হে ফিলিস্তানের ভাই- বোনেরা তোমরা তোমাদের এই অধম ভাইটিকে মাফ করে দাও।
লিখেছেন লিখেছেন কর্ণেল কুতাইবা ১৯ জুলাই, ২০১৪, ০৪:০৩:১৮ রাত
বিপন্ন মানবতা!
কাঁদছে ফিলিস্তিন!!
কাঁদছে গাজা!!!
কাঁদছে সচেতন
বিশ্ববাসী!!!! হে মুসলিম
রাষ্ট্ররা তোমরা আসলে এতই
ভীরু??? তোমাদের মত
এতগুলো শক্তিশালী রাষ্ট্র
থাকতে কি করে ঈসরাইলি শুয়ারের
বাচ্চারা আমার প্রিয় ভাইয়ের বুকে পিস্তল
ঠেকিয়ে গুলি করার সাহস
পায়????????
তোমরা কাফেরদের জন্য
যুদ্ধ ঘোষনা করতে পার
কিন্তু আমার ভাই- বোনদের কিছুই করতে পার
না!!!!!!!
আল্লাহ বলছেন
"মুসলিমরা একটি দেহের
মত,তার কোন
অংশে ব্যাথা পেলে দেহের সর্বাঙ্গে ব্যাথা অনুভব
হবে"
আর তোমরা???
ওহ!
তোমরা তো নামধারী মুসলীম
রাষ্ট্র!!!!! হে বিশ্বের ঈমানদার
মুসলিমরা এই
কাপুরুষরা পারবে না জেনেও আমরাও
কি আমাদের প্রিয় ভাই
বোনদের জন্য কোন কিছুই
করতে পারব না???? না,আমরা অবশ্যই
করতে পারব।
আমরা তাদের জন্য প্রাণ
খুলে দুহাত তুলে তাদের
জন্য দোয়া করি।আর
আমরা সবাই ঈসরাইলি পন্য ব্যাবহার
থেকে দূরে থাকি এবং অন্যকেও
দূরে রাখি। হে ফিলিস্তানের ভাই-
বোনেরা তোমরা তোমাদের
এই অধম ভাইটিকে মাফ
করে দাও।এর
চেয়ে তোমাদের জন্য
কিবাই করব।আমি যে আজ বহু দূরে।ক্ষমা কর।
বিষয়: বিবিধ
১১৫৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার নিকের ছবিটা দেখতে কোন উলঙ্গ মেয়ের ছবি লাগে যদিও এটি ফিলিস্তিনের আহত মেয়ের ছবি। এটি পরিবর্তন করে আরো পরিস্কার ছবি দিলে মনে হয় ভাল হয়। ধন্যবাদ।
নিকের ছবি পরিবর্তন করেছি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটির জন্য।
আমার ও এটাই মনে হয় ।
মন্তব্য করতে লগইন করুন