সিরিয়াসলি! এই ব্লগে মডারেটর বলে কি কিছু আছে?
লিখেছেন লিখেছেন নিরবে ১০ আগস্ট, ২০১৫, ১১:২৫:০৮ রাত
নিচে নামতে নামতে আর কত নিচে নামবে টুডে ব্লগ?
মডারেটর না থাকলে বন্ধ করে দিলেই তো হয়।
গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি ১ম পাতায় আপত্তিকর ব্লগ।
আমি জানি আমার মত ১ জন ২ জন ব্লগারের কথায় কিছু আসবে যাবে না...
তবুও বলছি।
বিবেকবান কোণ মানুষ এই ব্লগে থাকলে তার তো খারাপ লাগার কথা!
সত্যই জাতি হিসাবে আমাদের চরিত্র এতটা নিচে নেমেছে আগে টের পাইনি।
বিষয়: বিবিধ
১৪৭০ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১। নাস্তিক ব্লগারের প্রেমিকা নিয়ে যে লেখাগুলো।আমি একটাও পড়িনি। কিন্তু ছবিগুলো যথেষ্ট আপত্তিকর।
২। নতুন একজন ব্লগার এসেছেন হয়ত। ও তার নাম বোধহয় স্ব ঘোষিত নাস্তিক। তার লেখা ১ম পাতায় আসার উপযুক্ত না। চরমভাবে অশ্লীল।
৩।টপিক ভালো হোক বা খারাপ হোক এমন ছবি সম্বলিত ব্লগ যা দুর্বল হ্রদয়ের ব্যাক্তিরা দেখতে পারেন না, সেগুলো ফিল্টার করা।
আপাতত এগুলাই মনে করতে পারলাম
অবস্তা দৃষ্টে ব্যাপারটি এরকমই!
-সহমত পোষণ করছি। ধন্যবাদ।
দু:খিত লিন্ক বা স্ক্রিন শট দিতে পারছি না
মন্তব্য করতে লগইন করুন