মৃত্যুর আগে ৩ বোনের শেষ সেলফি ...।

লিখেছেন লিখেছেন মোশারোফ ০৫ আগস্ট, ২০১৪, ০৪:৪১:৪২ বিকাল



তখনও তারা জানতেন না ফেরা হবে না ঢাকায়, ফেরা হবে না প্রিয় ক্যাম্পাস প্রাঙ্গণে, বন্ধুদের সান্নিধ্যে। হয়তো ভাবেন নি ফিরে যাওয়া হবে না প্রিয় গ্রামে, পছন্দের মানুষদের কাছে। ঈদ শেষে ‍তিন বোন আনন্দে ফিরছিলেন ঢাকায়। আনন্দপথের যাত্রায় তুলেছিলেন একটি সেলফি।

কিন্তু আনন্দযাত্রাকে বিষাদে ডুবিয়ে সেই সেলফিই হয়ে থাকলো জীবনের শেষ স্মৃতি, যেটা পাওয়া গেছে নিহত নুসরাত জাহান হীরার ফেসবুক পেজে।

হীরা রাজধানীর সিকদার মেডিকেল কলেজের ছাত্রী। রাইফেলস পাবলিক কলেজের ছাত্রী ছোট বোন ফাতেমা তুজ জোহরা স্বর্ণা। আর চীনের জইনজু ইউনিভার্সিটির এমবিএ ছাত্রী তাদের খালাতো বোন জান্নাতুন নাঈম। তিন বোন মিলে ঢাকায় আসছিলেন।

সোমবার সকালে মাদারীপুর শিবচরের বাড়ি থেকে ভ্যানগাড়ি করে কাওড়াকান্দি লঞ্চ ঘাটে আসার পথে তিন বোন সেলফি তোলেন। পরে তাদের একজন নিজের ফেসবুক পোস্টে সোমবার সকাল ৯টা ৩৬ মিনিটে আপলোড করেন। ছবিটির ক্যাপশন ছিলো ‘On the Way Sister journey’

তাদের যাত্রাটি ছিল যেন সত্যি অন্যরকম। ছবির ক্যাপশনই বলে দেয় সে কথা। জার্নিটা তিন বোনের। উদ্দেশ্যটাই যেন তিন বোন...উদ্দেশ্যে যেন হারিয়ে যাওয়া...

বিষয়: বিবিধ

১২২০ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

251206
০৫ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৬
সত্যকণ্ঠ লিখেছেন : সত্যি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি
251208
০৫ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৫৮
আইল্যান্ড স্কাই লিখেছেন : বড়ই দুঃখ জনক,মহান আল্লাহ যেন ওদের সমস্ত গুনা মাপ করে জান্নাত দান করেন এই কামনা রইল।
251211
০৫ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২৭
বাজলবী লিখেছেন : অাল্লাহ তাঅালা ওদেরকে জান্নাত নসীব করুক।অামিন।
251212
০৫ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩১
আবু নাইম লিখেছেন : মহান আল্লাহ যেন ওদের সমস্ত গুনা মাপ করে জান্নাত দান করেন এই কামনা রইল।
251215
০৫ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪১
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আল্লাহ যেন তাদের জান্নাত বাসী করে
251220
০৫ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫৭
ফেরারী মন লিখেছেন : আবু নাইম লিখেছেন : মহান আল্লাহ যেন ওদের সমস্ত গুনা মাপ করে জান্নাত দান করেন এই কামনা রইল।
251224
০৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
বেআক্কেল লিখেছেন : পুরো ঘটনার কিছুই তো বুঝলাম না শুধুমাত্র সেলফি শব্দের অর্থ না বুঝিয়া। সেলফি জিনিষটা কি বুঝাইয়া কইবেন। আমাগো ছেলে-মাইয়ারা দিন দিন বেশী শিক্ষিত হইয়া যাইতেছে, তাই বুড়োদের হইল সমস্যা।
251236
০৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
আফরা লিখেছেন : দুঃখ জনক,মহান আল্লাহ যেন ওদের সমস্ত গুনা মাফ করে জান্নাত দান করেন এই কামনা রইল।
251242
০৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
ইয়াফি লিখেছেন : নৌমন্ত্রী সাহেব জনরোষ থেকে বাঁচার জন্য মৃতদের মাঝে আত্মীয় খোঁজা শুরু করলেন! তাঁরা নৌমন্ত্রী সাহেবের ভাগিনী! অবশেষে তাঁরা মন্ত্রীর কাজে আসল। আল্লাহ তাঁদের জান্নাত নসীব করুন!
১০
251249
০৫ আগস্ট ২০১৪ রাত ০৮:২১
ইমরান ভাই লিখেছেন : আল্লাহ তাদের খমা করুন :(
১১
251372
০৬ আগস্ট ২০১৪ সকাল ০৮:১৫
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আফসোস কে বাত হ্যাঁ, আল্লাহ তাদের বেহেস্ত নসীব করুক।
১২
251523
০৬ আগস্ট ২০১৪ বিকাল ০৫:১৮
কাজি সাকিব লিখেছেন : দুঃখ জনক
১৩
251782
০৭ আগস্ট ২০১৪ রাত ০৪:৪২
আবু তাহের মিয়াজী লিখেছেন : আফরা লিখেছেন : দুঃখ জনক,মহান আল্লাহ যেন ওদের সমস্ত গুনা মাফ করে জান্নাত দান করেন এই কামনা রইল

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File