আম্মু, তোমার মেয়ে অনেক বড় হয়ে গেছে...

লিখেছেন লিখেছেন নিরবে ০৮ আগস্ট, ২০১৫, ০৮:২৭:১২ রাত





২টা ঈদ তোমাদের ছেড়ে দিব্যি কেটে গেল। কখন কিভাবে সময়টা চলে গেল বুঝতেই পারলাম না। খারাপ লাগাগুলো কেমন জানি আর কাজ করে না। ভেবেছিলাম বুঝি এভাবেই চলবে। কিন্তু হঠাত ছোট টুকরো টুকরো কিছু ঘটনা তোমাদের মনে করিয়ে দেয়। হয়ত কম্যুটারে বসা একটা সুখী পরিবার। ছোট্ট একটা মেয়ে ঘুমিয়ে পড়েছে। মা পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাঝে মাঝে মনে হয় জগতে এর চেয়ে মধুর দৃশ্য আর কিছু হতে পারে না।

নতুন একটা জীবন শুরু করতে চলেছি। কিছু কুরবানি তো দিতেই হবে। কিন্তু একটু বেশী হয়ে গেল না। জীবনের প্রথমভাগের সাথীরা কোথায় ছিটকে চলে গেল। খুব কাছের কিছু মানুষ আর কখনও আর কাছের হতে পারবে না।

আমি বদলাব, আমার অনুভুতিও হয়ত বদলাবে কিন্তু কিছু একটা যেন হারিয়ে ফেলছি প্রতিনিয়ত।

ভবিষ্যত খুব একটা স্পষ্ট নয়।কখনও কিছু স্বপ্নের ডানায় ভর করে আবার কখনও বাস্তবতার নিষ্ঠুরতায় খুড়িয়ে চলব হয়ত।

এই সময়টাতে আম্মু তোমাকে আমার অনেক বেশী দরকার ছিলো।

কিন্তু আমি বড় হয়ে গেছি না !!! নিষ্ঠুর হয়ে গেছি।

বিষয়: বিবিধ

১৫৬৯ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334551
০৮ আগস্ট ২০১৫ রাত ০৯:১৩
নাবিক লিখেছেন : আপন মানুষদের থেকে দূরে থাকাটা সবসময় কষ্টের, আল্লাহ আপনাকে ধর্য্যধারণের ক্ষমতা দিক।।

০৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:২৫
276760
নিরবে লিখেছেন : আমিন ।
আপনার সবুজ গোলাপের জন্য শুকরিয়া ।
334559
০৮ আগস্ট ২০১৫ রাত ১০:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:২৭
276764
নিরবে লিখেছেন : ধন্যবাদ আপনাকেও
334572
০৮ আগস্ট ২০১৫ রাত ১১:২০
আবু জান্নাত লিখেছেন : সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া।
০৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:২৭
276765
নিরবে লিখেছেন : শুকরিয়া
334577
০৮ আগস্ট ২০১৫ রাত ১১:৩৭
আফরা লিখেছেন : আমি ও বড় হতে চাই না আপু কিন্তু সময় তো বসে থাকে না ।
০৯ আগস্ট ২০১৫ সকাল ০৮:০৭
276661
ছালসাবিল লিখেছেন : বড় আপপপি Love Struck বিয়ে করে ফেলুন Love Struck
০৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:২৮
276766
নিরবে লিখেছেন : হুম। এটাই সত্য
334604
০৯ আগস্ট ২০১৫ রাত ০২:২৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মেয়ে বা ছেলে বাবা মার কাছে কখনো বড় নয়। ভালো লেগেছে ধন্যবাদ।
০৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:২৮
276767
নিরবে লিখেছেন : জি। আপনি সত্য বলেছেন
334638
০৯ আগস্ট ২০১৫ সকাল ০৭:৫৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : সুখি ও সুন্দর হোক আপনার পথচলা, আপনার জন্য শুভকামনা রইলো। ধন্যবাদ আপনাকে...
০৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:২৯
276768
নিরবে লিখেছেন : শুভেচ্ছার জন্য শুভেচ্ছা
334644
০৯ আগস্ট ২০১৫ সকাল ০৮:০৮
ছালসাবিল লিখেছেন : আপপপপি, নিরবে কোথায় চলে যাচ্ছেন Day Dreaming Chatterbox শশুড় বাড়ী Nail Biting Nail Biting
০৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:২৯
276769
নিরবে লিখেছেন : না রে ভাই। আর কোথাও কি যাওয়ার নেই?
০৯ আগস্ট ২০১৫ রাত ১০:১৭
276818
ছালসাবিল লিখেছেন : Smug Smug তাহলে কোথায় যাচ্ছেন Smug
১০ আগস্ট ২০১৫ রাত ১১:১৪
276992
নিরবে লিখেছেন : দুরে কোথাও<:-P
১১ আগস্ট ২০১৫ দুপুর ১২:০৪
277097
ছালসাবিল লিখেছেন : উউফ! দুরে কোথায় Crying
334668
০৯ আগস্ট ২০১৫ সকাল ১১:২৯
ঝিঙেফুল লিখেছেন : জীবনটাই এমন Sad
০৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩০
276770
নিরবে লিখেছেন : জি
334670
০৯ আগস্ট ২০১৫ সকাল ১১:৩১
দ্য স্লেভ লিখেছেন : সম্ভবত আপনার বিয়ে হয়েছে নতুন। আল্লাহ আপনাকে বাস্তব জীবনে আখিরাতের কল্যান দান করুন। দুনিয়া ও আখিরাত উভয়টাই দিক
০৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩০
276771
নিরবে লিখেছেন : জি না।
পড়ার জন্য আর শুভকামনার জন্য ধন্যবাদ
১০
334733
০৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:১৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বড় হওয়ার আনন্দ-বিষাদ দুটোই আছে.. ধন্যবাদ
০৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩১
276773
নিরবে লিখেছেন : হয়ত...
আমার চোখে এখন শুধুই বিষাদের ছায়া

শুকরিয়া আপনাকে
১১
335071
১১ আগস্ট ২০১৫ সকাল ০৯:৩১
অবাক মুসাফীর লিখেছেন : ধাক্কাগুলোতে 'সময়' নামের মলমটা লাগাবেন!
১১ আগস্ট ২০১৫ রাত ০৯:০৮
277194
নিরবে লিখেছেন : ভালো বুদ্ধি।<:-P <:-P
১২
335150
১১ আগস্ট ২০১৫ দুপুর ০২:৩৩
হতভাগা লিখেছেন : বিয়ের আগে পাত্রকে ঘর জামাই হয়ে থাকা লাগবে এরকম একটা শর্ত জুড়ে দিতেন ।!
১১ আগস্ট ২০১৫ রাত ০৯:০৮
277192
নিরবে লিখেছেন : গুড আইডিয়া

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File