একটি লীগীও কথপোকথম Whew! Whew!

লিখেছেন লিখেছেন কর্ণেল কুতাইবা ১০ জুন, ২০১৫, ১১:০২:২০ রাত



:- আহমেদ ! কোথায় যাচ্ছো?

:- এই তো দোকানে যাবো আংকেল।

:- ও… তা তুমি নাকি এখন খুব লিখালিখি করো অনলাইনে? অনেকে শুনছি তোমার নামের আগে ব্লগারও লাগায়।

:- জ্বী আংকেল। টুকটাক লিখি তবে তেমন না। কেন কোন সমস্যা?

না মানে কয়দিন আগে রাহুল (উনার ছেলে) তোমার একটা লিখা দেখালো। লিখাটা পড়েছিলাম। দেখলাম লিখাটা কিছুটা সরকার বিরুধী।

ও !! তো আংকেল ! আমি কি কিছু ভুল লিখছিলাম?

:- না মানে যাইহোক ! ওসব নিয়ে লিখা ঠিক না। সমস্যা হতে পারে।

:- আংকেল ! আমি আজ থেকে লিখি না। ২০১১ থেকে ফেসবুকে লিখি আর ২০১৩র শুরু থেকে ব্লগে লিখি। আর এমন সরকার বিরুধী লিখা বহু আছে আমার। আর কখনো মিথ্যা কিছু লিখিনি । সব সময় সত্যটাই তুলে ধরেছি। আপনি আমার লিখায় কোন ভুল দেখাতে পারবেন না। যা লিখেছি সব সত্য। আর মূল কথা কি জানেন ! এখন কোন ভালো মানুষ কোন সত্যিকারের মুসলমান আ‘লীগ করতে পারেনা। কারণ , আ‘লীগরাও ইহুদী-খৃষ্টানদের মতো ইসলাম ও মুসলমানদের ক্ষতি করছে এদেশে। আর দেশের তো ১২টা বাজাচ্ছেই। বর্তমানে তো তারা অবৈধ সরকার। আর তাদের মন্ত্রী সভার সবকটি নাস্তিক। আর দেশে যতো শাহবাগী নাস্তিক, নাস্তিক ব্লগার, নাস্তিক লেখক আছে তাদের শেল্টারও দেয় আ‘লীগ সরকার। এসবের পর কি কোন মুসলিম আ‘লীগ করতে পারে? না কখনো না।

:- হুম। কথা তো ভালোই শিখেছ। তা বড়দের সম্মান দিয়ে কথা বলা উচিৎ।

(উনি আ‘লীগ করে তো তাই এসব কথায় উনার সম্মানে লেগে গেছে)

:- আচ্ছা আংকেল ! আমি আপনাকে অসম্মান করে কি বললাম?

বড়দের সামনে উচু গলায় কথা বলা বেয়াদবি।

:- ভুল বললেন আংকেল। সত্য কথা কথা উচু গলায়ই বলতে হয় । হোক না সে বড় । বড় বলে কি তার সামনে সত্য বলবো না? আর আমি তো আপনার সামনে চিৎকার করেও কথা বলিনি যে বেয়াদবি হবে। মূলত লীগের বিরুদ্ধে সত্য বললে বেয়াদবী অাপনাদের কাছে। তাই না?

:- সেদিনের পুচকে পোলা এতো কথা আমার সামনে !! বেয়াদব কোথাকার।

:- আংকেল ! আমি শুনেছি আপনি আর আপনার ছেলে মিলে নাকি আপনার আপন বড় ভাইকে মেরেছেন সম্পত্তির দ্বন্দের জন্য । সেটা আদব ছিল তাই না? আপনাকে এতো সম্মান দিয়ে কথা বলার পরও আমাকে বেয়াদব বলছেন । অথচ আমি আপনাকে রাগার মতো কোন কথা বলিনি। আর আপনি বড় ভাইকে মারার সময় আদব নিয়ে মারছিলেন ! শুনুন ! আগে আপনি আর আপনার ছেলে আদব শিখুন। তারপর বেয়াদবী কি সেটা চিনবেন।

