মনে রাখবেন, বাবা মা যদি একটি অন্ধকে হাতে তুলে দিয়ে বলে..দোয়া দিলাম সিখি হবে জীবনে একে নিয়ে। তবেই সংসার জীবনে অনেক সুখি হবেন।
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৯:৩০
253736
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মা বাবার দোয়া সন্তানের জন্য পৃথিবীতে অমূল্য সম্পদ, আপনার বিশ্বাসের জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আমিন।
312729
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৮:৫৬
স্বপন২ লিখেছেন : আংটি পরা নিয়ে বলেন। ইসলাম কতটুকু সাপোর্ট করে। ওটা কাদের সাংস্কৃতি।
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৯:৩৭
253740
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। আংটি পরানোর কোন আগাম পরিকল্পনা ছিলোনা এখানে! মা তার হবু বউমাকে নিজের আংটি উপহার দিয়েছেন মাত্র!!!! এখানে সংস্কৃতি যুক্ত কিনা ভেবে দেখতে হবে।

এখানে সংস্কৃতি বলতে আসলে আমরা অনেক কিছুই মানিনা!!! যা আমাদের মেনে চলা উচিত। সমালোচনা মুলক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ
312735
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৯:২৬
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবাহ পূর্ববর্তী চমৎকার গল্পটি পড়ে অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ্‌ ।

মনের কষ্ট জানার অপেক্ষায়...

সুন্দর অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করার জন্য জাজাকাল্লাহু খাইর।

আপনাদের জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।
০৩ এপ্রিল ২০১৫ রাত ১০:৫২
253765
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। গল্প ভালো লাগালো জেনে পরিশ্রমের কিছুটা সার্থকতা অর্জন বলে মনে করি....! সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ। আপনার জন্য ও দোয়া ও শুভকামনা রহিলো।
312741
০৩ এপ্রিল ২০১৫ রাত ১০:২২
গাজী সালাউদ্দিন লিখেছেন :
বমি করার পর কিছুটা শান্তি লাগতেছে শরীরে.....


উম উম উম!!! পুরুষ মানুষ, এইসব বলে না! !

বাকী আর কি বলবেন, মহানুভবতার পরিচয় দিয়ে বাবার সাথে এক রকম যুদ্ধ ঘোষণা করে বিধবাকেই ঘরে তুলবেন! আর বিবির কাছে সারাজীবন দেবতাতূল্য হয়ে থাকবেন।

০৩ এপ্রিল ২০১৫ রাত ১১:০১
253769
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। (বমির) গবেষণা শুরু করে দিয়েছেন!! পুরুষ মানুষের বমি করা কিসের সাথে প্রতিদন্ধী ভেবে নিয়েছেন বুঝবার পেরেছি!! বিষয়টা উপস্থাপন করে ব্লগে উপস্থিত নারীদের শরমিন্ধা করতে চাইনা!

বিষয় বিধাবা!!! কাহিনী কিন্তু আরো বাকি আছে পরবর্তী লেখায়...... ধন্যবাদ লজ্জাপতিময় মন্তব্য. করার জন্য।Rolling on the Floor
১০
312766
০৩ এপ্রিল ২০১৫ রাত ১১:৩৮
এনাম বিন আব্দুল হাই লিখেছেন : নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন যে কোন বিষয়ে স্বভাবিক থাকা প্রতিটি মানুষের দরকার।
খুবই গুরুত্ব পূর্ণ একটি কথা। এই আবেগের কারণে মানুষকে অনেক মাশুল দিতে হয়।
ধন্যবাদ আপনাকে ভালবাসাময় একটি লেখার জন্য।
০৪ এপ্রিল ২০১৫ রাত ১২:০১
253780
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। আপনার অনুভূতি জানাবার জন্য অসংখ্য ধন্যবাদ। আবেগ নিয়ন্ত্রণ ছাড়া কোন কর্মই সঠিক ভাবে সফল হয়না।

মনে হয় আপনি আমাদের ব্লগে এই প্রথম মন্তব্য করলেন, আপনার এই পদচারনা আমাদের অনেক অনেক আনন্দিত করেছে। আপনার জন্য শুভকামনা।
১১
312777
০৪ এপ্রিল ২০১৫ রাত ১২:১৪
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ।

ঐ মুহূর্তে বাস্তবতার চাইতে আবেগ অনেক বশি কাজ করে! যাক আপনি আবেগে তাড়িত না হয়ে বাস্তবতার সাপেক্ষে সিদ্ধান্ত নিতে পেরেছেন!

