সেই কবুতরটি

লিখেছেন লিখেছেন কর্ণেল কুতাইবা ২৬ অক্টোবর, ২০১৪, ১০:৫৩:১৭ রাত

২০০৫ সনের ১জুলাই। দুপুর ১২টা। হঠাৎ একটা ধবধবে সাদা কবুতর আমাদের দোতলার বেলকনীতে এসে বসল। আমি চুপিচুপি কবুতরটির পাশে গিয়ে ওকে ধরে ফেললাম। মাত্র দু-একদিনেই কবুতরটা আমার পোষ মেনে গেল।

আমার সঙ্গে কবুতরটির গড়ে উঠল প্রচন্ড বন্ধুত্ব। সবসময় আমার কাছাকাছি থাকতো। পড়তে বা খেতে বসলেও আমার কোলে বসে পাখা নাড়িয়ে আনন্দ প্রকাশ করতো। মাঠে খেলতে গেলেও সাথে নিতাম। আমি প্রতিদিন দু-চারবার ওর গায়ে আলতো করে হাত বুলিয়ে দিতাম। ও চুপ করে আমার আদর উপভোগ করতো। আমাকে ছাড়া ও একমুহূর্তও থাকতে পারতো না।

প্রথমে আমি মনে করেছিলাম কবুতরটি মনে হয় উড়তে জানেনা। পরে দেখলাম ও কিছুটা উড়তে পারে। তবে আশপাশ থেকে ঘুরে আবার চলে আসে।

অল্পদিনের মধ্যে ও আমাদের পরিবারের সদস্য হয়ে গেল। কবুতর যে মানুষের সঙ্গে এতো বন্ধুত্ব গড়ে তুলতে পারে তা কোনদিন শুনিনি।

একদিনের একটি ঘটনা বলছি,

আমি নানা বাড়ীতে গিয়ে পানি বসন্তে আক্রান্ত হই । কবুতরটিকেও আমার সঙ্গে নানা বাড়ী নিয়ে গিয়েছিলাম। যতদিন আমি অসুস্থ ছিলাম ,ততদিন ও প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে আমার বিছানার পাশে বসে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকতো। মনে হকো কবুতরটি এভাবে নিঃশ্বেষ হয়ে যাবে।

ওকে হারানোর ভয়ে আমার ভাইয়ার সাথে ওকে বাসায় পাঠিয়ে দিলাম। দু-একদিন পর খবর এলো, কবুতরটি উড়ে চলে গেছে। আর ফিরে আসেনি। টেলিফোনে খবরটি পেয়ে সবারই মনে খারাপ হয়েছে কিন্তু আমি কান্না থামাতে পারলাম না।

ক্ষুদ্র একটি প্রাণী যে মানুষকে ভালোবাসতে শেখায় , গড়ে উঠে বন্ধুত্ব, তা আগে কখনো বুঝিনি। কয়েক বছর পার হয়ে গেছে, কিন্তু আজো ওকে ভুলতে পারিনি। সময়ে অসময়ে ওর কথা মনে পড়লে দুই ফোঁটা অশ্রু আপনা আপনিই বেরিয়ে আসে। ও আমার হৃদয়ের মাঝে একটা স্থায়ী আসন করে নিয়েছে। আমি হয়তো কোনদিনই ওকে ভুলতে পারবো না।

বিষয়: সাহিত্য

১৩৮৮ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278480
২৬ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৭
অনেক পথ বাকি লিখেছেন : আজকাল মানুষকে ভালোবাসার চেয়ে জীবজন্তুকে ভালোবাসা উচিত। কারণ মানুষের ভিতরকার মানুষ মরে যাচ্ছে দিন দিন । লেখা সুন্দর হয়েছে Rose Rose
০৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪০
225298
কর্ণেল কুতাইবা লিখেছেন : ঠিক বলেছেন । ধন্যবাদ Good Luck Good Luck Good Luck
278567
২৭ অক্টোবর ২০১৪ সকাল ০৯:২২
নূর আল আমিন লিখেছেন : ভালোবাসা ভালোবাসে শুধু তাকে ভালোবাসা ভালোবেসে বেধে যে রাখে
০৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪১
225299
কর্ণেল কুতাইবা লিখেছেন : হুম....... Good Luck Good Luck Good Luck
278711
২৭ অক্টোবর ২০১৪ রাত ০৮:২১
আফরা লিখেছেন : পালা জিনিসের জ্বালা নাকি একটু বেশি ।
০৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৮
225302
কর্ণেল কুতাইবা লিখেছেন : কে বললো? তবে জ্বালা মনে করলেই জ্বালা Happy
ওদের ভালোবাসলে সে ভালোবাসার মূল্য ওরা দিতে জানে । Love Struck
০৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:০৮
225315
আফরা লিখেছেন : ভাইয়া আপনি মনে হয় আমার কথার মানে আপনাকে বুঝাতে ব্যার্থ হয়েছি ।

আমি এটাই বুঝাইতে চেয়েছি কোন কিছু পাললে সেটার জন্য মায়াটা অনেক বেশী থাকে সেটা হারিয়ে গেলে বা মারা গেলে তখন কষ্ট অনেক বেশী হয় ।

আমাদের এখানে ডেনিসরা কুকুর পালে এদের কে দেখি কুকুর মারা গেলে পরিবারের সবাই মিলে এমন করে কান্না করে ঠিক পরিবারের একজন মানুষ মারা গেলে যেমন করে ।
০৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
226023
কর্ণেল কুতাইবা লিখেছেন : বুঝেছি Good Luck Good Luck Good Luck
279156
২৯ অক্টোবর ২০১৪ সকাল ০৬:০০
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ভাল লাগল আপনার এই বন্ধুত্বের গল্প Day Dreaming
০৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৯
225303
কর্ণেল কুতাইবা লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
279554
৩০ অক্টোবর ২০১৪ সকাল ০৯:১৬
বৃত্তের বাইরে লিখেছেন : আমাদের বারান্দায় কবুতর বাসা বেঁধেছে দু বছর হল। বাচ্চা বড় হলে উড়ে গিয়ে আবার নতুন জোড়া আসে, এভাবেই চলছে। ঠাণ্ডার দেশে -৪০ এ কিভাবে এরা থাকে দেখে অবাক লাগে। চলে গেলে আমাদেরও খারাপ লাগে। আপনার কবুতর বন্ধুটির জন্য মায়া লাগছে Broken Heart Sad Good Luck
৩০ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৪৯
223284
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমাদের বারান্দায় চড়ুই ভালো বাসা বেঁধেছে Love Struck Love Struck প্রতিদিন ভোরে উঠে আমি ওদের কিচির মিচির শুণি Tongue Tongue
০৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৫০
225304
কর্ণেল কুতাইবা লিখেছেন : অনেক ধন্যবাদ Good Luck Good Luck Good Luck
279594
৩০ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০১
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : পড়ে খুব খারাপ লাগলো আনপার কবুতরটির জন্য। Sad Sad
০৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৫১
225307
কর্ণেল কুতাইবা লিখেছেন : Worried Worried Worried Worried
279965
৩১ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৪৩
প্রবাসী মজুমদার লিখেছেন : দারুণ অনুভুতি। ভাল লাগার মত। ধন্যবাদ।
০৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৫২
225308
কর্ণেল কুতাইবা লিখেছেন : ধন্যবাদ বড় ভাই Good Luck Good Luck Good Luck
281755
০৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৫২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আমাদের বাসায় ছোট বেলায় পালতাম। তবে মাঝে মাঝে হারিয়ে গেলে খারাপ লাগতো। Sad এখনো অবশ্য আমার চাচাতো ভাইগুলো পালে। আমাদের ওয়ালে ওরা খাচা বানাইছে। বাথরুমে গেলে বাকবাকুম বাকবাকুম করে।
০৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
226025
কর্ণেল কুতাইবা লিখেছেন : Happy Happy Happy Happy Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File