সরলরেখা আঁকা সহজ নহে, গাইড দরকার
লিখেছেন লিখেছেন ব১কলম ২২ অক্টোবর, ২০১৪, ১০:০৪:৩২ রাত
সরল রেখা কাকে বলে?
একটি বিন্দু যখন দিক পরিবর্তন না করে সামনের দিকে চলতে থাকে তখন একটি সরল রেখা উৎপন্ন হয় ।
সরল মানে সোজা, মানে সহজ, আসলে সরলরেখা আঁকা কি সহজ?
কাঁচা হাত হোক, পাকা হাত হোক, যে কোন হাতেই রেখা আঁকা যাবে, সেটা যদি সরলরেখা না হয় তবে অবশ্যই বক্ররেখা হবে । কিন্তু আপনার হাত যতই পাকা হোক চেষ্টা করে দেখুনতো গাইড (রুলার) ছাড়া আপনি একটি সরল রেখা আঁকতে পারেন কিনা? আপনার পেন্সিলের অগ্রভাগ প্রতি মূহূর্তেই দিক পরিবর্তন করে ভিন্ন দিকে যাওয়ার চেষ্টা করবে । এবার একটি রুলার নিয়ে আপনার পেন্সিলের অগ্রভাগ রুলারের গায়ে ঠেশে সামনের দিকে চালাতে থাকুন । দেখা যাবে সুন্দর একটি সরল রেখা আঁকা হয়ে গেছে ।
আপনার আমার জীবনটাও অনুরূপ । আল কোরআন আমাদের গাইড । আল কুরআনকে গাইড মেনে যদি আমাদের জীবনের স্বপ্নগুলোকে পরিচালিত করি (ঠেশে ধরি আল কুরআনের সঙ্গে) তবে আমাদের জীবনটা সরল রেখার (সিরাতুল মুস্তাকিম) মত পরিচালিত হয়ে জান্নাতে গিয়ে শেষ হবে, নতুবা বক্র পথে চলতে চলতে জাহান্নামে মিলিত হবে ।
কিন্তু আমরা কি কুরআন পড়ি? কুরআন বুঝি?? জীবনের স্বপ্নগুলোকে ঠেশে কুরআনের সঙ্গে পরিচালিত করি ??? তবে কিভাবে আমাদের জীবনটা সরল রেখার (সিরাতুল মুস্তাকিম) মত পরিচালিত হয়ে জান্নাতে গিয়ে শেষ হবে????
তাই যেমন সহজ নহে, তেমনি জীবনকে সরল পথে (সিরাতুল মুস্তাকিম) পরিচালিত করাও সহজ নহে ।
বিষয়: বিবিধ
২৬০৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব সুন্দর বলেছেন। ভালো লাগলো খুব। জাযাকাল্লাহু খাইরান।
মন্তব্য করতে লগইন করুন