মেয়েটির নাকি আগে একবার বিয়ে হয়েছিল, বিয়ের দুই মাস পর মেয়েটি বিধবা হয়! মেয়েটির জন্য কষ্ট লাগলো! শুধু এই কারনে বিয়ে ভেংগে গেছে ভাবতেই মেয়ে এবং মেয়ের পরিবারের জন্য মায়া হলো খুব! দোআ রইলো ঐ মেয়েটির জন্য !

জাযাকাল্লাহু খাইর!
০৪ এপ্রিল ২০১৫ রাত ১২:৪৩
253787
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। মন্তব্যের প্রথম অংশে বাস্তবতার কথা বলেছেন, কিন্তু গল্পে সিদ্ধান্তে আসেনি! যাই হোক অনুমান করেছেন আপনি। ২য় অংশেও আপনার অনুমান!

আগামী পর্ব পড়লে বিস্তারিত জানতে পারবেন।

মেয়েটির জন্য কষ্ট লাগাটা স্বভাবিক, গল্পের চরিত্রের প্রয়োজনে মেয়েটিকে আরো অনেক পথ হয়তো পাড়ি দিতে হবে.....!
১২
312783
০৪ এপ্রিল ২০১৫ রাত ১২:৫০
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভালো লাগছে ভা্ই, লিখে যান। ধন্যবাদ
০৪ এপ্রিল ২০১৫ রাত ০১:১৪
253790
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনার ভালোলাগা আমরা বস্তা ভরে রেখে দিচ্ছি....

আগামী কোন লেখার মাঝে ঢেলে দেবো। ধন্যবাদ মন্তব্যের জন্য।
১৩
312804
০৪ এপ্রিল ২০১৫ রাত ০২:২১
আবু তাহের মিয়াজী লিখেছেন : চমৎকার গল্পটি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।
০৪ এপ্রিল ২০১৫ রাত ০২:২৯
253796
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ লেখাটি পড়ার জন্য, আপনার ভাললাগা আমাদের আগামীর পাথেয়!

সম্ভবত আপনি আমাদের ব্লগ আঙীনায় প্রথম অতিথি, আপনার জন্য শুভকামনা রহিলো, শুভব্লগিং।
১৪
312827
০৪ এপ্রিল ২০১৫ সকাল ০৬:৪২
মুক্তিযোদ্ধার ভাগনে লিখেছেন : দু'বছর পূর্বে নিয়মিত ব্লগে ছিলাম। মাঝখানে একদমই না। এখন আবারও মাঝে মাঝে উকি মারছি। আপনি আমার পূর্বের চিনা ব্লগার নূরে আয়েশা সিদ্দিকা হয়ে থাকেন। তাহলে আপনার লিখা সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। যা হোক। এ রকম জীবন কাহিনীর ধারাবাহিকগুলোকে অনেকের জন্য অনেক শিক্ষনীয় বিষয় থাকে। আপনার ধারাবাহিকটাতেও আছে। প্রথম পড়লাম, ভালো লাগলো। চালিয়ে যান মাঝে মাঝে সাথেই পাবেন ইনশা-আল্লাহ।
০৪ এপ্রিল ২০১৫ রাত ১১:৪৩
253938
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :

আমার পূর্বের চিনা ব্লগার নূরে আয়েশা সিদ্দিকা হয়ে থাকেন। তাহলে আপনার লিখা সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে।
...........................
আমরা আপনার চেনা সেই নুর আয়শা সিদ্দিকা নহে...!!!!

ব্লগে একই নিকে আমরা দুজনেই ব্লগিং করি, নুর আয়শা লিখলে নুর আয়শার নাম থাকে, আব্দুর রহিম লিখলে আব্দুর রহিম এর নাম থাকে!!!!

সে যাই হোক আপনি লেখাটি পড়ে সুন্দর অনুভূতি রেখে গেছেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ।

অনিয়মিত হলে ব্লগে আপনার উপস্থিতি আনন্দময় হোক এটাই কামনা করি।
১৫
312828
০৪ এপ্রিল ২০১৫ সকাল ০৬:৪৯
কাহাফ লিখেছেন :
আবেগের সাথে বিবেকের সংমিশ্রণ না হলে অনেক অনাকাংখিত ঘটনার সন্মুখীন হতে হয়! এটা চির সত্য!
আমার জীবনে আমার জন্যে পাত্রী দেখার এমন পর্ব আসে নি! আসবেও না মনে হয়!
লেখা ভাল লাগল!!
০৪ এপ্রিল ২০১৫ রাত ১১:৫২
253940
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আবেগের সাথে বিবেকে সংমিশ্রণ অবশ্যই জরুরী, আবেগ আর বিবেক সমান ভাবে বিবেচনায় রেখে আমাদের জীবন অতিবাহিত হোক এটাই কাম্য!!

পাত্রী দেখার সুযোগ আসেনি, আসবেওনা!!!

বিয়ে করেছেন কিনা জানিনা বিয়ে করে থাকলে নাও আসতে পারে, যদি বিয়ে না করে থাকেন তা হলে কিন্তু সম্ভাবনা আছে.....

আপনার ভাললাগা আমাদের আগামী দিনের ব্লগিংয়ে অনুপ্রেরণা হয়ে থাকবে। ধন্যবাদ।
১৬
312840
০৪ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৩৬
ছালসাবিল লিখেছেন : Time Out আইডিটি আপনাদের দুজনের জন্য বানিয়েছিলেন তাই না Time Out তাহলে কেন শুধু ✔✔✔✔আব্দুর রহিম Smug নুর আয়েশা কই Day Dreaming Time Out Broken Heart ভা্ববববববি ও ভাবববববি আপনি কই Time Out আপনার দেবর আমি Time Out আপানর ছোটবোন কেমন আছে Punch Hypnotised Big Grin উত্তরটা ভাবববববির কাছেই চাই Shame On You
০৫ এপ্রিল ২০১৫ রাত ১২:০১
253951
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : দুটি লিংকে দিলাম
আশা করি আপনার
উত্তর খুঁজে পাবেন। http://www.todaybd.net/blog/blogdetail/detail/9615/nor15/51730 ..,.......... http://www.todaybd.net/blog/blogdetail/detail/9615/nor15/51354#.VSAl2XOoVAg http://www.todaybd.net/blog/blogdetail/detail/9615/nor15/51730 ..,..........http://www.todaybd.net/blog/blogdetail/detail/9615/nor15/51354#.VSAl2XOoVAg
০৫ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪৭
254021
ছালসাবিল লিখেছেন : ভাবববির পোস্টে কমেন্টস কোরেছি Love Struck আপনার কাছে উত্তর চাইনা phbbbbt Smug Tongue ভাববির কাছে চাই চাইই___ Love Struck
১৭
312881
০৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১০
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো
০৫ এপ্রিল ২০১৫ রাত ১২:০৪
253956
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকে ধন্যবাদ ভাললাগার অনুভূতি রেখে যাবার জন্য! শুভকামনা।
১৮
312947
০৪ এপ্রিল ২০১৫ রাত ১০:১৮
০৫ এপ্রিল ২০১৫ রাত ১২:০৫
253958
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Rose Rose Happy>- Rose Rose Happy>- Rose Rose Happy>- Rose Rose Happy>-
১৯
313015
০৫ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভালো লাগছে ভা্ই, লিখে যান। সাথেই আছি আপনাদের দু'জনকে অনেক ধন্যবাদ
০৬ এপ্রিল ২০১৫ রাত ০২:৫২
254203
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ সাথে থাকার জন্য।
২০
313120
০৫ এপ্রিল ২০১৫ রাত ০৮:৪১
হতভাগা লিখেছেন : আবার শুরু করছেন মেগা সিরিয়াল ? কয়দিন ধরে অভিমানমূলক পোস্ট দেওয়া শুরু করেছিলেন এখন আবার ফ্ল্যাশ ব্যাক !
০৬ এপ্রিল ২০১৫ রাত ০২:৫১
254202
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হতভাগা দেখি আমাদের উপর কেপেঁছেন ঘটনা কি?

যাই হোক ভালো মন্দ আমরা আপনার নজরদারীতে আছি এটাই আমাদের পরম পাওয়া। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File