পুরোটাই শালা সুমনের ইয়ার্কি
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৩ এপ্রিল, ২০১৫, ১২:২৪:২৩ দুপুর
সুযোগ পেলে সবাই চোরা
রটিয়ে দিলাম
গালাগালি করে একটা জীবন
কাটিয়ে দিলাম
তোমাদের গালি বুমেরাং করে
পাঠিয়ে দিলাম,
গালাগালি করে মজা পাই
আর কি
মুখেরও একটু ব্যায়াম হয়
আর কি
সয়ে যায় যারা, রয়ে যায় তারা
আর কি
ভুয়া-ঢুলিদের ঢোলগুলোকে
ফাটিয়ে দিলাম
বুকে জমা কষ্টের ধুলি
ঝাঁটিয়ে দিলাম
দুঃখের নদী সুখের গদি
হটিয়ে দিলাম
এরপর নিজেই হবো নিলাম
আর কি
কাছে পাই না যাদেরকে
আর কি
লিখেলিখেই গালাগালি করি
আর কি
পুরোটাই শালা সুমনের ইয়ার্কি
বিষয়: সাহিত্য
১২৭৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইয়ার্কি মারার স্টাইল পছন্দ হয়েছে!
ইয়ার্কি মারার স্টাইল পছন্দ হয়েছে!!
ইয়ার্কি মারার স্টাইল পছন্দ হয়েছে!!!
এখনও সালাউদ্দিনের মত নিখোঁজ হয়ে যাই নি
এটাই শুভ সংবাদ!
ইয়ার্কি মারার স্টাইল পছন্দ হয়েছে!
ইয়ার্কি মারার স্টাইল পছন্দ হয়েছে!!
ইয়ার্কি মারার স্টাইল পছন্দ হয়েছে!!!
এখনও ইলিয়াস আলীর মত গুম হয়ে যাই নি
এটাই ভাল খবর!
ইয়ার্কি মারার স্টাইল পছন্দ হয়েছে!
ইয়ার্কি মারার স্টাইল পছন্দ হয়েছে!!
ইয়ার্কি মারার স্টাইল পছন্দ হয়েছে!!!
বাজবো কি তালি?
আমরা যাবো ভালোর
পথে হই যদিও খালি....!!!
কানে শুনে কম
চোখ পড়েছে চাটনি!
তবুও তার টানতে হয়
সংসার নামের ঘানি।।
মন্তব্য করতে লগইন করুন