মুভি দেখে আপনিও কি কাদেন ? (গল্প)

লিখেছেন লিখেছেন নিরবে ১৬ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:০৩:৫৮ রাত

আম্মু বা বাসার আর কারো সামনে মুভি দেখলে আমাকে মুখ লুকাতে হত।একটু emotional scene পর্দায় আসলেই হলো,আমি ভ্যা ...

সেই আমি এখন চড় দিলেও কাদিনা।ছোটবেলায় আব্বু আমার দিকে চোখ বড় করে তাকালে আমি ঝাপসা দেখতাম সব।আর এখন জিবন কত পাল্টে গেছে।আদর্শ মা ,আদর্শ স্ত্রি হবার জন্য 24 hour দৌড়ের উপরে থাকি।এনামের সাথে বিয়ে হবার পর আমি বুঝলাম জিবনটা সিনেমা নয়।ভালোবাসা আর দুরত্ব খুব পাশাপাশি বাস করে।

তারুন্যের স্বপ্ন আমার ভেংগে গেল।পারলাম না নিজের পায়ে দাড়াতে,সন্তানের জন্য ছাড়লাম সব।তারপরও কেন এত দুরত্ব?

formalities maintain করার জন্য কথা বলা,খুবই কষ্টকর।নাহ এভাবে আর কতদিন?

২.আমি কত বোকা একটা মেয়ে।ওর ভালোবাসা বুঝতে পারিনি।আল্লাহ তুমি আমাকে মাফ করো।হায় তনুর মতো যদি আমার জিবনে ঘটতো...

ওর প্রেম করে বিয়ে।হিংসা হত ওদের দেখে।কত রোমান্টিক ছিলো ওরা।তনু ব্যাংকার,ওর বর university teacher।কিছুদিন আগে ওর বর লুকিয়ে আরেকটা বিয়ে করেছে ।

তনুকে রোজ পিটাতো।মেয়েটা সইতে না পেরে তালাক নিয়েছে।

আল্লাহ তুমি আমাকে মাফ করো।আমারো তো চেষ্টার ঘাটতি আছে।ও সারাদিন খাটুনি করে এসে আমার হাসি মুখটাও দেখতে পাই না।

আমাকে মাফ করো আল্লাহ।আমার চোখের পানিতে মুছে দাও আমার ভুলত্রুটি।



(অজানা মেয়ের ডাইরি থেকে)

বিষয়: বিবিধ

১৩০২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

274557
১৫ অক্টোবর ২০১৪ সকাল ১১:১৩
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমি যদি বোকা না হয়, বুঝলাম - এনাম ভাইয়া বিদেশে থাকে আনি থাকেন উনার থেকে অনেক দুরে...... কিন্তু তাই বলে কী এভাবে .... “হায় তনুর মতো যদি আমার জিবনে ঘটতো...” বলতে হবে? তনুর জীবনেতো ভালো কিছু হয়নি। তাইনা? Sad

দোআ করি
আল্লাহ্ যেন আপনাকে আদর্শ মা ও আদর্শ স্ত্রী হওয়ার তৌফিক দান করেন। ভাইয়া ও আপনাকে যেন এক সঙ্গে বসবাস করার সুন্দর পরিবেশ ও সুযোগ করে দেন আল্লাহ্ রাব্বুল আলমীন। Rose Rose
২৫ অক্টোবর ২০১৪ সকাল ০৯:১০
221816
নিরবে লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File