“বিডি পরিবারে” জমজমাট আনন্দ মেলা
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০২ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:৪৫:২০ রাত
আসসালামু আলাইকুম...। গতকাল নেটের ত্রুটির কারণে ডিউটিরত অবস্থায় ফাঁকে ফাঁকে অনেক চেষ্টা করেও বিডি ব্লগে প্রবেশ করতে পারিনি। ডিউটি শেষে পথে মোবাইল অন করেও কোন ফলপ্রসূ রেজাল্ট না পেয়ে বাসায় এসে মোবাইল ওপেন করতেই সর্বজন শ্রদ্ধেয় মোহাম্মদ লোকমান ভাইয়া ও আমাদের সবার অত্যন্ত প্রিয় আফ্রাম্নির দু’টি গুরুত্বপূর্ণ বিষয়ে লিখা পোষ্ট ষ্টিকি দেখতে পেয়ে আনন্দে মনটা ভরে গেল। সেইসাথে আমার মনে অনুভূত হল মন্তব্যকারীদের আনন্দময় উচ্ছ্বসিত উপস্থিতি ব্লগের আকর্ষণ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমার অন্নেক অন্নেক প্রিয় দুই ছেলে (ভার্চুয়াল) হ্যারি ও আওণসহ অন্যান্য ভাইবোনদের উচ্ছ্বল উচ্ছ্বাস মাখা জীবন ঘনিষ্ঠ উপস্থিতি ব্লগের প্রাণে ঢেলে দিয়েছে অবারিত প্রাণের স্পন্দন। অনেক অনেক নির্মল নিখাদ মজাদার ও আন্তরিক রসালো মন্তব্য এবং প্রতিমন্তব্য দেখে মুহূর্তেই যেন সারাদিনের সমস্ত কর্ম ক্লান্তি ঘুচে গেল।
প্রতীক্ষার প্রহর শেষে, অবশেষে ৩১শে আগস্ট “তুমি কি আগের মত আছো” শিরনামটি দেখে মনের হরষে উৎফুল্ল হয়ে উঠি। দীর্ঘদিন পর আমাদের মাঝে আমাদের প্রাণপ্রিয় ও শ্রদ্ধেয় ভিশু ভাইয়ার সরব মায়ামমতার প্রাচুর্যে ভরা প্রত্যাবর্তন, সন্মানিতা আফরোজা হাসান আপুজির বই প্রকাশনা, চাটিগাঁ থেকে বাহার ভাইয়ার উদ্যোগে ও আমাদের সকলের শ্রদ্ধেয় ও প্রিয় প্রবাসী মজুমদার ভাইয়াসহ অন্যান্য সন্মানিত ব্লগার ভাইয়াদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা, সিদ্ধান্ত গ্রহণ, কর্মসূচী পালন ও ষ্টিকি পোষ্টসহ অনেক মূল্যবান পদক্ষেপ ব্লগের গুরুত্ব ও দায়িত্ব আবারও নতুন করে স্মরণ করিয়ে দিল।
বাড়তি প্রাপ্তি হিসাবে কয়েকদিন আগে শ্রদ্ধেয় গন্ধসুধা আপুর কাছ থেকে ওনার সুখবরসহ বার্তাযোগে উত্তর, আওণের লিখা একটি অভিভূত করা বার্তা আমাকে যেন আনন্দে ভাসিয়ে দিয়েছে। পরিশেষে আজ আমার নয়নমণির জীবনের প্রথম ক্লাসের আনন্দানুভূতি আমাকে ছুঁয়ে দিয়েছে এক অনন্য মাত্রার গন্তব্যে। তাইতো অন্য এক একটি বিষয়ে লিখতে বসে নিজের অনুভূতির ভাবাবেগকে কিছুতেই উপেক্ষা করতে না পেরে মনে হল আমার প্রাণের ভালোলাগাটুকু বিডি পরিবারের সকলের মাঝে একটু বিলিয়ে দিই। যার অনুভব এক কথায় অপূর্ব! হৃদয় ছোঁয়া!! আকাশের মত!!!
