তুমি কি এখন স্বপ্নভঙ্গ কেউ ?
লিখেছেন লিখেছেন নিরবে ০৩ অক্টোবর, ২০১৫, ১১:১৪:২৭ রাত
[img]null[/img
তুমি কি এখন স্বপ্নভঙ্গ কেউ
একাকী কোথাও আহত পাখির শোক
ছলছল চোখে এলোমেলো করো ঢেউ
তুমি কি এখন শরাহত কোন লোক।
তুমি কি ভেবেছ সূর্যটা ডুবে গেছে
তুমি কি ভেবেছ নেই আর কোন আলো
তুমি কি ভেবেছ শিলীভূত হয়ে আছে
অনন্ত এক আকাশের ঘনকালো।
রাত্রির পরে সকাল যে ফিরে আসে
সে কথা জানো কি তুমি
শেষাবধি কোন লোকালয় উদভাসে
দৃঢ়পদভারে পার হলে বনভূমি
মানুষের নামে যারা কলঙ্ক তারা মানে পরাভব
যোগ গুন ভাগ নিয়ে তো অঙ্ক বিয়োগ নয়ত সব
তবুও কি তুমি উঠে দাঁড়াবে না আজ
পাড়ি জমাবে না আকাশের শাহবাজ
ছিড়বে না টুটি দুরন্ত ঝঞ্ঝার
একটু আঘাতে সিংহের বাড়ে ক্ষোভ
একটু আঘাতে বাঘ ছাড়ে হুঙ্কার
একটু আঘাতে জ্বলে ওঠে বিক্ষোভ
ব্জ্রসভায় বিদ্যুৎ বারতার
এসব খবরে তুমি কি হওনা দ্বিগুণ
উৎসাহী কোন পুরুষোত্তম কেউ
অথবা কেবল নিজেকে করছ খুন
বিষের পাত্রে স্বেচ্ছায় তুলে ঢেউ
নিষন্ন পাখির নীড়ে
কবি মতিউর রহমান মল্লিক
বিষয়: বিবিধ
২০৫৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমৎকার কবিতাটি শেয়ার করার জন্য আন্তরিক শুকরিয়া!
মন্তব্য করতে লগইন করুন