:- খুব বেশী বলতেছিস। যা দেখিস তোর কি করি। তোর ১২টা না বাজিয়ে ছাড়বো না দেখিস। তুই আমাকে চিনিসনি এখনো।

:-ওকে আংকেল । যান। আসসালামু আলাইকুম।



হাহাহা

বিষয়: বিবিধ

১৪৪১ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

325088
১০ জুন ২০১৫ রাত ১১:১০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : একটা হুমকি নিয়ে বাড়ি ফিরলেন!! রাতে ঘুম হয়েছিল?
১০ জুন ২০১৫ রাত ১১:৩০
267124
কর্ণেল কুতাইবা লিখেছেন : রাট যায়নি এখনও।
১০ জুন ২০১৫ রাত ১১:৩৬
267129
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কি গিয়েছিল তাহলে?
১১ জুন ২০১৫ রাত ১২:০১
267132
কর্ণেল কুতাইবা লিখেছেন : দিনে হুমকি খাইলাম। রাত তো এখনো বাকি। দিন গেছে।
১১ জুন ২০১৫ রাত ১২:০৬
267136
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঘটনা আজকের নাকি? যাই হোক সতর্ক থাকবেন, Surprised এখন রাত হয়েছে!
১১ জুন ২০১৫ রাত ১২:১২
267139
কর্ণেল কুতাইবা লিখেছেন : জ্বী আজকের।
325093
১০ জুন ২০১৫ রাত ১১:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই বড়রাই দেশের সর্বনাশ করছে!!!
১০ জুন ২০১৫ রাত ১১:৩১
267125
কর্ণেল কুতাইবা লিখেছেন : ১০০% রাইট
325094
১০ জুন ২০১৫ রাত ১১:২৬
আবু জান্নাত লিখেছেন : এর পর থেকে বাড়ীতে ঘুমিয়ে ছিলেন তো! নাকি দূর বহুদূর আশ্রয় নিয়েছেন!
১০ জুন ২০১৫ রাত ১১:৩২
267126
কর্ণেল কুতাইবা লিখেছেন : আজ মাত্র খেলাম। তবে বাসায়ই আছি।
১০ জুন ২০১৫ রাত ১১:৩৫
267128
আবু জান্নাত লিখেছেন : হুসিয়ারে খাইকেন, বলাতো যায় না। কারণ ওরাতো মানুষ নয় আওয়ামীলীগ।
১১ জুন ২০১৫ রাত ১২:০৩
267134
কর্ণেল কুতাইবা লিখেছেন : হুম ভাই। তবে আমার বাসায় এসে ও কিছু করতে পারবেনা। এলাকায় আমারে গরম পোলা হিসাবেই জানে সবাই। আমাদের পরিবারকে ভয়ও পায়।
325096
১০ জুন ২০১৫ রাত ১১:৪৩
আবু জারীর লিখেছেন : হুম! এরা আদবের সাথেই আপন ভাই এমনকি বাপের গায়েও হাত তুলে। আর এদের ঘরের আন্টিরাও কম যায়না। এদের সাইজ করার জন্য মনে হয় আল্লাহ্‌ আন্টিদের এমন সাহস দিয়েছেন।
ধন্যবাদ।
১১ জুন ২০১৫ রাত ১২:০৪
267135
কর্ণেল কুতাইবা লিখেছেন : হাহাহা ঠিক বলেছেন। আন্টিরাই মুগুর ওদের জন্য। ধন্যবাদ
325097
১০ জুন ২০১৫ রাত ১১:৪৩
এ,এস,ওসমান লিখেছেন : পাগলা কুত্তারে বিশ্বাস করা গেলেও আওয়ামী লীগকে না।
১১ জুন ২০১৫ রাত ১২:০৬
267137
কর্ণেল কুতাইবা লিখেছেন : একদম ঠিক বলেছেন ভাই। ধন্যবাদ
325103
১১ জুন ২০১৫ রাত ১২:২৯
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো
১৩ জুন ২০১৫ দুপুর ০১:১৮
267631
কর্ণেল কুতাইবা লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck
325123
১১ জুন ২০১৫ সকাল ০৭:৩৮
অবাক মুসাফীর লিখেছেন : বারোটা বাজছে নি? Rolling on the Floor Rolling on the Floor
১৩ জুন ২০১৫ দুপুর ০১:১৯
267632
কর্ণেল কুতাইবা লিখেছেন : এসব ভয় পাইনা ভাই
325146
১১ জুন ২০১৫ দুপুর ১২:০৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : হক কথা।একেবারে বীরপুরুষের ন্যায়। হক কথা বললে, লীগের চুলকানি বাড়বে। তখন মামলা দেবে বেয়াদবির, উস্কানীর আর চুলকানির!!!ধন্যবাদ এটাই এখনকার বাস্তবতা।
১৩ জুন ২০১৫ দুপুর ০১:১৯
267634
কর্ণেল কুতাইবা লিখেছেন : ধন্যবাদ
325156
১১ জুন ২০১৫ দুপুর ০১:২০
দ্য স্লেভ লিখেছেন : একটা বিষয় বালো লাগেনা। আর সেটা হল-যখন কেউ অন্যায়ের প্রতিবাদ করে বা অসৎ কাজে নিষেধ করে,তখন ভালো মুসলিম হিসেবে পরিচিত মানুষেরাই সেই সাহসী লোকটাকে বলে-একটু সাবধানে থাকবেন ! একটু চিন্তা করে চলবেন ইত্যাদী...

