তাজউদ্দীন আহমেদ ও BIG(Born In Gazipur)
লিখেছেন লিখেছেন রাজিবুল হাসান ২২ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৩৭:৪৩ রাত
তাজউদ্দীন আহমেদ ও BIG(Born In Gazipur)
-------------------------
তাজউদ্দীন আহমেদের জন্মভুমি গাজীপুর//
পৃথিবীর সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে সবসময়ই ইউনাইটেড স্টেটস অব এমেরিকাকে বলা হয়। যদি বাংলাদেশে সম্ভবনাময় কোন ক্ষেত্র থেকে থাকে তা হচ্ছে গাজীপুর্।
আমি গাজীপুরে জন্ম নেওয়া সবাইকে BIG(Born in gazipur) বলি।
এই সত্যটি বাংলাদেশ নামক একটি দেশের জন্ম নেওয়ায় কত বড় ভুমিকা রেখেছিল তা জানা যায় শারমিন আহমেদের তাজউদ্দীন আহমাদ নেতা ও পিতা এবং অন্যান্য সাধীনতার উপর লেখা বই গুলি পড়লেই। আমি অনেক আগে থেকেই একটি স্লোগান দিচ্ছি যে, gazipurian are simply BIG(Born In Gazipur)। বই গুলো পড়ে তাজউদ্দিন আহমেদ সরল কিন্ত অর্থবহ বাংলাদেশের সাধীনতা অর্জনে দীপ্ত ভুমিকায় ছিল যিনি,উনি যেখানে জন্মেছিলেন আমিও সেখানে জন্মেছি ভাবলেই সমস্ত সংকীর্ণতা যেন পালিয়ে যায় আমার মন থেকে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যে সব বাঘেদের নাম শুনেছি এতদিন ধরে আসলে নয় মাস যে লোকটি পৃথিবীর সাথে যুদ্ধ করেছিল সেই তাজউদ্দীন আহমেদের নাম কেঊ জানলই না,কষ্ট পাই এই যায়গাটিতে । বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল সরাসরি ড্যাস স্থানে বসিয়ে গেছে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের সেই মহান অধিপতি তাজউদ্দীন আহমেদকে। তা নিয়ে এই মহান গাজীপুরিয়ানের কোন আক্ষেপ ছিল তাও দেখিনি। যে মাটিতে এরকম মহান একজন মানুষ জন্মেছিলেন সেই মাটি ল্যান্ড অব অপর্চোনিটি না হয়েই পারেনা! আমি গাজীপুরের মাটিতে জন্ম নেওয়া প্রতিটি মানুষকে কেন BIG বলি।তা হয়ত সবাই এতোক্ষনে বুঝে গেছেন। সাধীনতা যুদ্ধের পর পর পুরো বাংলাদেশ তা বুঝেছিলো খুব ভাল করেই। তা না হলে পৃথিবীর ল্যান্ড অব অপর্চোনিটি মনে করে গাজীপুরকে বাংলাদেশের ল্যান্ড অব অপর্চোনিটি মেনে পুরো বাংলাদেশের মানুষ এসে ঝাকিয়ে বসত না।
একটি দেশের সাধীনতা অর্জনের ক্ষেত্রে পুরো ভুমিকা যার ছিল তিনি সাধীনতা অর্জনের পরে পুরোপুরি নিরব ছিলেন। কারন উনার জন্ম হয়েছিল গাজীপুর নামক এক জায়গায়। BIG( born in gazipur)
সেখানে জন্ম নেওয়া কেউ কখনোই খ্ন্দকার মোশারফের মতো ভুমিকায় অবতীর্ণ হতে পারে না।
রাজিবুল হাসান সুমিত
বিষয়: বিবিধ
৯৬৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন