পুরোটাই শালা সুমনের ইয়ার্কি

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৩ এপ্রিল, ২০১৫, ১২:২৪:২৩ দুপুর

সুযোগ পেলে সবাই চোরা

রটিয়ে দিলাম

গালাগালি করে একটা জীবন

কাটিয়ে দিলাম

তোমাদের গালি বুমেরাং করে

পাঠিয়ে দিলাম,

গালাগালি করে মজা পাই

আর কি

মুখেরও একটু ব্যায়াম হয়

আর কি

সয়ে যায় যারা, রয়ে যায় তারা

আর কি

ভুয়া-ঢুলিদের ঢোলগুলোকে

ফাটিয়ে দিলাম

বুকে জমা কষ্টের ধুলি

ঝাঁটিয়ে দিলাম

দুঃখের নদী সুখের গদি

হটিয়ে দিলাম

এরপর নিজেই হবো নিলাম

আর কি

কাছে পাই না যাদেরকে

আর কি

লিখেলিখেই গালাগালি করি

আর কি

পুরোটাই শালা সুমনের ইয়ার্কি

বিষয়: সাহিত্য

১২৭৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312639
০৩ এপ্রিল ২০১৫ দুপুর ০১:১৯
কাহাফ লিখেছেন :
ইয়ার্কি মারার স্টাইল পছন্দ হয়েছে!
ইয়ার্কি মারার স্টাইল পছন্দ হয়েছে!!
ইয়ার্কি মারার স্টাইল পছন্দ হয়েছে!!!
০৩ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:০৬
253696
সুমন আখন্দ লিখেছেন : এখনও এসবি এসে তুলে নিয়ে যায় নি,
এখনও সালাউদ্দিনের মত নিখোঁজ হয়ে যাই নি
এটাই শুভ সংবাদ!
312640
০৩ এপ্রিল ২০১৫ দুপুর ০১:২২
বাকপ্রবাস লিখেছেন : কাহাফ লিখেছেন :
ইয়ার্কি মারার স্টাইল পছন্দ হয়েছে!
ইয়ার্কি মারার স্টাইল পছন্দ হয়েছে!!
ইয়ার্কি মারার স্টাইল পছন্দ হয়েছে!!! Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৩ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:০৬
253695
সুমন আখন্দ লিখেছেন : এখনও পুলিশ হাত-পা বেঁধে নিয়ে যায় নি,
এখনও ইলিয়াস আলীর মত গুম হয়ে যাই নি
এটাই ভাল খবর!
312668
০৩ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৪০
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : বাকপ্রবাস লিখেছেন : কাহাফ লিখেছেন :
ইয়ার্কি মারার স্টাইল পছন্দ হয়েছে!
ইয়ার্কি মারার স্টাইল পছন্দ হয়েছে!!
ইয়ার্কি মারার স্টাইল পছন্দ হয়েছে!!! Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৩ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:০৪
253694
সুমন আখন্দ লিখেছেন : এখনও জনকন্ঠমার্কা পত্রিকাগুলো পড়তে পারছি
312674
০৩ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩০
০৪ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪৮
253816
সুমন আখন্দ লিখেছেন : (~~) (~~)
312708
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৮:১৯
আফরা লিখেছেন : Good Luck Good Luck Rose Rose
০৪ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪৮
253815
সুমন আখন্দ লিখেছেন : Love Struck
312719
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৮:৩৩
০৪ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪৮
253814
সুমন আখন্দ লিখেছেন : Don't Tell Anyone
312750
০৩ এপ্রিল ২০১৫ রাত ১০:৫৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : সুমন কার শালা, আমজনতার?
০৪ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪৭
253812
সুমন আখন্দ লিখেছেন : :D/ :D/
312791
০৪ এপ্রিল ২০১৫ রাত ০১:৩০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : গালি গালি গালি আমরা
বাজবো কি তালি?
আমরা যাবো ভালোর
পথে হই যদিও খালি....!!!

কানে শুনে কম
চোখ পড়েছে চাটনি!
তবুও তার টানতে হয়
সংসার নামের ঘানি।।
০৪ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪৭
253813
সুমন আখন্দ লিখেছেন : <:-P

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File