" নীরব নিন্দা জ্ঞাপন"
লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ০৫ আগস্ট, ২০১৪, ০৪:৩১:৫৫ বিকাল
" নীরব নিন্দা জ্ঞাপন"
___সাজিদ আল সাহাফ
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ঈদের দিনে রক্তবদনে মায়ের মুখোমুখি নিষ্পাপ সন্তান,
রক্তবদনে চুমু খেয়ে মা সন্তানকে জানাচ্ছেন ঈদের সম্ভাষণ!
ইহুদীদের বর্বর আঘাতে অস্থির প্রকৃতি, বিপন্ন জীবন!
কেঁদে, চিৎকার করে গাজাবাসিরা করছে ঈদ 'উৎযাপন'!
আতশবাজির ন্যায় ক্ষণে ক্ষণে গাজায় হচ্ছে বোমা বিস্ফোরণ!
আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যাওয়া সন্তানের নীরব নিন্দা জ্ঞাপন___
ও বিশ্ব মুসলিম!
বিস্মিত চোখে দেখছো কী তুমি?
চেতনা কি তোমার আজও হয়নি উদয়?
ও মুসলমান!
তুমি জড় পদার্থ নাকি?!
তোমার কোনো নড়চড় নেই কেনো???
নামধারী তোমরা যারা মুসলিম ব্রাদার,
তোমরা কি সেই বীর মুসলমানের উত্তরসূরী?
না তোমরা শঠ, প্রতারক ইহুদিদের বংশধর?
ও মুসলিম ব্রাদার!
ভ্রাতৃত্বের টানে একে অপরের বিপদে
ঝাঁপিয়ে পড়ার সেই অহংকার কোথায় তোমার??
কোথায় সেই গৌরবের ইতিহাস?
শত্রুর মোকাবেলায় ইতিহাসের উত্তরসূরীরা আজ জ্বলে ওঠেনা কেনো???
কেনো মানুষ, মানবতা আজ এতটা নিষ্ঠুর!
কেনো মুসলমানের মায়া, মমতা, ভালোবাসা আজ এতটা পাথর?!
https://www.facebook.com/poetsaskhan/posts/492697050875132?notif_t=like
বিষয়: বিবিধ
১০৭৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুনিয়ার চাকচিক্যতায় হারিয়েছে সম্মান।
জাযাকাল্লাহ খাইর।
মন্তব্য করতে লগইন করুন