বিয়ের আগের সময় গুলো..... এবং লজ্জা.... ✔✔✔✔আব্দুর রহিম (পর্ব ৬)
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৩ এপ্রিল, ২০১৫, ০৭:৪৮:২৬ সন্ধ্যা
মা খুশি হয়ে নিজের হাতের আংটিটা হবু বউমাকে পরিয়ে দিয়ে এলো....! ছোটবোন কথা গুলো আমাকে বলছিল....! ছোটবোনের শারিরীক ভাষা অত্যন্ত আনন্দময়।
ছোটবোনকে জিজ্ঞেস করলাম বাবা কোথায়? আমি আর মা সিএনজি অটোরিক্সায় চলে এসেছি! বাবা মেয়েটির ব্যাপারে আরও খবরাখবর নিয়ে তার পর ফিরবে.....।
আমি মহা মানসিক সুখ ও কি এক অস্তিরতায় সময় অতিবাহিত করছি, ভাবছি বাবা কবে ফিরবে! বাবার জন্য অপেক্ষার সময় গুলো যেন পুরাতে চাইনা....!
অবশেষে বাবা এলো তখন রাত ৯.৫০ মিনিট! বাবা এসেছে বুঝতে পেরে দূর থেকে বাবার চেহারাটি দেখার চেষ্টা করলাম! কিন্তু দেখার সুযোগ হলো না! রাতে খাবার টেবিলে সবাই এক সাথে বসে খাচ্ছি...! আমার খাবারের খিদে নেই বললেই চলে!!
খেতে খেতে বাবা বলল মেয়েটি এ ঘরের বউ হবার মত নয়, সুতরাং অন্য কোন মেয়ে দেখতে হবে!
শুনে আমর মাথার উপর যেন আকাশ ভেঙ্গে পড়লো..... বাবার দিকে থাকাতেই পারছিলামনাঃ যদিও বাবাকে করার জন্য মনে প্রশ্নের স্তুপ!
মায়ের দিকে থাকিয়ে দেখি..... মায়ের মুখ মেঘাচ্ছন্ন আঁধার ঘুটঘুটে, বুঝতে বাকি রইলোনা মায়ের মনের অসিম বেদনা!
চুপচাপ খালি পেট রেখে খাওয়া শেষ করে চলে এলাম রুমে.....
নিজের ভেতর প্রশ্নের আগুন দাউ দাউ করে জ্বলছে যা কাউকে দেখাতে পারছিনা আবার নিজের ভেতরে ধরে রেখে সয্যও করতে পারছি না.....!
মেয়েটি কেন এ ঘরের বউ হতে পারবেনা এই বিষয়টি জনার জন্য কয়েক বার মায়ের সাথে যোগাযোগ করেছি কিন্তু বাবার কাজ থেকে মা কিছু জানতে না পারায় রাতে জানা হলোনা মেয়েটির দোষ কি!
বেদনা ভরা নির্ঘুম রাত কাটানোর অভিঙ্গতা বিয়ে ভাবনার সময়কালে অর্জিত হয়েছে! আজ হয়তো আরোও একটি রাত নির্ঘুম চলে যাবে জীবন থেকে...... এমনটা ভাবতে ভাবতে মাথা ঘুরতেছে মনে হচ্ছে পুরো পৃথিবী ঘুরতেছে...! বমি বমি ভাব লাগছে, কিছুক্ষণ পর বমি হলো!
যা খেয়েছিলাম মনে হয় তার সবটুকু বেরিয়ে এলো পেট থেকে.....! বমি করার পর কিছুটা শান্তি লাগতেছে শরীরে.....
দূর্বলতাও আছে...!
মাথা ঘুরানোর কারনে বমি করার জন্য বাইরে যাওয়া হয়নি, ঘরের ভেতরে বমি করায় নিজের ভেতরে অপরাধবোধ সৃষ্টি হচ্ছিল! কি করি কি করি??