এতো এতো সব অসাধারণ সুখানুভূতি যেন একসাথে মিলেমিশে একাকার হয়ে এক আনন্দঘন মিলন মেলায় রূপ নিয়েছে। এই পবিত্র শুভক্ষণে আমাদের সকলের প্রত্যাশা হোক-
“আমরা সবাই সবার তরে, শ্রদ্ধায় আর ভালোবাসায় বিডি পরিবার উঠুক ভরে”।
আনন্দ বহিছে...।
বিষয়: বিবিধ
১৭৪৭ বার পঠিত, ১০৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুভকামনা রইল টুডে ব্লগের সকল ব্লগার বোন এবং ভাইদের প্রতি ।আল্লাহ্ তাদের নেক হায়াত দান করুন ।
আপনি কেমন আছেন বোন ?
কাকা কাকি এদের শরীর কেমন ?
জাজাকাল্লাহু খাইরান।
তবে একটা নিকের কারণে ভাবছি একটা ধর্মঘটের ডাক দিব|?
কি বলেন?
'গ্রামের পথে পথে' নিকটা ব্যান না হওয়া পর্যন্ত আমরা নতুন কোন পোস্ট করব না|
প্রিয়-শ্রদ্ধেয় ব্লগারদের সরব উপস্থিতি কামনা করছি।
আমার জন্য দোআ করার অনুরোধ করছি
আমার মা এখন আপনাদের দোআয় পূর্ণরুপে সুস্থ্য ।আমরা তার হাতের রান্নাও খেতে পারছি ।
হে বোন এতক্ষন আমি মোবাইল থেকে টুডে ব্লগের সাথে সম্পৃক্ত ছিলাম যার জন্য প্রতিমন্তব্যগুলো মন্তব্য আকারে দিতে হয়েছে বলে আমি দুঃখিত!
হে বোন আপনার সাথে আমার যে কয়বার দেখা হয়েছে আপনি সেই কয়বারই জিজ্ঞেস করলেন আমার মা কেমন আছেন !
আসলে একজন মুসলমান নারীর উত্তম চরিত্র এখানেই দেখা যাচ্ছে প্রত্যেকটা অমুসলিমের আপনার থেকে শিক্ষা নেয়া উচিত্ যে একজন মুসলিম নারী সর্বকালের শ্রেষ্ঠনারী !
আপনার আচরন দেখে আমি আফসুস করি আল্লাহ্ পাক যদি আপনার মত আমার একটি বোন দিতো !
আল্লাহ্ আপনায় সর্বদা রহম করুন !
আমিও আপনার আচরণে মুগ্ধ ভাইয়া। কেন ভাইয়া আমি কী আপনার একজন বোন হতে পারি না? পরম করুনাময় আপনার সহায় হউন। আপনার জন্য সবসময়ই দোয়া থাকবে ইনশাল্লাহ। আপনিও আপনার দোয়ায় আমাকে ভুলবেন না যেন। শুভেচ্ছান্তে।
আল্লাহ্ আপনার জ্ঞানবুদ্ধি বাড়িয়ে দিক ।
শুধু আমাদের মাননীয় মডু মশাইরা একটু কম ঘুমালেই শতভাগ পূর্ণতা পাবে।
জাযাকাল্লাহ খইর
গন্ধসুধা আপুর জন্য শুভেচ্ছা রইল দোয়া রইল আপনার নয়নমণির জন্যও আজ সব স্কুল এক সাথে খোলায় বাসায় আমাদের জুনিয়ারদের মধ্যেও নতুন ক্লাসে যাওয়ার সে কি উচ্ছ্বাস! দোয়া করবেন আপু। শুভেচ্ছা রইল
আপনার শুভেচ্ছা অবশ্যই পৌঁছে দিব ইনশাল্লাহ। নয়নমণির দোয়ার জন্য জাযাকাল্লাহ। ঠিক বলেছেন আপুজ্বি গত রাত থেকেই বাসার সবার প্রস্তুতি স্কুলে যাবে তাই। সে কি আনন্দ।
আপনার মত একজন দরদী আপুর জন্য সবসময়ই দোয়া থাকবে ইনশাল্লাহ। আপনিও আপনার দোয়ায় আমাকে ভুলবেন না যেন। শুভেচ্ছান্তে।
আচ্ছা... গন্ধসুধা আপুকি খালামণির আশে পাশেই থাকেন? যদি এমনটি হয়, আমার পক্ষথেকে সালাম জানাবেন খালামণি যদি সুযোগ পান
“আমরা সবাই সবার তরে, শ্রদ্ধায় আর ভালোবাসায় বিডি পরিবার উঠুক ভরে”।
আপু আরো একটা কথা গন্ধসুধা আপু ব্লগে কেন আসে না আমি আপুকে অনেক মিস করি উনার কথা আমার খুব মনে পড়ে ।আপু সুখবর শুনে অনেক খুশী হলেম । আলহামদুল্লিলাহ !
