চৌকস ও দক্ষ জনশক্তি তৈরিতে যুগান্তকারী ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৩ এপ্রিল, ২০১৫, ০২:৫৪:৪০ দুপুর



ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (টিটিটিআই)। এটি গাজীপুর সেনানিবাসের বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সীমানার অভ্যন্তরে অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। মানসম্মত এই প্রতিষ্ঠানটি সেনাবাহিনীর অবসরগামী সদস্য এবং দেশের অসচ্ছল ও বেকার যুব সমাজকে বিভিন্ন কারিগরি ট্রেডে উচ্চতর মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। ইনস্টিটিউটটি পরিচালনার দায়িত্বে রয়েছেন দক্ষ এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ। এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সবার নিষ্ঠা, আন্তরিকতা, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা ও দৃঢ় মনোবলের কারণে শুরু থেকেই এটি ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে এবং তার ধারাবাহিকতা এখনও অব্যাহত আছে। সামরিক কর্মকর্তাদের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হয় বলে, এখান থেকে যারা বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ শেষ করেন, তারা খুবই দক্ষ হিসেবে গড়ে ওঠেন এবং দ্রুতই কর্ম ক্ষেত্রে প্রবেশ করতেপারেন। প্রতি বছর এখান থেকে প্রায় দেড় হাজার প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত হচ্ছে। তারা দেশ ও বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি অনেকেই নিজ উদ্যোগে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এভাবে এ প্রতিষ্ঠানটি শুধু দক্ষ জনশক্তিই তৈরি করছেনা, উপরন্তু যে অসচ্ছল জনগোষ্ঠী অর্থাভাবে প্রশিক্ষণ নিতে পারেনা, তাদের জন্য বিনা বেতনে প্রশিক্ষণ ও বৃত্তি প্রদানের মাধ্যমে বড় ধরনের সামাজিক দায়িত্বও পালন করছে। অর্জিত প্রশিক্ষণ যাতে বিদেশে গিয়ে কাজে লাগাতে পারে, সেজন্য বিদেশি ভাষা শিক্ষার কোর্সও প্রশিক্ষণার্থীদের সম্পন্ন করিয়ে দেওয়া হয়। ফলে বিদেশে গিয়ে বাংলাদেশের শ্রমিকরা উচ্চ বেতনে চাকরি পায়। এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ প্রাপ্তদের জন্য বছরে দুই বার সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তির সুযোগ রয়েছে। এটি বাংলাদেশের অন্যান্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে ভিন্ন মাত্রার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে স্থাপিত হয়েছে এবং সেই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এভাবে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট-এর সফল কার্যক্রম বর্তমান সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। তাইএর কর্ম পরিধি আরও বাড়ানো উচিত বলে আমি মনে করি।

বিষয়: বিবিধ

৯০০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312717
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৮:৩০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার চিন্তাশীল লিখা যেন দেশের উচ্চ পর্যায়ের নজরে আসে সেই প্রত্যাশা
312749
০৩ এপ্রিল ২০১৫ রাত ১০:৫৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : হুম ভালইতো! দেশ এগিয়ে যাচ্ছে।
312789
০৪ এপ্রিল ২০১৫ রাত ০১:২২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমরা বিড়িআর হত্যাকাণ্ডের কথা বারবার ভুলে যাচ্ছি..... সেনাবাহিনীর পরিবারে যে আত্ম চিৎকার দেখেছিলাম তা মনে রাখবে কে কে কে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File