অামি অপরাধী....
লিখেছেন লিখেছেন কর্ণেল কুতাইবা ২৯ নভেম্বর, ২০১৪, ১১:৪৬:৪৬ রাত
অপরাধী বলে মাওলা
তুমি ভুলে গিয়েছ কি অামায়?
নিজের দোষে দোষী হয়ে
অামি কাঁদি নিরালায়।
পরীক্ষারই জন্যে মাওলা
পাঠালে দুনিয়ায়,
মাখলুকেরই প্রেমে পড়ে
ভুলে গেছি তোমায়।
অন্ধকার কবরে যেদিন
থাকবে না কোন বাতি,
প্রেমিক হলে পাবো সেদিন
তোমার নূরের জ্যোতি।
জাহান্নাম হতে মুক্ত করে
বানাইও জান্নাতী,
এই প্রার্থনা তব দ্বারে হে প্রভু
অামি যে অপরাধী।
বিষয়: সাহিত্য
১২৩৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন