>>>>>>>>>>>জয় বাংলার বাঁশ <<<<<<<<<<
লিখেছেন লিখেছেন কর্ণেল কুতাইবা ০৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:৫৪:৪৯ বিকাল
বিশাল বড় একটা মাঠ । মাঠের কানায় কানায় মানুষে পরিপূর্ণ। মাঠের মাঝখানে বড় একটা কাঠের স্তুপ। কয়েক জন লোক আরো কাঠ জড়ো করছে, কয়েকজন কাঠগুলীকে সাজাচ্ছে, কিছুক্ষণ পর কাঠগুলীকে পেট্রোল দিয়ে ভেজানো হলো…
সবাই উৎসুক দৃষ্টিতে মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। কাঁঠের স্তুপ থেকে কিছু দূরে কয়েকজনকে পিছনেl হাত বেঁধে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তাদের দেখে বুঝা যাচ্ছে প্রচুর গণ পিটুনির স্বীকার হয়েছে তারা। মারের ছুটে ফেস কাটিং চেন্জ হয়ে গেছে। চিনতে পারছিনা ।
চোখটাকে আরো একটু মেলে ভালো করে তাকিয়ে চিনার চেস্টা করলাম। ভালোভাবো পর্যবেক্ষণ করার পর চিনতে পারলাম কয়েকজনকে।
হাসিনা , চুররন্জিত, জাপানী কুত্তা, মখা , মাল , হানিপ্পা, মায়া দ্য ডগ , কামরুল, মুরগী কবির, মুতিয়া, চেহারা কার্টুন সহ আরো কয়েকজন। সবার অবস্থা খারাপ। হাঁওমাউ করে কাঁদছে। কিন্তু মাঠের সব পাষাণ মানুষ তাদের কান্না দেখে হাসছে। ভাবছিলাম কেউ না কাঁদুক , আমি একটু কান্দুম। কিন্তু এখানে আমার আবেগ কাজ করলো না। এক ট্যাংকি পানি খাইলাম তবুও চোখ দিয়া এক ফোঁটা পানি আইলো না। উল্টো হাসতে হাসতে মুইত্তা দিছি।
ওরা যতো জুড়ে কাঁদছে , মানুষ তত জুড়ে হাসছে, সাথে আমিও।
ধীরে ধীরে এসে গেল প্রতিক্ষিত সেই সময়টি। কাঁঠের কুন্ডুলীতে আগুন দেয়া হলো। দাউ দাউ করে জ্বলতে লাগলো আগুন। সবাই উৎসুক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। এতো দাউ দাউ করে আগুন জ্বলছে যে কেউ কাছ ঘেষার মতো না। তাহলে ওদের আগুনে ফেলবে কিভাবে !! সবাই ভাবছে, হঠাৎ মাঠ থেকে কে একজন বলে উঠলো আরে কি ভাবছেন , বাঁশ আছে না! !
তারপর বাঁশ আনা হলো। লম্বা আছোলা বাঁশ। বাঁশ প্রথম ‘চুররন্জিত বাবুল‘ পশ্চাৎদেশ দিয়ে ঢুকানো হলো। তার চিৎকারে সবাই অট্ট হাঁসি দিয়ে উঠলো। তার ভয়ংকর চিৎকার হারিয়ে গেল এতো গুলা মানুষের অট্ট হাঁসির আড়ালে। বাঁশ ঢুকিয়ে তাকে আগুনে ফেলা হলো, কিছু সময় আগুনে রেখে তুলে এনে, কিছু দূরে বড় একটা খাঁচায় রাখা কিছু শুকরের মাঝে ছেড়ে দেয়া হলো। শুকরগুলো ছিড়ে ছিড়ে খাচ্ছে চুর রন্জিতকে । কি বিভৎস দৃশ্য। তারপরও মানুষ হাসছে। এভাবে একে একে বেঁধে রাখা সবাইকে আগুনে ফেলে সেখানে কিছু সময় রেখে তারপর শুকরের খাঁচায় ছেড়ে দেয়া হলো। সবার শেষে আসলো হাসিনার পালা, চিৎকার করে কাঁদছে অনেকের হাতে পায়ে ধরছে। কিন্তু সবাই হাসছে। অবশেষে তাকেও পশ্চাদ দেশে আরো বড় আছোলা বাঁশ ঢুকিয়ে আগুনে ফেলা হলো………
:
:
:
:
:
তখনই ছোট ভাইটা এসে ঘুম ভাঙ্গিয়ে দিল। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম ! ………
আমার স্বপ্ন বাস্তবেও হয়তো রুপ নিবে কোন একদিন। ভয়ংকর পরিণতি হবে লীগের কুত্তাদের।
বিষয়: বিবিধ
১৪০৭ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সিরিয়াস পোস্ট জোক্সে পরিনত হয়ে গেল
আওয়ামিলীগ বা এন্টি জামাত বিএনপি হৈলেই তারে নাস্তিক ট্যাগ দেওয়ার অনুমতি আপনারে কে দিছে মশাই ?
ভয়ংকর হলেও এমন কাংখিত স্বপ্নই হর হামেশা দেখতে চায় নিপিড়িত জনতা!!
মন্তব্য করতে লগইন করুন