একটি লীগীও কথপোকথম
লিখেছেন লিখেছেন কর্ণেল কুতাইবা ১০ জুন, ২০১৫, ১১:০২:২০ রাত
:- আহমেদ ! কোথায় যাচ্ছো?
:- এই তো দোকানে যাবো আংকেল।
:- ও… তা তুমি নাকি এখন খুব লিখালিখি করো অনলাইনে? অনেকে শুনছি তোমার নামের আগে ব্লগারও লাগায়।
:- জ্বী আংকেল। টুকটাক লিখি তবে তেমন না। কেন কোন সমস্যা?
না মানে কয়দিন আগে রাহুল (উনার ছেলে) তোমার একটা লিখা দেখালো। লিখাটা পড়েছিলাম। দেখলাম লিখাটা কিছুটা সরকার বিরুধী।
ও !! তো আংকেল ! আমি কি কিছু ভুল লিখছিলাম?
:- না মানে যাইহোক ! ওসব নিয়ে লিখা ঠিক না। সমস্যা হতে পারে।
:- আংকেল ! আমি আজ থেকে লিখি না। ২০১১ থেকে ফেসবুকে লিখি আর ২০১৩র শুরু থেকে ব্লগে লিখি। আর এমন সরকার বিরুধী লিখা বহু আছে আমার। আর কখনো মিথ্যা কিছু লিখিনি । সব সময় সত্যটাই তুলে ধরেছি। আপনি আমার লিখায় কোন ভুল দেখাতে পারবেন না। যা লিখেছি সব সত্য। আর মূল কথা কি জানেন ! এখন কোন ভালো মানুষ কোন সত্যিকারের মুসলমান আ‘লীগ করতে পারেনা। কারণ , আ‘লীগরাও ইহুদী-খৃষ্টানদের মতো ইসলাম ও মুসলমানদের ক্ষতি করছে এদেশে। আর দেশের তো ১২টা বাজাচ্ছেই। বর্তমানে তো তারা অবৈধ সরকার। আর তাদের মন্ত্রী সভার সবকটি নাস্তিক। আর দেশে যতো শাহবাগী নাস্তিক, নাস্তিক ব্লগার, নাস্তিক লেখক আছে তাদের শেল্টারও দেয় আ‘লীগ সরকার। এসবের পর কি কোন মুসলিম আ‘লীগ করতে পারে? না কখনো না।
:- হুম। কথা তো ভালোই শিখেছ। তা বড়দের সম্মান দিয়ে কথা বলা উচিৎ।
(উনি আ‘লীগ করে তো তাই এসব কথায় উনার সম্মানে লেগে গেছে)
:- আচ্ছা আংকেল ! আমি আপনাকে অসম্মান করে কি বললাম?
বড়দের সামনে উচু গলায় কথা বলা বেয়াদবি।
:- ভুল বললেন আংকেল। সত্য কথা কথা উচু গলায়ই বলতে হয় । হোক না সে বড় । বড় বলে কি তার সামনে সত্য বলবো না? আর আমি তো আপনার সামনে চিৎকার করেও কথা বলিনি যে বেয়াদবি হবে। মূলত লীগের বিরুদ্ধে সত্য বললে বেয়াদবী অাপনাদের কাছে। তাই না?
:- সেদিনের পুচকে পোলা এতো কথা আমার সামনে !! বেয়াদব কোথাকার।
:- আংকেল ! আমি শুনেছি আপনি আর আপনার ছেলে মিলে নাকি আপনার আপন বড় ভাইকে মেরেছেন সম্পত্তির দ্বন্দের জন্য । সেটা আদব ছিল তাই না? আপনাকে এতো সম্মান দিয়ে কথা বলার পরও আমাকে বেয়াদব বলছেন । অথচ আমি আপনাকে রাগার মতো কোন কথা বলিনি। আর আপনি বড় ভাইকে মারার সময় আদব নিয়ে মারছিলেন ! শুনুন ! আগে আপনি আর আপনার ছেলে আদব শিখুন। তারপর বেয়াদবী কি সেটা চিনবেন।
:- খুব বেশী বলতেছিস। যা দেখিস তোর কি করি। তোর ১২টা না বাজিয়ে ছাড়বো না দেখিস। তুই আমাকে চিনিসনি এখনো।
:-ওকে আংকেল । যান। আসসালামু আলাইকুম।
হাহাহা
বিষয়: বিবিধ
১৪৪১ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
এরা ভালোর জন্যেই এটা বলে কিন্তু এটা ভেবে দ্যাখেনা যে,নিজেরা যেটা করতে পারছে না, সেটা যখন অন্য একজন করল,তখন তাকে পেনে টানলো বা পুতে ফেললো।
ভাই, আমি বলতে পারি যেহেতু তিনি মুরব্বী ছিলেন তাই তার ওভাবে দোষ না ধরেও আপনি অাপনার সত্যবাদী কন্ঠস্বর চালাতে পারতেন। তবে এসবে মোটেও ভয় পাবেন না। পাত্তাও দিবেন না। আপনি যখন নিশ্চিত যে আপনি সঠিক কাজ করেছেন,তখন পেছনে ফিরবেন কেন ? সাহসী হোন। সমাজ এখন অবাঞ্চিত কাপুরুষে ভরে গেছে।ধন্যবাদ
আমি এসব ভয় পাইনা আর কখনো পাবোও না ইনশাল্লাহ।
ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য
পরিচিতজনদের মধ্যে যারা লীগ করে ওদের কে দেখতে কঠিন হলেও এটা বলতেই হয় যে, ভালো মানুষ বা মুসলিম কেউ লীগ করতে পারে না!
মন্তব্য করতে লগইন করুন