দাদু কেন কথা বলছে না ---------------------------

লিখেছেন লিখেছেন মোশারোফ ০২ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:৫৬:৫৯ রাত

‘বাবা দাদু কথা বলছে না কেন, বলো, দাদু কথা বলছে না কেন, ও বাবা বলো না দাদু আমাকে কেন আদর করছে না’ । সাবেক এমপি আসিফকে যখন পুত্র তারিফ এ বলে চিৎকার করে কান্নাকাটি করছিল, তখন হুহু করে কেঁদে উঠলেন আসিফও। উপস্থিত সবাই।

এ হৃদয়বিদারক দৃশের অবতারণা হয়েছিলো আজ মঙ্গলবার বিকেলে রংপুর মহানগরীর ঐতিহাসিক স্কাইভিউ বাড়িতে। সাবেক এমপি মরহুম মোজাম্মেল হক লালুর জন্য এই আকুতি ছিল প্রিয় নাতি।

সাবেক এমপি মোজাম্মেল হক লালু মারা যান সোমবার রাত সোয়া ১০ টায়। তার একমাত্র পুত্র সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার এমপির ৬ বছরের পুত্র তারিফ। দাদুকে হারিয়ে সে শোকে বিহবল। শুধু সারা বাড়ি দাপিয়ে বেড়াচ্ছে আর বলছে দাদু কথা বলে না কেন।

বাবা আসিফকে জড়িয়ে যখন এই কথা বলছিল, আর কাঁদছিল, তখন সেখানকার আকাশ বাতাস ভারি হয়ে উঠছিল। সাবেক এমপি আসিফ পুত্রকে জড়িয়ে কাঁদতে থাকেন। পিতা পুত্রের কান্না দেখে আর কেউই চোখের পানি ধরে রাখতে পারে নি সেখানে উপস্থিত কেউ।

বিষয়: বিবিধ

১২৭১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

260896
০২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:০২
কাহাফ লিখেছেন : একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না কেউ আমরা। আল্লাহ যেন ঈমানী মরণ দেন আমাদের........

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File