স্বাগতম হে পবিত্র মাহে রামাদান ........ (রহমত, নাজাত ও মাগফেরাতের মাস)
লিখেছেন লিখেছেন সাইলেন্ট কিলার ২৭ জুন, ২০১৪, ০৪:৩০:৩৩ বিকাল
স্বাগতম হে পবিত্র মাহে রামাদান.................
“হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোযা ফরয করে দেয়া হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী নবীদের অনুসারীদের ওপর ফরয করা হয়েছিল। এ থেকে আশা করা যায়, তোমাদের মধ্যে তাকওয়ার গুণাবলী সৃষ্টি হয়ে যাবে। ( বাকারা ২/১৮৩ ).
>>>>> কিছু করনীয় কিছু বজর্র্নীয় <<<<<
১. মহান রাব্বুল আলামিন এরশাদ করেন রোজা ছাড়া বনী আদমের প্রতিটি কাজ তার নিজের জন্য, রোজা আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান দেব। (বুকারী মুসলিম),
*আসুন পালনকতার্র কাছে ফরিয়াদ করি যেন সঠিক পথে ছলি।
২. মহানবী ( স: ) বলেছেন প্রত্যেক জিনিসের জাকাত আছে। আর শরীরের জাকাত হল রোজা. ( ইবনে মাজা).
*অতএব আসুন রোজা রেখে শরীর এর জাকাত আদায় করি।
৩. মহান রাব্বুল আলামিন বলেছেন তোমরা যখন রোজা রাখবে, খারাফ বক্যলাপ করবে না চেচামেছে করবে না, বেফাস মন্তব্য করবে না , যদি কেউ গায়ে পড়ে ঝগড়া করতে আসে তবে বলে দেবে, আমি রোজাদার. ( বুকারী মুসলিম)।
*মহান আল্লাহ পাক সবাই কে রোজা বা সিয়াম পালন করার তৌফিক দিন।
(#আমিন)
বিষয়: বিবিধ
২১১৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন