এতো প্রেম কেন?
লিখেছেন লিখেছেন ঈহা ১১ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:৩৫:০১ সকাল
কাছাকাছি যারা তাদের সবাই রিলেশনে (!) জড়িত, অনেকে আবার ইসলামিক প্রেমও (!) করেন, এ এক ভয়ংকর চিত্র। তাদের এই সমাজে একেবারেই অচল হয়ে গেলাম মনে হচ্ছে। মাঝে মাঝে নিজেকে বেশ একাই মনে হয়। চেপে থাকা অনুভূতি গুলোর উন্মোচন কিভাবে ঘটাই ?
এমন হিন্দোলে দোদুল্যমান মনের অভিব্যক্তি মাঝে মাঝে প্রকাশ করতে আনচান করে উঠে আমার আদ্র হৃদয় !
কিন্তু আমার যে দৃঢ় সংকল্প;
বিবাহপূর্ব প্রেমকে আমি যে হ্যা বলতে পারছিনা-
আমি চেষ্টা করে যাচ্ছি ক্ষয়িষ্ণু সমাজধারায় প্রচলিত ব্যবস্থার বিপরীতে নিজের অবস্থানকে দৃঢ় করতে কিন্তু প্রতিটি পদক্ষেপই অমসৃন !
বিয়ে করে ফেলবো-
এমন করে যতবারই ভেবেছি ততবারই আমার সামনে দুটো চিত্র ভেসে আসলো; 'টাকা' আর আমার 'ডিগ্রী'
টাকা আমার অঢেল নেই কিন্তু ডিগ্রী আমার হয়েই যাচ্ছে ইনশা'আল্লাহ। কিন্তু এখনো শেষ হয়নি।
কিন্তু এমতবস্থায় আমাকে কি কোন বাবা তার মেয়েকে সমর্পণ করবেন?
আজকে কয়েকবার এটাই ভেবেছিলাম, আমার এই ভাবনার পেছনে কারণটাও উড়িয়ে দেয়ার মত নয়। আমি যে সমাজে টিকে আছে তার ভয়ংকর রূপ থেকে আমি বাচতে চাচ্ছি।
আমার এই আর্তি একেবারেই নিরব, কারণ: বাজার এখন সরব সস্তা উপকরণ নিয়ে।
বিবাহপূর্ব প্রেম নয়, বিবাহ পরবর্তী প্রেমকে হ্যা বলি।
বিষয়: বিবিধ
১২৩৯ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হ্যা, আমিও আমার আকদের পরে বউয়ের সাথে 'প্রেম' করেছি! এর মত অনাবিল আনন্দ আর কিসে আছে? আকদের পরে ৬ মাস সময় পেয়েছিলাম এই 'প্রেম' করবার।
ওহ! সেই দিনগুলো!!
অনেক ধন্যবাদ আপনার লেখার জন্য।
শুভেচ্ছা রইলো।
আর হ্যা, মন্তব্যের জন্য ধন্যবাদ।
ধন্যবাদ এবং আল্লাহ পাক যেন আপনার প্রার্থনা কবুল করেন-আমীন।
আপনাকেও ধন্যবাদ এবং শুভেচ্ছা। @ ঈহা ভাই
মন্তব্য করতে লগইন করুন