Good Luckঅনেকদিন পর লগ-ইন করলাম- :D/ হক্বকথার গল্প Don't Tell Anyone

লিখেছেন লিখেছেন আবু সাইফ ২২ সেপ্টেম্বর, ২০১৪, ০১:১৩:৪১ রাত

আসসালামু আলাইকুম .... আলা মানিত্তাবায়াল হুদা

ব্লগের লেখক-পাঠক-সম্পাদক সবাইকে শুভেচ্ছা

Rose

অনেকদিন পর লগ-ইন করলাম, হয়তো ঈদ পর্যন্ত নিয়মিত হতে পারবো ইনশাআল্লাহ :D/ Thinking

আজ মাত্র দুটো বিষয়ে কথা বলবো Nail Biting

(১)শৈশবে আমার দাদার কাছে একটা গল্প শুনেছিলাম, সেটার ভাষা ও শব্দগত পরিমার্জনা করে পাশ করছি-

আবেদ নামের একজন সাধারণ খেটে-খাওয়া মানুষ তার সচ্চরিত্রের জন্য এলাকাবাসীর খুব প্রিয় হয়ে উঠেছিলেন! সে কারণে তাঁর একমাত্র পুত্রসন্তানটিকেও মানুষে খুব আদর করতো! পূত্র কালামের বয়স সাত হলে সমাজে পরিচিত করা ও ন্যায়বিচারের শিক্ষা দেবার জন্য বাবা আবেদ তাকে কর্মক্ষেত্রে ও বিচারের মজলিশে সাথে নিয়ে যাওয়া শুরু করলেন! Waiting

এভাবে বছরাধিক কাল গড়ালে ছেলেটিও মানুষের সাথে কথাবার্তায় বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিতে লাগলো! কিন্তু তাক্বদীর সামনে এসে হাজির হলো, আকস্মিক অসুস্থতায় কয়েকদিন বিছানায় থেকে আবেদ ইন্তেকাল করলেন, কালাম ইয়াতীম হয়ে গেল! Crying

কালামের বাবার সুনামকে পূঁজি করে কালামের মা এলাকার মানুষের সহায়তায় ঘরে বসেই কামাই-রোজগার করে ছেলেকে মানুষ করার চেষ্টা করতে থাকলেন! এলাকাবাসী আবেদের কারণে কালামকে বিশেষ স্নেহের নজরে দেখতে লাগলো, কালামও সমাজের সর্বস্তরের মানুষের আদরযত্নে বড় হতে থাকলো! Praying

কিন্তু বছর না ঘুরতেই কালামের মায়ের কাছে অভিযোগ আসা শুরু হলো- কালাম নাকি যত বড় হচ্ছে ততই বেয়াদব হয়ে উঠছে, কথাবার্তায় মানুষকে লজ্জিত ও অপমানিত করাই তার প্রধান কাজ এখন! I Don't Want To See

কালামের মা ছেলেকে পরামর্শ দিতে থাকেন যেন ভালো কথা ছাড়া মন্দ না বলে, মানুষের ভালো ছাড়া মন্দ না করে, বাবার সুনাম রক্ষা করে ইত্যাদি ইত্যাদি . . ছেলেও মায়ের একান্ত অনুগত, সবকথাই সে মনযোগ দিয়ে শোনে এবং মেনে চলার ওয়াদা করে

কিন্তু অভিযোগ ক্রমশঃ বাড়তেই থাকলো, এক পর্যায়ে কালামের মা অতিষ্ঠ হয়ে ছেলের সাথে আলোচনা করে মূল সমস্যা খুঁজতে ও বুঝতে চাইলেন! At Wits' End

ছেলেকে বললেন, "দেখ বাবা, তোর বাবা চলে যাওয়ার পর কত কষ্ট করে তোকে মানুষ করছি, সব কষ্টই সহ্য হয়- কিন্তু তোর নামে এতো নালিশ তো আর সহ্য হয়না" Whew! Worried

কালাম বললো, "মা, আমি তো বাবার শেখানো আদর্শ ও তোমার পরামর্শ মেনে চলতে কম করিনা, মানুষের ভালো ছাড়া মন্দ করিনা, হক্বকথা ছাড়া মন্দকথা বলিনা, তারপরেও মানুষ নালিশ করতে থাকলে আমি আর কী করতে পারি? আমি কি হক্বকথা বলা ছেড়ে দেবো?"

