!!!!!!!!!!!! অতীতের ফেলে আসা স্মৃতিগুলি !!!!!! ( পর্ব -৫) ======================================

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১০ আগস্ট, ২০১৫, ১১:২৩:০৭ রাত

রাত্রে বেলায় মা বলল ,এই তোরা তাড়াতাড়ী শুয়ে পড়।

কেন তাড়াতাড়ী শোবো !

না কোন উত্তর নাই ।

মা বললেন তোদেরকে বললাম তাড়াতাড়ী শুবি বস আর কোন কথা নাই।

জাসদ গনবাহিনীরে লোকেরা বাড়ীর উপর এসে বলে গেছে চাচী আজকে আপনারা তাড়াতাড়ী ঘরের বাতি নিভাইতে হবে এবং ছেলেপেইলেদেরকে তাড়াতাড়ী শুইতে বলবেন।

কোন প্রকারে যেন সন্ধার পর বাড়ীর বের না হয়।

গোলাম মুস্তফা ,গফুর সহ আরো কয়েকজন আমাদের পাড়ায় এমন খবর দিয়ে সবাইকে সাবধান করেছে।

আমরা ছোট হওয়াতে তেমন না বুঝলেও মেজোভাই ঠিকই বুঝেছিল তাই সে কৌশলে গনবাহীনির বিভতসতা দেখার জন্য কান পেতে জানালার বাইরে চোখ রেখেছেন।

হটাত উনি দেখতেছেন একটা লোককে চোখ বেধে পিছমোড়া হাত বাধা অবস্তায় নিয়ে আসতেছে।

চাদের আলোতে পরিস্কার দেখা যাচ্ছে তাকে নিয়ে আমাদের বাড়ীর কাছে ভাগাড়ের চৌরাস্তায় এনেছে।

এবার এলোপাথাড়ী তাকে মাইরের শুরু করেছে আর লোকটা চিতকার দিয়ে কাদতেছে ।

এরা বলতেছে শালা কাদা বন্ধ কর !

তোর বাবা মুজিব কোথায় তাকে ডাক ! আজকে আমাদের হাত থেকে তোকে বাচানোর মতো কোন শক্তি নাই।

আমরা ঘরের সবাই চেতন হয়ে ওদের কথোপকনের কিছুকিছু শুনতেছিলাম।

কিছুক্ষন পরে দুইজন লোক আমার মাকে ডাকতেছে চাচি !

হটাত ওদের ডাকে মা ভয় পেয়ে গেছে এই ভেবে যে আমরা সবাই চেতন হয়ে ওদের অত্যাচার দেখেছি।

মা বলতেছে বাবা তোমরা কি চাও !

না চাচি তোমাদের কোদাল এবং খন্তা কোথায় ?

আমরা একটা কুকুর মেরেছি তাকে মাটি চাপা দিব তাই দরকার।

যাই হউক তাদের কর্ম শেষ করে চলে গেছে পরদিন সকালে মেঝোভাই বলতেছে চল আজ একটা জিনিস দেখে আসি !

দুই ভাই ভাগাড় দিয়ে হাটতে হাটতে চৌরাস্তায় নতুন মাটি খোদাইর আলামত দেখে আমরা চলে আসি। মেজোভাই আমকে বললেন খবরদার কারোর কাছে কিন্তু কিছুই বলবি না।

এরপর অনেক দিন আর ঐ স্থানে যাইনি ভয়ে।

১৯৭৪ সালের বন্যায় যখন সারাদেশ পানিতে ভাসছিল তখন আমাদের বাড়ীতে পানি না উঠলেও বাড়ীর চারদিকে পানি থৈথৈ করতো।

তাল কেপেছিল পাশের গাছে কিন্তু সেখানেও পানি।

অনেক রাত্রে ধাম করে পাকা তাল পড়ার আওয়াজে চাচাতো ভাই দৌড়ে গেছে তাল আনতে কিন্তু সেখানে গিয়ে তাল কি আনবে ভয়ে নিজের দাত খিল লাগার মতো অবস্থা।

তালগাছের নিচে লাশ ভাসছে। যেই শব্দটা শুনেছিল সেটা তালপড়ার শব্দ না সেটা ছিল গুলির শব্দ

পরবর্তি পর্বে দেখা হবে

বিষয়: বিবিধ

১৩৩৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335024
১১ আগস্ট ২০১৫ রাত ১২:৩৩
মাটিরলাঠি লিখেছেন : দেখা হবে পরবর্তি পর্বে। আওয়ামী বাহিনী, রক্ষী বাহীনি এরা থাকবেতো? ধন্যবাদ।
১১ আগস্ট ২০১৫ রাত ১২:৫৩
277014
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জি শিশুকাল থেকে যৌবনে আসলে একটু বেশী থাকবে তারপর ! বর্তমানের তো হিসাবই নাই কি পরিমান থাকবে
আপনাকে অনেক ধন্যবাদ
335084
১১ আগস্ট ২০১৫ সকাল ১০:৪৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : গলাকাটা গণবাহিনীর সদস্যরা আজও একই কাজ করছে। চাপিয়ে দিচ্ছে অন্যজনের উপর।
সুন্দর স্মৃতি চারণ। ধন্যবাদ।
১১ আগস্ট ২০১৫ সকাল ১১:০৪
277068
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
আপনাকে অসংখ্য ধন্যবাদGood Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File