আমার নজরুল প্রীতি-১

লিখেছেন লিখেছেন ঈহা ১১ আগস্ট, ২০১৪, ০৭:২৯:৪২ সন্ধ্যা

নজরুলকে আমার ভালো লাগার অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণটি হলো আমার অব্যক্ত কথাগুলো, সুপ্ত অনুভুতিগুলো তার কাব্যিক লেখায় ফুটে উঠেছে।

অদ্ভুত তার ভাবের প্রকাশ, ছান্দিক মিল আর শব্দ চয়ন সহজেই পাঠক শ্রেনীর মন ছুয়েছে।

''বিদ্রোহী'' কবি হিসেবে সর্বাধিক পরিচিতি হলেও আমি কবিকে পেয়েছি অত্যন্ত দরদী হিসেবে। খেটে খাওয়া শ্রমিক শ্রেনীর ব্যথিত হৃদয়ের অব্যক্ত কথাগুলোর পরিস্পুটন তার ক্ষুরদার লেখনীতে চমত্কারভাবে উপস্থাপিত হয়েছে।

জমিদারী তোরণে বসে যে কথা কখনো উচ্চারিত হতোনা সেই অনুচ্চারিত কথামালার পরিস্পুটন নজরুলের লেখনিতেই ফুটে উঠেছে,

চাষী রে ! তোর মুখের হাসি কই ?

তোর গো-রাখা রাখালের হাতে বাঁশের বাঁশি কই?

তোর খালের ঘটে পাত পচে ভাই পাহাড়-প্রমান হয়ে,

তোর মাঠের ধানে সোনা রং-এর বান যেন যায় বয়ে,

সে পাট ওঠে কোন লাটে ?

সে ধান উঠে কোন হাটে ?

উঠানে তোর শুন্য মরাই মরার মতন পড়ে-

স্বামী-হারা কন্যা যেন কাদছে বাপের ঘরে !

মুখোশধারী সমাজ পতিদের স্বরূপ উন্মোচন করেছেন কবি তার লেখনীতে,

তোর হাড়ির ভাতে দিনে রাত যে দস্যু দেয় হাত,

তোর রক্ত শুষে হল বণিক, হল ধনীর জাত-

বিষয়: সাহিত্য

১০৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File