-যদি হক্বকথাই বলিস, ভালোকথাই বলিস, মানুষের মন্দ না করিস তবে এতো অভিযোগ কেন? D'oh

-মা, হক্বকথার বৈশিষ্টই এমন যে এটা কাউকে সন্তুষ্ট করেনা, যাকেই বলা হয় সে-ই নাখোশ হয়- তেড়ে আসে! এমন কি তুমি যে আমার মা, এতো কষ্ট করে আমাকে আগলিয়ে রেখেছো- সেই তুমিও হক্বকথা শুনলে আমাকে তেড়ে আসবে!

-সেটা আবার কেমন কথা! হক্বকথা বললে তেড়ে আসবে কেন?!

-শুনবে তুমি দু-একটা হক্বকথা? দেখি তুমি কেমন মা!

-বল তো শুনি তোর হক্বকথা!

-আচ্ছা মা, বাবা তো মারা গেছেন তিনবছর হয়ে গেছে, অথচ এখনো তুমি চুল বাঁধো, ঘর গুছাও, মাঝে মাঝে সাজুগুজুও করো- বলো তো এসব কার জন্য?? এসব কি এখন মানায়??

-ওরে বান্দর, এই তোর হক্বকথার নমুনা... Time Out Time Out Time Out

=============

Chatterbox

আমরা অনেকেই এমনতর হক্বকথা বলতে ও বলাতে উতসাহবোধ করি- বরং কর্তব্য মনে করি!

Day Dreaming

একটা কথা এত্তো বড় হয়ে গেল!

আরেকটা কথা তাহলে একটু পরেই বলি

অপেক্ষায় রাখার জন্য দুঃখিত-

বিষয়: বিবিধ

১৪২২ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

267311
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:২১
কাজী লোকমান হোসেন লিখেছেন : লেখার চেয়ে ইমো দেখে ব্যাপক বিনোদন পাইলাম Applause Applause Applause Applause Applause Applause Applause

Rose ধন্যবাদ ভালো লাগলো Rose
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৩৮
211112
আবু সাইফ লিখেছেন : যাক্‌, ইমো তাহলে সার্থক !! Rose

ধন্যবাদ, আপনিও কম যান না Big Grin Big Grin

জাযাকাল্লাহ.
267312
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:২৫
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৩৯
211113
আবু সাইফ লিখেছেন : Rose ধন্যবাদ,

জাযাকাল্লাহ.
267313
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৫০
আফরা লিখেছেন : ওয়াআলাইকুম আসসালাম !

সাইফের বাবা ভাইয়া আপনার তো ডবল কাফফার হোওয়া উচিত আসছেন অনেকদিন পরে আবার পেটের ভিতর কথা রেখে দিয়েছন ।
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৪৩
211114
আবু সাইফ লিখেছেন : না, না, পেটের ভেতর রাখিনি তো!

দেখছেন না- বের করে টেবিলে রেখেছি,
একটু দৈর্য ধরুন, পাতে দেয়া হবে!


এই নিন -



এতে কাফফারা হবে কি??
267317
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৫৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
হক বলবেন তো চোখের কাঁটা হবেন, ধর্য্য ছাড়া সফলতা আশা করা যায়না।!!
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৫১
211124
আবু সাইফ লিখেছেন : জাযাকুমুল্লাহ...

আপনাদের দুজনের কে যে কখন বলছেন তা বোঝা বড় দায়!

হককথা বলার ধরণটাও "হক" হতে হয়, তা না হলে সেটা আর "হক" থাকেনা!!

