আমাকে বন্দি করে রাখা হয়েছে : রাষ্ট্রপতি

লিখেছেন লিখেছেন মোশারোফ ১৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:৫০:৪২ সন্ধ্যা

মো. আবদুল হামিদ বলেছেন, বঙ্গভবনে আমি ভালভাবেই থাকছি। কিন্তু আমাকে ‘বন্দি’ করে রাখা হয়েছে, এটাই হলো বড় দুঃখ। পাখিকে যেমন দুধ-কলা দিয়ে পোষা যায় না, তেমনি আমিও একবার এখান থেকে বের হতে পারলে আর এ খাঁচায় ঢুকব না।

তিনি বলেন, বঙ্গভবনে আমি বর্তমানে বন্দি জীবন-যাপন করছি। ইচ্ছা থাকা সত্ত্বেও আমার পক্ষে এখন আর আগের মত মানুষের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও কথা বলা সম্ভব হয় না।

বুধবার দুপুরে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা সদরে ডাক বাংলো সংলগ্ন হেলিপ্যাডে উপস্থিত জনতার উদ্দ্যেশ্যে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন।

এর আগে দুপুর দুইটায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ অষ্টগ্রামে অবতরণ করেন। অষ্টগ্রাম ডাক বাংলোয় পৌঁছানোর পর পুলিশের একটি সু-সজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে সেখান থেকে প্রেসিডেন্ট নির্মানাধীন বাঙ্গালপাড়া-দেওঘর সংযোগ সেতুর কাজ পরিদর্শনে যান। অষ্টগ্রাম উপজেলায় সফরের মধ্য দিয়ে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ কিশোরগঞ্জে তার পাঁচ দিনের সফর শুরু করেছেন।

বিষয়: বিবিধ

১২৫৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

266114
১৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শুধু প্রেসিডেন্ট কেন?
তথাকথিত প্রটোকল এর জালে সকল সরকারই বাঁধা পরে আমলাদের হাতে।
266123
১৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:১০
মোহাম্মদ লোকমান লিখেছেন : অনেক দিন পর সত্যটা প্রকাশ করলেন তিনি।
266124
১৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:১৫
গেঁও বাংলাদেশী লিখেছেন : আন্নে এতদিন হরেনি এইডা বুইচ্ছেন মি: হেসিডেন্ট। আঁই তো হেই দিনেই বুঝ্ঝি যেইদিন আন্নে শপথ লইছেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File