ওয়ার্সির পদত্যাগ প্রমান করলো ,পদের চেয়ে মানবতা অনেক মূল্যবান।
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৫ আগস্ট, ২০১৪, ০৪:৪৩:৫৯ বিকাল
গাজায় ইসরাইলি আগ্রাসনের ব্যাপারে বৃটিশ সরকারের নীতির প্রতিবাদে পদত্যাগ করেছেন বৃটেনের প্রথম মুসলিম মন্ত্রী সৈয়দা ব্যারোনেস ওয়ার্সি।
‘আমি গভীর অনুশোচনায় আজ সকালে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দাখিল করেছি। আমি গাজা প্রশ্নে সরকারের নীতি আর সমর্থন করতে পারছি না।’
তিনি গাজা সঙ্কট অবসানে আরো আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
ইসরাইল ৮ জুলাই গাজায় হামলা শুরু করে। ওয়ার্সি হামলার পর থেকেই তা বন্ধের আহ্বান জানিয়ে আসছিলেন।
পাকিস্তানি অভিবাসীর মেয়ে ওয়ার্সি ওয়েস্ট ইয়র্কশায়ারের ডিউসবুরিতে বেড়ে ওঠেন। রাজনীতিতে যোগ দেয়ার আগে আইনজীবী ছিলেন।
গাজা প্রশ্নে ব্রিটিশ সরকারের নীতিতে ক্ষুব্ধ হয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাইয়েদা হুসেইন ওয়ার্সি পদত্যাগ করেছেন।
তিনি জানিয়েছেন, গাজা প্রশ্নে সরকারের নীতি তার পক্ষে আর সমর্থন করা সম্ভব নয় বলে তিনি পদত্যাগ করছেন। তিনি তার ট্যুইটারে বলেন, তিনি ‘গভীর অনুশোচনা’ নিয়ে সরে যাচ্ছেন।
লেডি ওয়ার্সি ২০১০ সালে ডেভিড ক্যামেরনের মন্ত্রী হন। তিনি ছিলেন ব্রিটেনের প্রথম মুসলিম নারী মন্ত্রী। এর আগে তিনি কনজারভেটিভ পার্টির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছিলেন।
বিষয়: বিবিধ
২১২৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
It will take a many years to make a Warsi to raise to policy making level. Jews state control Washington and London by implanting their Zoinist people in the key policy making position. Warsi's resignation may embarrass British government but won't change their Israel policy. What we need more and more Warsi to control their policy making. Resignation is a net loss!!
মন্তব্য করতে লগইন করুন