এরা ভালোর জন্যেই এটা বলে কিন্তু এটা ভেবে দ্যাখেনা যে,নিজেরা যেটা করতে পারছে না, সেটা যখন অন্য একজন করল,তখন তাকে পেনে টানলো বা পুতে ফেললো।

ভাই, আমি বলতে পারি যেহেতু তিনি মুরব্বী ছিলেন তাই তার ওভাবে দোষ না ধরেও আপনি অাপনার সত্যবাদী কন্ঠস্বর চালাতে পারতেন। তবে এসবে মোটেও ভয় পাবেন না। পাত্তাও দিবেন না। আপনি যখন নিশ্চিত যে আপনি সঠিক কাজ করেছেন,তখন পেছনে ফিরবেন কেন ? সাহসী হোন। সমাজ এখন অবাঞ্চিত কাপুরুষে ভরে গেছে।ধন্যবাদ
১৩ জুন ২০১৫ দুপুর ০১:২৪
267636
কর্ণেল কুতাইবা লিখেছেন : ভাই আমাদের আত্মীয় স্বজন আর বিশেশ করতে মা-বাবারা আজকাল আমাদের অন্যায়ের প্রতিবাদ করা থেকে বিরত থাকতে বলে। বলে এসব নাকি অযহথা জামেলায় জড়ানো। অথচ তাদের উচিত ছিল সন্তান্দের অন্যায়ের প্রতিবাদী বানানো।

আমি এসব ভয় পাইনা আর কখনো পাবোও না ইনশাল্লাহ।

ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্যGood Luck Good Luck Good Luck
১০
325172
১১ জুন ২০১৫ দুপুর ০২:৩৩
হতভাগা লিখেছেন :
১৩ জুন ২০১৫ দুপুর ০১:২৫
267637
কর্ণেল কুতাইবা লিখেছেন : Worried Worried Worried
১১
325691
১৪ জুন ২০১৫ সকাল ০৭:৩৩
কাহাফ লিখেছেন :
পরিচিতজনদের মধ্যে যারা লীগ করে ওদের কে দেখতে কঠিন হলেও এটা বলতেই হয় যে, ভালো মানুষ বা মুসলিম কেউ লীগ করতে পারে না!
১৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:১৬
267969
কর্ণেল কুতাইবা লিখেছেন : হুম কামরুল ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File