____প্রশ্ন জাগে____
লিখেছেন লিখেছেন দিশারি ২০ জুলাই, ২০১৪, ০৪:২৯:৪৮ বিকাল
কি হবে এই বিবেক রেখে?
যে খুন ঝরাতে ভালবাসে,
খুনের বন্যা দেখেও যে;
মাতে বীভৎস উল্লাসে।।
কি হবে এই বিবেক পুষে?
যে লুটায় কেবল ঘুমের পরে,
মজলুমের হাহাকারেও যে;
উঠে না জেগে।।
কি হবে বল এই বিবেক থেকে?
অসহায় কাঁদে যার পদতলে,
ন্যায়কে বন্দী রেখে;
যে অন্যায়কে ভালবাসে।।
আজি প্রশ্ন সে বিবেক দ্বারে...
আর কত দুঃখী মরবে ধুঁকে,
অনাথ কি চিরদিন থাকবে ভুখে?
তাই তো প্রশ্ন জাগে -
কি হবে এই বিবেক রেখে?
বিষয়: সাহিত্য
৯৬০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন