বাংলাদেশের ভবিষ্যত ও গনতন্ত্রের ফাসি।

লিখেছেন লিখেছেন ইরা টিউনস ডট কম ২১ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৫৪:২৭ রাত

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আর ভাল থাকুন এটাই কামনা করছি সারাক্ষন। আজ আমরা এমন এক মূমুর্ষ সময়ে দাড়িয়ে আছি তা বলার অপেক্ষা রাখে না। ৪৩ বছরে পৃথিবীর অনেক দেশ আজ গনতন্ত্রের পথে এগিয়ে গিয়েছে অনেক দেশ আজ সয়ংসম্পূর্ন। কিন্তু আজ আমরা কোথায় দাড়িয়ে আছি,কোথায় আমাদের অবস্থান। বলতে গেলে আমাদের অবস্থান উগান্ডা,সোমালিয়ার মত। আমাদের কারও ক্ষমতা থেকে বিদায় হওয়ার মত মনমানসিকতা নাই। আর ক্ষমতা পাকপুক্ত করে রাখার জন্য বিরোধী দলগুলো কিভাবে নিশ্চিন্ন করা যায় তার হিসাব কষতেই ব্যস্ত থাকে সরকারী দলগুলো। কিন্তু গনতন্ত্র বলে যে দেশে বিরোধীদলগুলো যত শক্তিশালী সেদেশের সরকার তত বেশী শক্তিশালী। আর দেশের স্বার্থে যদি কিছু আইন করা হয় তাহলে বিরোধী দলের পরামর্শ নেওয়া হয় প্রয়োজনে গণভোট নেওয়া হয়। যেমন ধরা যাক, গত কয়েকদিন আগে স্কটল্যন্ড স্বাধীনতার প্রশ্নে হয়েছিল গণভোট। যার বিপক্ষে ভোট পরেছিল মাত্র ৫৪%। যার জন্য কোন সিদ্ধন্ত হয় নাই আর এক্ষেত্রে বাংলাদেশ হলে সরকার প্রধান বা সরকারী দল প্রথমে একটা গোপনে সিদ্ধান্ত নিয়ে নিত তারা পর একটা নাটক সাজানো হত। যেমন : গত কয়েকদিন আগে আমাদের সংসদে একটা বিল পাস হয়েছিল। ভারত বাংলাদের নিয়ে কিছু ইস্যু সরকারীদল একাই সিদ্ধান্ত নিয়ে তা একাই মীমাংসা করে ফেলেছিল। এক্ষেত্রে বিরোধীদলের কোন পরামর্শই নেওয়া হয় নাই। আর গত প্রায় দুই বছর আগে সিরিয়া ইস্যুতে যুক্তরাজ্যের সবচেয়ে কাছের বন্ধু আমেরিকা যখন সিরিয়া বিমান হামলার কথা বলে তখন সংসদে বিরোধীদলের আপত্তির কারনে তারা তাদের বন্ধুর কথা শুনেনি। যদিও বিতর্কীত ইস্যুতে যদিও বলা হয় আমেররিকার সাথে আমাদের থাল দিলে হবে না। কিন্তু গত কয়েকদিন আগে আমাদের সংসদে যখন একটা বিল পাস হল তারপর একটা টকশোতে একজন সরকারী দলের মন্ত্রী বলেছিলেন এই আইন নাকি যুক্তরাজ্যে পাস করা হয়েছে। এমন কি যখন তত্তাবধায়ক সরাকর বিলুপ্ত করা হয়েছে তখনও বিভিন্ন টকশোতে শুনেছি পৃথিবীর অনেক উন্নতদেশে সরকারের অধীনে নির্বাচন হয়। একথাটা সত্য । কিন্তু কথা সত্য হলেও তারা এপার্যয়ে পৌছে গেছে। আর আমরা এপর্যায়ে পৌছেতে পারি নাই। কারন আমরা এখনও গনতন্ত্রে সয়ংসর্ম্পর্ন হতে পারি নাই আর কোনদিন পারব তাও কেউ আন্দাজ করতে পারছে না। কারন গ্রামে একটা প্রবাদ আছে ” যার শিক্ষা হয় তার ৭০ দিনে হয় আর যার হয় না তার ৭০ বছরেও হয় না”

সময় থাকলে আমার site ভিজিট করতে পারেন

বিষয়: রাজনীতি

১০২১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

267297
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:১৪
কাজী লোকমান হোসেন লিখেছেন : ডিজিটাল বাংলাদেশের বাস্তব কিছু রূপ
‪#‎শিক্ষা‬ - সেতো প্রশ্ন ফাঁসে সীমাবদ্ধ ,
‪#‎চাকরী‬ - সেতো ঘুষের মধ্যেই সীমাবদ্ধ ,
‪#‎চিকিৎসা‬ - সেতো টাকার মাঝে সীমাবদ্ধ ,
‪#‎বিদ্যুৎ‬ - সেতো শোনার হরিণ , অপেক্ষায় সীমাবদ্ধ ,
‪#‎রাজনীতি‬ - সেতো অবৈধ অস্রের মদ্ধে সীমাবদ্ধ ,
‪#‎অর্থনীতি‬ - সেতো রাবিশ মন্ত্রীর পকেটে ,
‪#‎সমাজনীতি‬ - সেতো মূর্খ এক খবিশের দখলে ,
‪#‎ইতিহাস‬- সেতো ভ্রান্ত পথে যুগে যুগে বিকৃত ,
‪#‎বিবেক‬ - সেতো আবেগের মধ্যেই সীমাবদ্ধ ,
‪#‎প্রেম‬ - সেতো লিভটুগেদারে সীমাবদ্ধ ,
‪#‎ভালোবাসা‬ - সেতো আকাশ কুসুম চিন্তা করা ,
‪#‎মাদক‬ - সেতো নিয়মিত খাবারে সীমাবদ্ধ ,
আমি গর্ভবতী ! এই ডিজিটালাইজ পেয়ে , আপনি ?????????????? At Wits' End Give Up At Wits' End At Wits' End ভালো লাগলো ধন্যবাদ
267318
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৫৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : জনগণের অবস্থা..........!!!!!
267410
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫৮
ইরা টিউনস ডট কম লিখেছেন : ai obosta takha manus oboshan shai....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File