১০টি শিরকি গানের তালিকাঃ-

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২২ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৩১:২০ রাত





১."নবী মোর পরশমনী......নবী নাম জপে...দোজাহানের ধধনি"

"মোহাম্মদের নাম জপে ছিলি বুলবুলি তুই আগে"

(নবী নাম জপা শিরক আকিদা, জপা বা জিকির শুধু আল্লাহর নামের হয়)

২."মাসজিদেরি পাশে কবর দিও ভাই...কবর থেকে আযান যেন শুনতে পাই"

(কাজী নজরুল ইসলাম-কবর থেকে আযান শুনা শিরক আকিদা)

৩."আমার সোনার বাংলা...চির দিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রানে বাজাই বাশি"

(জাতীয় সংগীত-তোমার আকাশ তোমার বাতাস শিরক আকিদা)

"আর যা কিছু আসমান ও যমীনে রয়েছে সে সবই আল্লাহর এবং আল্লাহর প্রতিই সব কিছু প্রত্যাবর্তনশীল।"(Aali Imraan: 109)

৪.হে আল্লাহ, হে মুহাম্মদ বলে ডাকা

(শিরক কারন নবীকে ডাকা বা সাহায্যে চাওয়া যাবে না)

৫. "ইয়া আলী মাদাত ওয়ালি"

(যে এই আকীদা রাখবেঃ আলী (রাঃ) কে ডাকলে শক্তি,

সাহস পাওয়া যাবে, বিপদে সাহায্য পাওয়া যাবে,এইটা ডাইরেক্ট শিরক।

৬. "ও আমার দেশের মাটি তোমার পরে ঢেকাই মাথা"

(সম্মানে মাথা একমাত্র আল্ললাহর জন্য ঢেকানো জায়েজ অন্যথায় শিরক)

৭.তুমি আমার এমনি একজন যাকে একজনমে ভালবেসে ভরবে না এ মন"

(এখানে একজনমে ভালবাসার কথার মাধ্যে পুনঃজন্ম আকিদাইয় বিশাস বোঝাচ্ছে যা শিরক)

৮."হরে রাম হরে রাম হরে কৃষন হরে রাম"

(এইটার কথা আর বললামই না যে কি কারনে শিরক)

৯.খোদা তোমার নাই দিতীয় জানি..."

(আল্লাহর ৯৯ টা নামের মধ্যে খোদা নাম নাই খোদা ফারসি শব্দ তাই খোদা নাম শিরক

আর আলস্নাহ্র জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে, সুতরাং তোমরা তাকে সেই সব নামেই ডাকবে, আর তাদেরকে বর্জন কর যারা তাঁর নাম বিকৃত করে, সত্বরই তাদেরকে তাদের কৃতকর্মের প্রতিফল দেয়া হবে।” (সূরা আ’রাফ, ১৮০ আয়াত))

১০.তুজমে রব দেখতা হে ইয়ারা ম্যা কেয়া কারু,সেজদে মে ছ্যাড় যুখতা হে ইয়ারা ম্যা কে কারো"

(ফুলফিল শিরক,তুমার মধ্যে আল্লাহকে দেখি এবং সেই কারনে তোমাকে

সেজদা দিয়ে মাথে যুকাই,আর কি বলা লাগবে শিরক কিনা?)

"নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না, যে লোক তাঁর সাথে শরীক করে।

তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ, যার জন্য তিনি ইচ্ছা করেন।

আর যে লোক অংশীদার সাব্যস্ত করল আল্লাহর সাথে, সে যেন অপবাদ আরোপ করল। "(sura nisa-48)

আমাদের প্রত্যেকটা কথার জন্য আমাদের জবাব দিতে হবে।

প্রতিটা কথা বুঝে শুনে বলা উচিতঃ

হাসি-ঠাট্টা বা অসতর্কভাবে বলা কোনো কথার কারণেও কেউ কেউ জাহান্নামে যাবে।

রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, “নিশ্চয়ই বান্দা পরিণাম চিন্তা না করেই এমন কথা বলে

বসে যেই কথার কারণে সে জাহান্নামের এমন গভীরে ঢুকে যাবে যার দূরত্ব পূর্ব ও পশ্চিমের দূরত্বের চেয়েও বেশি।”

সহীহ আল-বুখারী, ৬৪৭৭।

উৎস https://m.facebook.com/photo.php?fbid=736940583039604&id=100001710063831&set=a.276009352466065.63047.100001710063831&source=48

বিষয়: বিবিধ

৫২২০ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

267316
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৪৮
আবু সাইফ লিখেছেন : সাহিত্যে ও কাব্যে ব্যবহৃত উপমা ও আবেগের শব্দমালা শরিয়ার দাঁড়িপাল্লায় ওজন করা ও ফাতাওয়া দেয়া "গুলু ফী দ্দীন" বা দ্বীনের বিষয়ে বাড়াবাড়ি বলে গণ্য!

এসব বিষয়ে সংযত থাকা উচিত!
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৫১
211115
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আবেগ আছে বলে কি আমরা কোরআন ও সহী হাদিসের বিপক্ষে চলে যাব?
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৪৭
211123
আবু সাইফ লিখেছেন : কক্ষনো নয়! তবে বিষয়টি বুঝতে হবে তো!

সবাই সব জিনিস বোঝেননা-

কেউ কবিতে-সাহিত্য না-ও বুঝতে পারে!

উদাহরণ চান??

সুরা নাসর নাজিলের পরে -

কিছুসংখ্যক সাহাবা কেঁদেছিলেন

আর কিছু সংখ্যক আনন্দিত হয়েছিলেন!

সম্পূর্ণ বিপরীত প্রতিক্রি্যা-

কারা সঠিক ছিলেন বলতে পারেন??

আসলে যিনি যেমন বুঝেছিলেন- কারোটাই ভুল ছিলনা!

এমন আরো উদাহরন কুরআন-হাদিস থেকেই দেয়া সম্ভব!

আপনি যদি কবিতা-সাহিত্য না বোঝেন তবে সেটা নিয়ে মন্তব্য করা অনুচিত- একথাই বলতে চেয়েছি!


দুনিয়ায় সব বিষয়ের বিশেষজ্ঞ থাকে-
শুধু ইসলামের ব্যাপারে যে কেউ মন্তব্য করে দি্তে পারে-
তাজ্জব ব্যাপার!!
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:১১
211169
ইমরান ভাই লিখেছেন : আবু সাইফ ভাই, সাহিত্যে ও কাব্যর দোহাই দিয়ে কি শির্ক করা যাবে??
২২ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:০৮
211302
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সাহিত্যের জন্য সচেতনতা অবশ্যই দরকার। সর্বোচ্চ কথা শিরক থেকে বাঁচাতে হবে।
২২ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
211365
আবু সাইফ লিখেছেন : অবশ্যই শিরক থেকে বেঁচে থাকতে হবে; কিন্তু যা শিরক নয় বা শিরকের ধারণা থেকে করা হয়না তাকেও শিরকের শ্রেণীভুক্ত করার বিপদ জীবনযাত্রাকে সংকীর্ণ করে দেবে- যা দ্বীনের মূলস্পিরিটের সাথে সাংঘর্ষিক!


স্বামী/স্ত্রীকে "প্রিয়তম/জান" বলা কি শিরক???

সন্তান/শিশুদেরকে আদর করে যেসব শব্দ বলা হয় [সোনা, যাদু, চোখেরমণি, কলিজা...]

মানুষকে সাহায্যের জন্য আহ্বান করা

আরো আরো উদাহরণ দেয়া যায়

আমার কথা শেষ করলাম. জাযাকুমুল্লাহ
267335
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:১৩
কাহাফ লিখেছেন :
ব্লগার আবু সাইফ ভাইয়ের কথায় একমত আমিও।
কাব্য-সাহিত্য বা দৈনন্দিন সাধারণ কথা-বার্তায় শিরকের ব্যাপক অনুসন্ধান ইসলাম সম্পর্কে বীতশ্রদ্ধ করে তুলবে।
২,৪,৭,৯নং বিষয়ে কখনোই সরাসরী শিরকের অভিযোগ তোলা যাবে না,বিষয়গুলো ব্যাখ্যা সম্বলিত।
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫১
211207
আবু সাইফ লিখেছেন : আপনাকে ধন্যবাদ

আল্লাহতায়ালা আপনার সঠিক জ্ঞান ও সঠিক বোধ বাড়িয়ে দিন
২২ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১১
211305
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সাহিত্য হচ্ছে মানুষের মনের কোনরকম। মনের কোরাক যেখানে সেখানে শিরক ঢুকিয়ে দেয়া কতটুকু যুক্তিক??
267366
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:০৫
বুসিফেলাস লিখেছেন : আপনার দেখানো অনেক গানই শিরিকি বলে গন্য করা উচিত হয়নি এ ব্যাপারে আবু সাইফ ভাই ঠিক বলেছেন।

আর হরে কৃষ্ণ হরে রাম মুসলিমদের জন্য নয় এটা এনে সুধু সুধু হিন্দু ভাইদের কটাক্ষ করা উচিত হয়নি।
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫১
211209
আবু সাইফ লিখেছেন : আপনাকে ধন্যবাদ

আল্লাহতায়ালা আপনার সঠিক জ্ঞান ও সঠিক বোধ বাড়িয়ে দিন
২২ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১২
211307
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : যেটা উচিত হয়নি সেটা উল্লেখ করুন।
267370
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:০৯
ইমরান ভাই লিখেছেন : দারুন একটা বিষয় নিয়ে আসছেন। আজকেই পিস টিভির একটা গ্রুপ ডিসকাশনে শায়খ হাসান জামিল বললেন, বনি ইসরাইল আল্লাহর আদেশকে বিভিন্ন ছলচাতুরি করে অবজ্ঞা করেছে তাই আল্লাহ তাদেরকে বানরে পরিনত করেছে, আর আমারাও আজ অনেক ছল চাতুরি করি শরীয়তকে ঠেকানোর জন্য।

"ইন্নাহুমাই ইয়্যূশরিকবিল্লাহ ফাকাদ হাররাম্মাল্লাহু আল্ইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার।"

নিশ্চই আল্লাহর সাথে যারা শির্ক করে আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দেন আর জাহান্নামকে অবধারীত করে দেন।

আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে ছল চাতুরি থেকে রক্ষা করুন। আমীন।
====
জাজাকাল্লাহু খায়রান। চালিয়েযান শির্কের বিরুদ্ধে কলমকে।
২২ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১৬
211311
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ, বিষয়টা নিয়ে ভাবার জন্য। অল্প অল্প করে মানুষ শিরক এর যাচ্ছে। সচেতনতা দরকার।
267432
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একমত নই কয়েকটি ক্ষেত্রে। বেশি বাড়াবাড়ি করা ঠিক নয়।
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫২
211210
আবু সাইফ লিখেছেন : আপনাকে ধন্যবাদ

আল্লাহতায়ালা আপনার সঠিক জ্ঞান ও সঠিক বোধ বাড়িয়ে দিন
২২ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১৮
211312
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বাড়াবাড়ি বললেন কেন কোরআন হাদীসের বিরুদ্ধে কিছু বলেছি কিনা দেখুন।
269425
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৪০
পদ্ম পাতা লিখেছেন : ভাই শিরক হল আল্লাহর জাত এর সাথে অন্য কারো তুলনা করা, কিন্তু আপনি যে উদাহরণগুলো এনেছেন তার বেশিরভাগের সাথে আল্লাহর জাতের সাথে কোন সম্পর্ক নাই।
270034
২৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৫৭
ফেরারী মন লিখেছেন : বলেন কি? Surprised আমি তো আগে মাঝেমাঝেই শুনতাম এসব । ধন্যবাদ সচেতন করার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File