আপু আপনার নয়ন মনির জন্য রইল আমার হৃদয় উজার ভালবাসা আর মন ভরা করা দুয়া ।
হে আল্লাহ তুমি আমার আপুমনির নয়নমনির দুনিয়া ও আখিরাতকে উজ্বল করে দাও ।তাকে নেক হায়াত ও সুস্বাস্থ্য দান কর ।তাকে উত্তম জ্ঞান অর্জন ও নেকাকার মোমিন বান্ধা হওয়ার তৌফিক দিও যা দেখে আমার আপুর চক্ষ শীতল হয় ।আমীন ।
হ্যারি, বিছানার পশে না পলংকের নিচে
এখন থেকে ইনশা আল্লাহ পাবেন নিয়মিত।
✔২....
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/4081/kala/52200#.VAYzlsuoVAg
✔২....
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/4081/kala/52200#.VAYzlsuoVAg
বান্দর হারিকেন
আমি এই ব্লগে নতুন, পুরনোদের ভিতরে একই পরিবারের মতো থাকতে দেখে নিজের কাছেও অনেক আনন্দ লাগল। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই অনুভূতিতে আনন্দ সহকারে সর্বক্ষণ থাকার তৌফিক দান করেন।
জাজাকাল্লাহু খাইরান।
শ্রদ্বেয়া আপুজ্বি, এতো সুন্দর লিখেছেন কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না! এত্তো এত্তো খুশির খবর পেয়ে মনটা আনন্দে ভরে উঠল!
আপনার নয়নমনির জন্য অনেক অনেক ভালোবাসা ও দুয়া রইল!
জাযাকিল্লাহু খাইরান!!
আপনি কর্মব্যস্ততার মাঝেও এখানে সময় দিচ্ছেন, সবাইকে নিয়ে ভাবছেন, সর্বোপরি সবাইকে এক করবার মত জজবা আপনার রয়েছে। অনেক ভালো লাগলো।
অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য।
আর আমার লেখায় মন্তব্য করাটা বিশেষ বড় ব্যাপার না। সে আপনি যে কোনো সময় পড়ে নিতেই পারবেন। কিন্তু বিশেষ ভাবে এই ভাইটির কথা মনে রেখেছেন, এতেই আমি ধন্য।
জাজাকাল্লাহু খাইরান।
ইংরেজীতে কমেন্ট কেন করেছেন সেটিও বুঝতে পেরেছি। আমার মোবাইল দিয়েও বাংলায় যখন লিখতে পারি না তখন সময়ে সময়ে ইংরেজীতে কমেন্ট করে থাকি।
আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইলো।
সবাই যদি সের্কোম
করে হাত
ধরাধরি করে দল
বেঁধে আসতেন -@সত্যিই ভাই কতইনা ভালো হতো
গন্ধসুধা আপু আপনি কোথায় আপনাকে আমরা সবাই মিস করছি।
আপনি নতুন পোষ্ট সহ দ্রুত ব্লগে আসুন।
ওয়েটিং ওয়েটিং ওয়েটিং ।
লিখাপড়ে আর আপনার বার্তার রিপ্লাইয়ে আমি অভিভূত ।
অনেক শুকরিয়া।
কিন্তু মডুরা আবার ঘুমাই যায় নাকি কে জানে???
খুব ভালো লাগলো অনেক শুকরিয়া।
অশেষ ধন্যবাদ।
জমে উঠুক এ সাহিত্যোদ্যান,
পাখিদের গুঞ্জরণে ভরে উঠোন এ মধুবন,
রসালো শব্দে মুছে যাক সব ক্লান্তি
জ্ঞান চর্চার এ পাদপীঠে মিটে যাক সব ভ্রান্তি
এ প্রত্যাশায় সেই কবে থেকেই না জেগে আছি।
প্রতীক্ষার প্রহর গুণছি কঠিন প্রসব বেদনায় জম্ন নেয়া সে সব লেখক আর কথাসাহিত্যিকদের সম্বর্ধনা অনুস্ঠান দেখতে, যেখানে প্রধান অতিথি বলবে,
আমার এসব কৃতিত্ব উৎসর্গ করলাম বিডি টুডেকে
যার প্রসব বেদনায় আমার জম্ন....।
হাহা।
মন্তব্য করতে লগইন করুন