আমি তোমাকে পড়ি
লিখেছেন লিখেছেন ঈহা ১৬ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:২৭:৩৯ রাত
আমি তোমাকে পড়ি
তোমার অদ্যপ্রান্ত;
তোমার প্রতিটি লেখার
উনুস্কার, বিস:র্গও !
গত শরতের কোন এক দ্বিপ্রহরে
আমি একান্তেই তোমাকে
পড়ছিলাম-
শরতের আকাশের শুভ্র-শাদা
মেঘের ভেলা
শাদা বকের মত বিক্ষিপ্তভবে
দিগন্তের এপার থেকে ওপারে নিরন্তন ছুটে চলে।
তোমার বর্ণিল লেখাগুলোর উপর
আমার শীতল শ্রান্ত চক্ষু-যুগল ঠিক যেন তেমনই চলছিল !
তোমাকে লিখব বলে এত্তগুলো কাগজ
একত্রিত করেছিলাম সেদিন সন্ধ্যে বেলায়,
কিন্তু যবনিকায় এসে ভুমিকাটাকে আমার অসার ঠেকেছে।
কারণ: তোমাকে আমি কি বলে
সম্বোধন করবো ?
তাই আমি তোমাকে এখনো পড়ছি।
বিষয়: বিবিধ
১১৮৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চেষ্টা থাকবে ইনশা'আল্লাহ !
মন্তব্য করতে লগইন করুন