টুডে ব্লগের মডারেটর বিরোধী পোস্ট......
লিখেছেন লিখেছেন কর্ণেল কুতাইবা ১৭ নভেম্বর, ২০১৪, ০২:৫৮:১৭ দুপুর
প্রায় ১বছর যাবৎ টুডে ব্লগের ব্লগারদের সুন্দর সুন্দর লিখাগুলী পড়ে অাসছি।
ব্লগের সব ব্লগারদের লিখাই ভালো। সবার লিখাই পড়তে ভালো লাগে।
কিন্তু মডারেটরদের কার্যকলাপ দেখলে মনে হয় যে, ব্লগের সব মেয়েরা ব্লগার অার ছেলেরা মুরগী মার্কা ঢেউ টিন !!
শুরু থেকেই দেখে অাসছি ২০টা মেয়ের পোস্ট স্টিকি = ১টা ছেলের পোস্ট স্টিকি।
অামার মনে হয় , টুডে ব্লগে এমন মেয়ে পাওয়া কঠিন যার পোস্ট স্টিকি হয়নি এবং এমন ছেলে পাওয়া কঠিন যার পোস্ট স্টিকি হয়েছে।
অামি মেয়েদের লিখা বাজে সে কথা বলছিনা। সবার লিখাই ভালো।
কিন্তু মডারেটরদের অবস্থা দেখে মনে হয় , ছেলেদের মাঝে ভালো লেখক নেই-ই !!
ছেলেরা লিখতেই জানেনা।
অামার তো মনে হচ্ছে, মডারেটররা মেয়েসাক্ত...................
সবখানেই নারীর রাজত্ব অার রাজত্ব এনে দিচ্ছে কিছু নারী ভক্ত পুরুষ।
বিষয়: বিবিধ
১৭২৯ বার পঠিত, ৪৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব ভালো লাগলো আপনার লেখাটি। স্টিকি করা হউক।
এই পোস্ট স্টিকি করবো কেন!!!
সহমত
.টুডে ব্লগের মডুদের দৃষ্টিতে ছেলে ব্লগাররা চিরতার পাতার পানী আর লুল মার্কা লুলবতীরাও আমৃত্তি রসগুল্লা
ওরাই দেশটারে খাইছে। লুল মার্কা মডারেটর........
আবার আসি আমাদের দোষের কথায়, স্টীকি হওয়ার সময় দুটি লেখায় পঠিত ছিল গড়ে ১২০ বার, মন্তব্য ছিল ১০-১২ টি।স্টীকি হওয়ার পর দুটি লেখা প্রায় ৯ শত বার পঠিত হয়েছে, মন্তব্য হয়েছে ১৫০ এর ও অধিক। তার আগের দিন “আগুন” শিরোনামে অন্য একজন আপুর লেখাটি ও ছিল অসাধারণ।
আথচ, আজ দেখেন রিদওয়ান কবির সবুজ ভাইয়ার চমৎকার একটি লেখা স্টিকি হয়েছে । পোষ্টে গিয়ে দেখেন , এখন পর্যন্ত মাত্র ১১৮ বার পঠিত হয়েছে আর মন্তব্য হয়েছে ১৮ টি মাত্র । এখন বলেন , এটার জন্য কি শুধু মডু ভাইরা ...... না কি আমরাও ।
তাই আসুন দৃষ্টি সমান করি , ভেদাবেদ না করি। মানুষের পরিচয় হোক তার কর্মে।
কিন্তু মুডুরা মেয়েদের লিখা কেন বেশী স্টিকি করে, ছেলেরা কি ভালো লিখেনা? অনেক ছেলে অাছে যাদের লিখা হৃদয়কে কাঁপায় কিন্তু মুডুদের চোখে সেগুলো পরেনা। মুডুরা মেয়ে নামের কোন লিখা দেখলে সেখানে ঢু মারে !!!
অামি মেয়েদের বিরোধীতা করছিনা। মেয়েরা অবশ্য ভালো লেখে কিন্তু ছেলেরা কি করেছে?
@ ফেরারী মন ভাই/আপু , সহমত হলেন , তাই ধন্যবাদ। আপনার মন্তব্যের প্রথম অংশের সাথে আমিও একমত,কিন্তূ শেষ অংশের সাথে একমত হতে পারলাম না বলে দুঃখিত। ধন্যবাদ ।
@ সাম্য বাদী ভাই, সেটা অবশ্য ভাবনার বিষয়, তবে মুখ্য বিষয় নিঃসন্দেহে নয়। কে ছেলে কে মেয়ে সেটা ভাবার চেয়ে, আমি মনে করি লেখার থীম টাই মুখ্য। ধন্যবাদ।
@ ফেরারী মন ভাই/আপু , সহমত হলেন , তাই ধন্যবাদ। আপনার মন্তব্যের প্রথম অংশের সাথে আমিও একমত,কিন্তূ শেষ অংশের সাথে একমত হতে পারলাম না বলে দুঃখিত। ধন্যবাদ ।
@ সাম্য বাদী ভাই, সেটা অবশ্য ভাবনার বিষয়, তবে মুখ্য বিষয় নিঃসন্দেহে নয়। কে ছেলে কে মেয়ে সেটা ভাবার চেয়ে, আমি মনে করি লেখার থীম টাই মুখ্য। ধন্যবাদ।
এই সব বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি না করে ব্লগের পরিবেশ আরো ভালো কিভাবে করা যায় সে দিকে দৃষ্টি দেয়া দরকার সবার!!!
লেখাটি স্টিকি করা হোক।
লেখাটি স্টিকি করা হোক।
লেখাটি স্টিকি করা হোক।
অার শুধু মেয়ে দ্বারা পরিচালিত করা সম্ভব নয়্ । অার এটা স্টিকি করার মতো পোস্ট নয় ভাই।
অার এটা অাপনার কাছে ঘ্যানর ঘ্যানর !! বাহ বাহ... অামরা উচিৎ বললে সেটা ঘ্যানর ঘ্যানর হয়ে যায়?
অাপনারা মেয়েরা লেখক অার অামরা ঘ্যানর ঘ্যানর কারী।
মন্তব্য করতে লগইন করুন