খবিশ চরিত্রহীন ‘একমাত্র আমার মেয়ে জার্নালিজমে এমএ করেছে’

লিখেছেন লিখেছেন মোশারোফ ১১ আগস্ট, ২০১৪, ০৭:২৪:১৩ সন্ধ্যা



সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর অমৃত বাণী

‘এরা সবটা খবিশ, চরিত্রহীন! স্বাধীন কমিশন হলে পরে দেখে নেব—তোমরা (সাংবাদিকেরা) কতটুকু যেতে পার! এরা কেউ জার্নালিজম পড়ে সাংবাদিক হয়নি। একমাত্র আমার মেয়ে জার্নালিজমে এমএ করেছে। আর এরা কলেজে ঘোরাঘুরি করে সাংবাদিক বনে গেছে।’

‘আমার নেত্রী শেখ হাসিনা আমাকে ডেকে বলেছেন, হাসানুল হক ইনু ১৪ দলের নেতা, আর তুমি আওয়ামী লীগের তৃণমূল নেতা। সাংবাদিকরা যা ইচ্ছে লিখুক, তাতে কিছু যায়-আসে না। তুমি চালিয়ে যাও।’

(সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আদিবাসী দিবস উদ্যাপন কমিটির আলোচনা সভায় সাংবাদিকদের উদ্দেশে, ৯ আগস্ট ২০১৪)

‘আপনাদের জন্য এমন আইন করা হচ্ছে, যাতে ভবিষ্যতে আপনাদের স্বাধীনতাই থাকবে না।’

‘আপনারা যা ইচ্ছা তা–ই দেখাবেন, বারবার দেখিয়ে একটা সেন্টিমেন্ট তৈরি করবেন, মানুষকে উত্তেজিত করছেন।’

(সচিবালয়ে এক সভায় নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার চিত্র গণমাধ্যমে দেখানোয় ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের উদ্দেশে, ২২ জুলাই ২০১৪)

‘আপনারা মঞ্চে আমার চোখ বন্ধ অবস্থায় ছবি তুলে পত্রিকায় প্রকাশ করেন আমি ঘুমাই। আমি মঞ্চে আসলে ঘুমাই না, চোখ বন্ধ করে চিন্তা করি দেশ ও মানুষের জন্য কী করতে হবে৷’

(মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রকলা চা-বাগানে শ্রমিক সমাবেশে সাংবাদিকদের উদ্দেশে ৭ আগস্ট ২০১৪)

বিষয়: বিবিধ

১২৫৩ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

253313
১১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
সন্ধাতারা লিখেছেন : Nice writing. Jajakallahu khair.
১১ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৫
197381
লোকমান বিন ইউসুপ লিখেছেন : Nice Comment. Jajakallahu khair
253323
১১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমাদের ঘর জামাইকে নিয়ে এমন লিখা আর লিখবেন না Crying Tongue
253495
১২ আগস্ট ২০১৪ সকাল ০৯:২৮
আলইগ ইবনে লেণদুপ দোরজি বিন মিরজাফর লিখেছেন : প্রকৃত দেশ প্রেমিকরা চোখ বন্ধ করে ঘুমের মধ্যে দেশের জন্য ভাবে।শেখ হাছিনার উচিত সৈয়দ সাহেবের কাছ থেকে চোখ বন্ধ করে ভাবতে শেখা।
253600
১২ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৮
হতভাগা লিখেছেন : উনি যতই খারাপ লোক হন না কেন , সাংবাদিকদের নিয়ে উনার কথা গুলো একেবারে এপ্রোপ্রিয়েট হয়েছে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File