মাকে ডাক দেব...! নাকি নিজে পরিস্কার করব?
মাকে ডাক না দিয়ে বোনকে ডাক দিলাম বোন এসে আমার অবস্থা দেখে উৎকন্ঠিত হয়ে বলে উটে ভাইয়া কি হয়েছে?
বললাম তেমন কিছু না বমি হয়েছে!! বোনটি বমি গুলো পরিস্কার করলো।
রাত কয়টায় ঘুম এসেছিলো জানা নেই, শরীর দূর্বল হলে যা হয় আর কি......
সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো.... মা বলল আয় নাস্তা কর! আমি বললাম নাস্তা খেতে ইচ্ছে করছে না। কেন: রাতেও খাবার কম খেয়েসিস এখন নাস্তা না খেলে শরীর খারাপ করবে.......। আয় নাস্তা কর।
নাস্তা করতে করতে মা বলল তোর বাবার কোন দোষ নেই....
মেয়েটির নাকি আগে একবার বিয়ে হয়েছিল, বিয়ের দুই মাস পর মেয়েটি বিধবা হয়!!!
শুনে আমিতো "থ" হয়ে গেলাম!!!!
এত বড় ঘটনা আমার কাজ থেকে লুকানো হলোঃ?? মনে কষ্ট হচ্ছে.....!!
বাকিটুকু আগামী পর্বে।
বিঃদ্রঃ পাঠক পাঠিকাগণ নিজের প্রতি একটু যত্নবান হোন নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন যে কোন বিষয়কে স্বভাবিক থাকা প্রতিটি মানুষের দরকার। আমার জীবনের কিছু অংশে স্বভাবিক থাকতে না পরার কারনে নিজের অনেক ক্ষতি করেছি!! সুতরাং সাবধান।।
৫ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন।
http://www.todaybd.net/blog/blogdetail/detail/9615/nor15/52684#.VR5MWnOoVAg
বিষয়: বিবিধ
২০৪২ বার পঠিত, ৪৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তার পর কি হল ?
ধন্যবাদ আমাদের ব্লগে এসে অনুভূতি রেখে যাবার জন্য।
ভাইয়া/ভাবী
আংটি কিন্তু মায়ের হাতের.....!!
আমাদেরকে আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে, তবেই আমরা সঠিক পথ খোঁজে নিতে পারবো। ধন্যবাদ অনূভুতি রেখে যাবার জন্য।
ওরা কেন আগের বিয়ের বিষয় গোপন করেছিলো তা আগামী পর্বে আশা করছি জানতে পারবেন!
ধন্যবাদ অনূভুতি রেখে যাবার জন্য।
এখানে সংস্কৃতি বলতে আসলে আমরা অনেক কিছুই মানিনা!!! যা আমাদের মেনে চলা উচিত। সমালোচনা মুলক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ
মনের কষ্ট জানার অপেক্ষায়...
সুন্দর অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করার জন্য জাজাকাল্লাহু খাইর।
আপনাদের জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।
উম উম উম!!! পুরুষ মানুষ, এইসব বলে না! !
বাকী আর কি বলবেন, মহানুভবতার পরিচয় দিয়ে বাবার সাথে এক রকম যুদ্ধ ঘোষণা করে বিধবাকেই ঘরে তুলবেন! আর বিবির কাছে সারাজীবন দেবতাতূল্য হয়ে থাকবেন।
বিষয় বিধাবা!!! কাহিনী কিন্তু আরো বাকি আছে পরবর্তী লেখায়...... ধন্যবাদ লজ্জাপতিময় মন্তব্য. করার জন্য।
খুবই গুরুত্ব পূর্ণ একটি কথা। এই আবেগের কারণে মানুষকে অনেক মাশুল দিতে হয়।
ধন্যবাদ আপনাকে ভালবাসাময় একটি লেখার জন্য।
মনে হয় আপনি আমাদের ব্লগে এই প্রথম মন্তব্য করলেন, আপনার এই পদচারনা আমাদের অনেক অনেক আনন্দিত করেছে। আপনার জন্য শুভকামনা।
ঐ মুহূর্তে বাস্তবতার চাইতে আবেগ অনেক বশি কাজ করে! যাক আপনি আবেগে তাড়িত না হয়ে বাস্তবতার সাপেক্ষে সিদ্ধান্ত নিতে পেরেছেন!
মেয়েটির নাকি আগে একবার বিয়ে হয়েছিল, বিয়ের দুই মাস পর মেয়েটি বিধবা হয়! মেয়েটির জন্য কষ্ট লাগলো! শুধু এই কারনে বিয়ে ভেংগে গেছে ভাবতেই মেয়ে এবং মেয়ের পরিবারের জন্য মায়া হলো খুব! দোআ রইলো ঐ মেয়েটির জন্য !
জাযাকাল্লাহু খাইর!
আগামী পর্ব পড়লে বিস্তারিত জানতে পারবেন।
মেয়েটির জন্য কষ্ট লাগাটা স্বভাবিক, গল্পের চরিত্রের প্রয়োজনে মেয়েটিকে আরো অনেক পথ হয়তো পাড়ি দিতে হবে.....!
আগামী কোন লেখার মাঝে ঢেলে দেবো। ধন্যবাদ মন্তব্যের জন্য।
সম্ভবত আপনি আমাদের ব্লগ আঙীনায় প্রথম অতিথি, আপনার জন্য শুভকামনা রহিলো, শুভব্লগিং।
আমার পূর্বের চিনা ব্লগার নূরে আয়েশা সিদ্দিকা হয়ে থাকেন। তাহলে আপনার লিখা সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে।
...........................
আমরা আপনার চেনা সেই নুর আয়শা সিদ্দিকা নহে...!!!!
ব্লগে একই নিকে আমরা দুজনেই ব্লগিং করি, নুর আয়শা লিখলে নুর আয়শার নাম থাকে, আব্দুর রহিম লিখলে আব্দুর রহিম এর নাম থাকে!!!!
সে যাই হোক আপনি লেখাটি পড়ে সুন্দর অনুভূতি রেখে গেছেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ।
অনিয়মিত হলে ব্লগে আপনার উপস্থিতি আনন্দময় হোক এটাই কামনা করি।
আবেগের সাথে বিবেকের সংমিশ্রণ না হলে অনেক অনাকাংখিত ঘটনার সন্মুখীন হতে হয়! এটা চির সত্য!
আমার জীবনে আমার জন্যে পাত্রী দেখার এমন পর্ব আসে নি! আসবেও না মনে হয়!
লেখা ভাল লাগল!!
পাত্রী দেখার সুযোগ আসেনি, আসবেওনা!!!
বিয়ে করেছেন কিনা জানিনা বিয়ে করে থাকলে নাও আসতে পারে, যদি বিয়ে না করে থাকেন তা হলে কিন্তু সম্ভাবনা আছে.....
আপনার ভাললাগা আমাদের আগামী দিনের ব্লগিংয়ে অনুপ্রেরণা হয়ে থাকবে। ধন্যবাদ।
আশা করি আপনার
উত্তর খুঁজে পাবেন। http://www.todaybd.net/blog/blogdetail/detail/9615/nor15/51730 ..,.......... http://www.todaybd.net/blog/blogdetail/detail/9615/nor15/51354#.VSAl2XOoVAg http://www.todaybd.net/blog/blogdetail/detail/9615/nor15/51730 ..,..........http://www.todaybd.net/blog/blogdetail/detail/9615/nor15/51354#.VSAl2XOoVAg
যাই হোক ভালো মন্দ আমরা আপনার নজরদারীতে আছি এটাই আমাদের পরম পাওয়া। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন