ওয়ার্সির পদত্যাগ প্রমান করলো ,পদের চেয়ে মানবতা অনেক মূল্যবান।

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৫ আগস্ট, ২০১৪, ০৪:৪৩:৫৯ বিকাল



গাজায় ইসরাইলি আগ্রাসনের ব্যাপারে বৃটিশ সরকারের নীতির প্রতিবাদে পদত্যাগ করেছেন বৃটেনের প্রথম মুসলিম মন্ত্রী সৈয়দা ব্যারোনেস ওয়ার্সি।

‘আমি গভীর অনুশোচনায় আজ সকালে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দাখিল করেছি। আমি গাজা প্রশ্নে সরকারের নীতি আর সমর্থন করতে পারছি না।’

তিনি গাজা সঙ্কট অবসানে আরো আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

ইসরাইল ৮ জুলাই গাজায় হামলা শুরু করে। ওয়ার্সি হামলার পর থেকেই তা বন্ধের আহ্বান জানিয়ে আসছিলেন।

পাকিস্তানি অভিবাসীর মেয়ে ওয়ার্সি ওয়েস্ট ইয়র্কশায়ারের ডিউসবুরিতে বেড়ে ওঠেন। রাজনীতিতে যোগ দেয়ার আগে আইনজীবী ছিলেন।

গাজা প্রশ্নে ব্রিটিশ সরকারের নীতিতে ক্ষুব্ধ হয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাইয়েদা হুসেইন ওয়ার্সি পদত্যাগ করেছেন।



তিনি জানিয়েছেন, গাজা প্রশ্নে সরকারের নীতি তার পক্ষে আর সমর্থন করা সম্ভব নয় বলে তিনি পদত্যাগ করছেন। তিনি তার ট্যুইটারে বলেন, তিনি ‘গভীর অনুশোচনা’ নিয়ে সরে যাচ্ছেন।

লেডি ওয়ার্সি ২০১০ সালে ডেভিড ক্যামেরনের মন্ত্রী হন। তিনি ছিলেন ব্রিটেনের প্রথম মুসলিম নারী মন্ত্রী। এর আগে তিনি কনজারভেটিভ পার্টির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছিলেন।

বিষয়: বিবিধ

২১২৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

251225
০৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
আহমদ মুসা লিখেছেন : সাইয়েদা হুসেইন ওয়ার্সিকে হাজারো স্যালিউট জানানো উচিত। কিন্তু ইউরোপ আমেরিকার রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্রগুলো খুনী জায়নবাদী ইস্রাইলের পক্ষাবলম্বনের সাহস করে মধ্যপ্রাচ্যের বিলাসী রাজা বাদশা নামের নাফরমান তথাকথিত স্বঘৌশিত খাদেমুল হারামাইন শরীফাইন কুলাঙ্গার শাসকদের গতি টিকিয়ে রাখার জন্য ইয়াহুদী তোষণ নীতির কারণে। যদি এসব শাসকরা মুসলমানদের প্রকৃত দুঃখ দুর্দশার বুঝার চেষ্টা করতো, যদি মুসলমানদের সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসতো তবে পশ্চিমা ইউরোপ আমেরিকানরা ইয়াহুদীদেরকে এভাবে নগ্নভাবে সমর্থনের সাহস করতো না।
251250
০৫ আগস্ট ২০১৪ রাত ০৮:২৫
চিরবিদ্রোহী লিখেছেন : Salute to Sayyeda Hussain Warsi. Muslims should show such courage against falsehood, rising above all threat, terror, lust, rapacity and means. Only, and Only then the Help of Allah will come.
251286
০৫ আগস্ট ২০১৪ রাত ১১:৩৫
হাকালুকি লিখেছেন : In shallow views it's seems Sayeda Warsi has done a wonderful things but I can't support her decision. People may get angry of what I am saying but I can explain why I think resignation is not a good things at all.

It will take a many years to make a Warsi to raise to policy making level. Jews state control Washington and London by implanting their Zoinist people in the key policy making position. Warsi's resignation may embarrass British government but won't change their Israel policy. What we need more and more Warsi to control their policy making. Resignation is a net loss!!
252757
১০ আগস্ট ২০১৪ রাত ০৩:১২
মুক্ত বাক্য লিখেছেন : আরবের জালিম শাসকদের এটা দেখে লজ্জিত হয়ে মরা উচিত!!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File