এতো প্রেম কেন?

লিখেছেন লিখেছেন ঈহা ১১ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:৩৫:০১ সকাল

কাছাকাছি যারা তাদের সবাই রিলেশনে (!) জড়িত, অনেকে আবার ইসলামিক প্রেমও (!) করেন, এ এক ভয়ংকর চিত্র। তাদের এই সমাজে একেবারেই অচল হয়ে গেলাম মনে হচ্ছে। মাঝে মাঝে নিজেকে বেশ একাই মনে হয়। চেপে থাকা অনুভূতি গুলোর উন্মোচন কিভাবে ঘটাই ?

এমন হিন্দোলে দোদুল্যমান মনের অভিব্যক্তি মাঝে মাঝে প্রকাশ করতে আনচান করে উঠে আমার আদ্র হৃদয় !

কিন্তু আমার যে দৃঢ় সংকল্প;

বিবাহপূর্ব প্রেমকে আমি যে হ্যা বলতে পারছিনা-

আমি চেষ্টা করে যাচ্ছি ক্ষয়িষ্ণু সমাজধারায় প্রচলিত ব্যবস্থার বিপরীতে নিজের অবস্থানকে দৃঢ় করতে কিন্তু প্রতিটি পদক্ষেপই অমসৃন !

বিয়ে করে ফেলবো-

এমন করে যতবারই ভেবেছি ততবারই আমার সামনে দুটো চিত্র ভেসে আসলো; 'টাকা' আর আমার 'ডিগ্রী'

টাকা আমার অঢেল নেই কিন্তু ডিগ্রী আমার হয়েই যাচ্ছে ইনশা'আল্লাহ। কিন্তু এখনো শেষ হয়নি।

কিন্তু এমতবস্থায় আমাকে কি কোন বাবা তার মেয়েকে সমর্পণ করবেন?

আজকে কয়েকবার এটাই ভেবেছিলাম, আমার এই ভাবনার পেছনে কারণটাও উড়িয়ে দেয়ার মত নয়। আমি যে সমাজে টিকে আছে তার ভয়ংকর রূপ থেকে আমি বাচতে চাচ্ছি।

আমার এই আর্তি একেবারেই নিরব, কারণ: বাজার এখন সরব সস্তা উপকরণ নিয়ে।

বিবাহপূর্ব প্রেম নয়, বিবাহ পরবর্তী প্রেমকে হ্যা বলি।

বিষয়: বিবিধ

১২৩৯ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

263889
১১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৩৯
ইমরান ভাই লিখেছেন : পাত্রি খুজতে ম্যারেজ মিডিয়াতে যান এখানে পাত্রি খুজতেছেন ব্যাপারটা কেমন যেন... Thinking ঘটনা কি Thinking
১২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৫৫
207685
ঈহা লিখেছেন : ;Winking ;Winking ;Winkingএইড়া কি কইলেন? ফেসবুক বাদ দিয়া বল্গে কি কেউ পাত্রী খুঁজে ? Surprised
263892
১১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৪৫
নোমান২৯ লিখেছেন : Rose Rose Rose Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
১২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৫৬
207687
ঈহা লিখেছেন : আপনাকেও Rose Rose Rose
263903
১১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪০
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৫৬
207688
ঈহা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ Happy
263912
১১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫৬
মামুন লিখেছেন : খুব সুন্দর লিখেছেন।
হ্যা, আমিও আমার আকদের পরে বউয়ের সাথে 'প্রেম' করেছি! এর মত অনাবিল আনন্দ আর কিসে আছে? আকদের পরে ৬ মাস সময় পেয়েছিলাম এই 'প্রেম' করবার।
ওহ! সেই দিনগুলো!!
অনেক ধন্যবাদ আপনার লেখার জন্য।
শুভেচ্ছা রইলো। Rose Rose Rose Good Luck
১২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:০১
207689
ঈহা লিখেছেন : মামুন ভাই আশা করি ভাবির সাথে এখনো আগের মতই প্রেম করে যাচ্ছেন। আপনাদের আগামীর দিনগুলো অনেক সুন্দর হোক আল্লাহর কাছে এই প্রার্থনা।
আর হ্যা, মন্তব্যের জন্য ধন্যবাদ। Good Luck
264144
১২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:১০
পাহারা লিখেছেন : ভাই ইসলামিক ভালবাসা এটা কোথায় পেলেন একটু জানালে ভালো হয়। ভালো লাগলো
264186
১২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:০৫
ঈহা লিখেছেন : "ইসলামিক প্রেম" এই বিষয়ে জানা না থাকলে প্লিজ সত্বর জেনে নিবেন। At Wits' End
264205
১২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৪৭
মামুন লিখেছেন : হ্যা, ভাই। আমাদের প্রেম একই হৃদয়ে সতত বহমান!
ধন্যবাদ এবং আল্লাহ পাক যেন আপনার প্রার্থনা কবুল করেন-আমীন।
আপনাকেও ধন্যবাদ এবং শুভেচ্ছা। @ ঈহা ভাই Rose Rose Rose Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File