কথায় কাউকে অযাচিত আঘাত না করাটাও "হক"এর বৈশিষ্ট্য
267326
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৪৩
জবলুল হক লিখেছেন : অনেক দিন পর লগ ইন করে
চমৎকার গল্প উপহার দেয়ার জন্য ধন্যবাদ।
হ্বক কথা আসলেই তিতা। সাধারণত মানুষ নিজেকে সবচেয়ে বেশি ভালবাসে।তাই আমরা অন্যের সামান্য দোষ চোখে পড়লেও নিজের হাজার দোষের পক্ষে যুক্তি ধার করাই।নিজের দুর্বলতার কথা অপরের কাছে থেকে শুনতে তাই আমাদের ভালো লাগে না।
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৫২
211125
আবু সাইফ লিখেছেন : জাযাকাল্লাহ..

তবুও হককথা বলেই যেতে হবে-
তবে অবশ্যই সুন্দর করে-
এটাও হককথার হক্ব!
267342
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:১৬
বৃত্তের বাইরে লিখেছেন : হক্ব কথা বলতে আর দ্বিধা কি! বলে ফেলবেন। Happy

ভাল লাগল গল্প + গল্পের ভেতরের উপদেশ Good Luck Star
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:৫৬
211494
আবু সাইফ লিখেছেন : বৃত্তাবদ্ধ মানুষেরা বৃত্তের বাইরে যেতে উদগ্রীব- এমন হক্বকথা বলা কি 'হক্ব' হবে??


তারচে' বরং বৃত্তবদ্ধ থেকেই ভাবনাকে বিশ্বনয় ছড়িয়ে দেয়ার চেষ্টা্য উত্তম- কি বলেন?
Rose Praying Good Luck
267356
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:০৮
ইবনে হাসেম লিখেছেন : অনেক অনেকদিন পর আপনার মজাদার, চমৎকার আর মর্মরে লিখা পেলাম। ধন্যবাদ
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:৫৭
211495
আবু সাইফ লিখেছেন : সাধ ও সাধ্যের ব্যবধান-
যেমন জমিন ও আসমান Crying

অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ Praying
267362
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৩৪
মামুন লিখেছেন : খুব ভালো লাগল।
চমৎকার লিখাটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর। Rose Rose Good Luck
২৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:২৩
211515
আবু সাইফ লিখেছেন : চমতকার মন্তব্যে চমতকৃত না হয়ে উপায় কী?

Winking) Winking) Praying
267629
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:০৪
বাজলবী লিখেছেন : অাস্সালামু অালাইকুম
হক কথা নিয়ে পোষ্ট শিক্ষনীয় ভালো লাগলো।জাজাকাল্লাহ খাইর।
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:৫৮
211496
আবু সাইফ লিখেছেন : আপনার মন্তব্যে আমারও ভালো লাগলো- Winking)
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ Praying
১০
268380
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩৫
আবু জান্নাত লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৭ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:১৪
212944
আবু সাইফ লিখেছেন : অনেক ধন্যবাদ, Rose
জাযাকাল্লাহ, Praying
১১
268835
২৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:২০
রেহনুমা বিনত আনিস লিখেছেন : হক কথা যেন প্রয়োজনীয় এবং দয়ার্দ্র হয় সেটা খেয়াল রাখা দরকার Thinking
সুন্দর পোস্ট! ধন্যবাদ Rose
২৭ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:১৮
212946
আবু সাইফ লিখেছেন : হককথার সুনামী মুসলমানদের শতধাবিভক্ত করে রেখেছে-

দ্বীনের ব্যাপারে সন্দেহ-সংশয় সৃষ্টি করা আর পরস্পরের বিরুদ্ধে মতপ্রকাশের বাড়াবাড়িতে মানুষ- বিশেষতঃ নতুন প্রজন্ম সংশয়বাদকে গ্রহনে উদ্বুদ্ধ হচ্ছে-
অভিভাবক কতক্ষণ পাহারা দিয়ে রাখবেন??

আপনার কলমে একটা পোস্ট এলে খুব ভালো হয়!!

অনেক ধন্যবাদ, Rose
জাযাকুমুল্লাহ Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File