ঘর জামাই মহসিন
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১১ আগস্ট, ২০১৪, ০৭:১০:০০ সন্ধ্যা
ঘর জামাই এগিয়ে চল ,
মুখ দিয়ে যা আসে তা বল।
শালীনতা তোমার জন্য নয় ,
অশ্লীলতা তোমার মুখেই সয়।
নাম তোমার মহসিন ,
কাজ তোমার অশালীন।
বিড়ি গুন্ডা লোকে বলে ,
কিন্তু তুমি ,বুতল টানো লুকিয়ে লুকিয়ে।
ঘর জামাই এগিয়ে চল ,
যেখানে মন চায় ঘুমিয়ে পর।
তোমার জন্য সব ফ্রি ,
সব দোকানের বিড়ি।
একটা শেষে আরেকটা টানো ,
সাথে তুমি গাঞ্জা রেখো।
ঘর জামাই মনে রেখো তুমি হইলা মন্ত্রী।
সম্মান যাবে না তোমার এক ইঞ্চি।
বিষয়: বিবিধ
১৬৬৯ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চেহারা গুন্ডার মত দেখলে আবার মাতালও মনে হয় এমন জামাই এর শশুর কে ।
না হইলে মন্ত্রি হওয়ার মত বুদ্ধি পাইলেন কিভাবে।
ইহা পড়িলে মখা-সীন তো ভ্যাবাচ্যাকা খাইব !
http://www.onbangladesh.org/newsdetail/detail/200/87285
শেখ মুজিব কে পুতুলের নানা বল
পুতুল কিছু বলতে পারেনা লজ্জায়
তুমিতো মজে আছো গাঞ্জায়
মন্তব্য করতে লগইন করুন