আম্মু, তোমার মেয়ে অনেক বড় হয়ে গেছে...
লিখেছেন লিখেছেন নিরবে ০৮ আগস্ট, ২০১৫, ০৮:২৭:১২ রাত

২টা ঈদ তোমাদের ছেড়ে দিব্যি কেটে গেল। কখন কিভাবে সময়টা চলে গেল বুঝতেই পারলাম না। খারাপ লাগাগুলো কেমন জানি আর কাজ করে না। ভেবেছিলাম বুঝি এভাবেই চলবে। কিন্তু হঠাত ছোট টুকরো টুকরো কিছু ঘটনা তোমাদের মনে করিয়ে দেয়। হয়ত কম্যুটারে বসা একটা সুখী পরিবার। ছোট্ট একটা মেয়ে ঘুমিয়ে পড়েছে। মা পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাঝে মাঝে মনে হয় জগতে এর চেয়ে মধুর দৃশ্য আর কিছু হতে পারে না।
নতুন একটা জীবন শুরু করতে চলেছি। কিছু কুরবানি তো দিতেই হবে। কিন্তু একটু বেশী হয়ে গেল না। জীবনের প্রথমভাগের সাথীরা কোথায় ছিটকে চলে গেল। খুব কাছের কিছু মানুষ আর কখনও আর কাছের হতে পারবে না।
আমি বদলাব, আমার অনুভুতিও হয়ত বদলাবে কিন্তু কিছু একটা যেন হারিয়ে ফেলছি প্রতিনিয়ত।
ভবিষ্যত খুব একটা স্পষ্ট নয়।কখনও কিছু স্বপ্নের ডানায় ভর করে আবার কখনও বাস্তবতার নিষ্ঠুরতায় খুড়িয়ে চলব হয়ত।
এই সময়টাতে আম্মু তোমাকে আমার অনেক বেশী দরকার ছিলো।
কিন্তু আমি বড় হয়ে গেছি না !!! নিষ্ঠুর হয়ে গেছি।
বিষয়: বিবিধ
১৬৪০ বার পঠিত, ২৮ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
আপনার সবুজ গোলাপের জন্য শুকরিয়া ।
পড়ার জন্য আর শুভকামনার জন্য ধন্যবাদ
আমার চোখে এখন শুধুই বিষাদের ছায়া
শুকরিয়া আপনাকে
মন্তব্য করতে লগইন করুন