বয়ফ্রেন্ড আমার ২০ বছরের ছোট, দারুণ : তসলিমা

লিখেছেন লিখেছেন মোশারোফ ২২ অক্টোবর, ২০১৪, ১১:০৮:০৯ রাত

তসলিমা নাসরিনের নতুন বয়ফ্রেন্ডের কথা জানা গেলো অনেক বছর পর। টুইট করে তা নিজেই জানিয়েছেন তিনি। দুজনের ঘনিষ্ঠ একটি ছবিও পোস্ট করেছেন।

টুইটারে তিনি লিখেছেন, আমার নতুন বয়ফেন্ড আমার চেয়ে ২০ বছরের ছোট। আর টুইটারের ভাষায় ‘ইট’স কুল’ কথাটিও লিখেন তসলিমা নাসরিন। (My boyfriend is 20 years younger than me. It’s cool.)

গত ২০ অক্টোবর টুইটটি করেন তসলিমা। এর মাধ্যমে তাসলিমা জানালেন, এখন আর তিনি সিঙ্গেল নন।

তবে এই বয়ফ্রেন্ডের নাম কি তা তসলিমা তার টুইটে জানান নি।

তসলিমার জন্ম ১৯৬২ খ্রিস্টাব্দে। সে হিসেবে এখন তার বয়স ৫২ বছর। আর বয়ফ্রেন্ডের বয়স ৩২ হবে।

তার প্রকৃত নাম নাসরিন জাহান তসলিমা। স্কুল জীবনে কবিতা চর্চার সময় তিনি ‘তসলিমা নাসরিন’ নাম গ্রহণ করেন।

১৯৮২ খ্রিস্টাব্দে তিনি কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর প্রেমে পড়েন এবং বাবা-মা ও আত্মীয়-স্বজন কাউকে না জানিয়ে গোপনে বিয়ে করেন। ১৯৮৬ খ্রিস্টাব্দে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক ও সম্পাদক নাইমুল ইসলাম খানের সাথে বিয়ে এবং ১৯৯১ সালে বিচ্ছেদ হয়। তিনি ১৯৯১ সালে সাপ্তাহিক বিচিন্তার সম্পাদক মিনার মাহমুদকে বিয়ে করেন এবং ১৯৯২ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর তিনি আর বিয়ে করেন নি। তার কোনো সন্তানও নেই। প্যারিস অবস্থানকালে একজন ফরাসী মেয়ের সাথে যৌন জীবনযাপনের বিবরণ তার উপন্যাস ‘ফরাসী প্রেমিক’ এবং ‘আত্মজীবনিক’ রচনায় দেয়া হয়েছে।

বিষয়: বিবিধ

১৪৬৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

277216
২৩ অক্টোবর ২০১৪ রাত ০১:৪৮
সুজা মানুস লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
277320
২৩ অক্টোবর ২০১৪ সকাল ১১:২৯
অনেক পথ বাকি লিখেছেন : কচি জিনিস সবাই পছন্দ করে কিন্তু বলদা পোলাটা যে কেনো ধাড়ি মাগিকে পছন্দ করলো সেটাই বোধগম্য নয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File