!!!!!!!!!!!! অতীতের ফেলে আসা স্মৃতিগুলি !!!!!! ( পর্ব ৩) ======================================
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৮ আগস্ট, ২০১৫, ০৭:৩১:২৪ সন্ধ্যা
ও চাচি ভয় লাইগতেছে কয়ডা শোলা দাও দিনি ,নুড়ো ধরাইয়ে বাড়ী যাব , একা একা যাতি পারতেছিনা।
আমাদের বাড়ীর উত্তরের বাড়ীতে সন্ধার পর এই ভাবেই আকুতি জানাইয়াছিলাম একা একা যেতে না পারার কারনে ।
ওদের বাড়ীতে সদ্য আগত ভাবী বলছে ওরে ভাই তুমি কিরাম পুইস্সে মানুষ হইলে যে চৌরাস্তা থেকে একা একা চলে আসলে আর একটু পথ যেতে পারতেছোনা ?
আমি ওদের রান্না ঘরের পিছনে অপেক্ষা করছিলাম কেউ যদি এই পথ দিয়ে আমাদের বাড়ীর দিকে যায় তবে আমি তার সাথে যাব ।
কিন্তু বিপত্তি ঘটে গেল।
নতুন ভাবী গাবলা ভর্তি নোংড়া পানি ঘরের পিছনে ফেললো ঠিক কিন্তু সেই পানি পুরাটাই আমার গায়ে পড়লো।
আমার পুরা গা ভিজে ছপছপে হয়ে গেছে, কিন্তু আওয়াজ করি নাই লজ্জায় । নতুন ভাবি কি বলবে আর লোকে জানলে লজ্জা লাগবে তাই সিধা বাড়ী চলে গেলাম
তখনকার দিনে রাত্রে লোকজন এবাড়ী ওবাড়ী ঘুরতো নুড়ো হাতে নিয়ে লাইট ছিল একেবারে কম।
বেশ কয়েকদিন পরে আমি এবং আব্বা ঝিনাইদাহ থেকে বাড়ী আসতেছি রাত্র অনুমানিক ১২টার কম হবে ন।
বড় একটা বাশ বাগান পার হলে আমাদের বাড়ী মাঠের পাশে।
যেই দুই বাপপুত বাশবাগানের মাঝ খানে আসছি তখন পুরা গ্রাম চিতকার শুরু করেছে চোর চোর বলে !!!
যেমনটি আগের যুগে হতো।
তখনকার সময় চোর চোর বলে চিতকার দিলে এক থেকে দুই তারপর গ্রামকে গ্রাম চোর চোর বলে চিতকার দিত।
আর এমন হাংগামার ভিতর চোর বেচারাও চোর চোর বলে সহজে পালাতে পারতো ।
আমদের পাশ দিয়েই চোর পালালো চোর চোর বলে।
অন্ধকারের ভিতর বাপপুত দুইজন হাটছি হটাত আমাদের পাশ দিয়ে এক লোক দৌড়ে চলে গেল ।
আমাদের বাড়ীর পাশেই ছিল তারার মার বাড়ী । তারার বাপের নাম সম্ভবত ছৈন (ছনিরুদ্দিন) বলে ডাকতো ।
একবার এক লোক এসে বলেতে লাগলো তারার মার বাড়ীর পিছনে মাথা নাই আলা একটা ভুত দাড়িয়ে রয়েছে ।
দুই পা ফাক করে দাড়িয়ে বলতেছে তুই এর নিচে দিয়ে যাবি নইলে তোর যাবার কোন পথ নাই ।
বেটাটা এই কথাটা বলতেছে আর হাফাচ্ছে ! শরির দিয়ে অঝোরে ঘাম বের হচ্ছে।
বলতেছে কিভাবে সেই জাগা থেকে বের হলাম জানি না।
ঐ লোকের কথা শুনতেছিলাম আর নিজের অজান্তে শরিরের পশম খাড়া হয়ে গেল।
পরবর্তি পর্বে দেখা হবে
বিষয়: বিবিধ
১৩২২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাল লাগার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
আপনার আগ্রহের জন্য অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন