আমারা যারা মধ্যবিত্ত, আমাদের চাওয়া পাওয়া টাও সীমিত ............
লিখেছেন লিখেছেন সাইলেন্ট কিলার ১১ আগস্ট, ২০১৪, ০১:৪৪:৪৯ দুপুর
আমারা যারা মধ্যবিত্ত , আমাদের চাওয়া পাওয়া টাও সীমিত , আমরা আমাদের বাবার ক্ষমতার দৌড় জানি।
তাই হুট হাট কিছু চাইতে পারি না, যখন চাই অনেক ভেবে চিন্তেই চাই। অবাস্তব চাওয়া আমাদের মানাই না।
শখ করে ৫ টা ফ্রেন্ড দের নিয়ে জন্মদিনের পার্টি দিতে পারি না। যেতে হই পাড়ার দোকানে
নইতো বাজারে কোন সস্তা রেস্টুরেন্ট এ । কখনো অই বিল দিয়ার টাকাও থাকে না।
আমাদের স্কুল থেকে শিক্ষাসপর যাবে কিন্তু যাওয়ার মত টিকেটের টাকা নাই। সবাই লাফালাফি করছে শিক্ষাসপর যাবে কিন্তু আমি চুপ। টাকা নাই।
মাসে যে ৩০০০ টাকা পাই অইটা মাসের ১৩ তারিখের আগেই শেষ । এক ফ্রেন্ডে আমার ব্যাপার টা জানতো তাই আগেই আমার
জন্যে করুনা করে একটা টিকেট কেটে রেখেছিলো ।
তাহলে কি আমার বাবার কি এই সব শখ পুরন করার ক্ষমতা নাই?
উত্তরঃ আছে । তবে........??
কারন আমরা মধ্যবিত্ত। অহেতুক খরচ আমাদের মানাই না।
"বাবা সব সময় চায় আমাদেরকে সেরা জিনিস টা কিনে দিতে, কখনই বলে নাই কম দামি জিনিশ কিন।
আমরাও বুঝি সব কিছু বাবার ক্ষমতা আছে কি নেই। তাই আমরাই না করি" ।
বাবা নামের মানুষ টা দিন রাত খেটেই যাচ্ছে। আমি মাজে মাজে অভাগ হই একটা মানুষ গাধার মতো এতো খাটতে পারে কিবাবে..?
প্রতি রাতে বাবা ক্লান্ত শরীর নিয়ে বাসাই আসে, এসেই বকা বকি করে । "কি এক ফোন কিছুই শুনি না......" অইদিন বাবা কে
আমার Sony xpriya T27i সেট টা দিলাম। (শুনেছি পছন্দের জিনিসটা নাকি প্রিয়োজন কে দিতে হয়) :D ।
মায়ের অসুখ, রাতে রান্না করতে পারেন নাই, ছোট বোন রান্না করছে দুজনের ভাত আছে খেতে বাকি তিনজন । মা বললে আমি খাবো না । ছোটবোন বলবে ভাইয়া আমার খেতে ইচ্ছা করছে না।
আমি বললাম "আমি তো বাইরে থেকে খেয়ে আসছি।
ঈদ এ টাকা পয়সার টানাটানি মা বলবে আমার আলমারি ভরা শাড়ি আমার কিছু লাগবে না, ছোটো বোন বলবে অইদিন না আমি ৩টা জামা বানাইছি, আমার কিছুই লাহবে না। আমি বললাম আমি তো ঈদ এ কিছু কিনি না ।
#জয়_মধ্যবিত্তের_জয় .........!!
আসলে মধ্যবিত্ত পরিবার টা পৃথিবী সবচেয়ে মধুর পরিবার , পরিবারের সবাই সবাই কে খুব ভালো বুজতে পারি।
মধ্যবিত্ত পরিবারে কি আছে....??
১) মমতাময়ি মা
২) নারিকেলের মতো বাবা (উপরে অনেক শক্ত ভিতরে নরম)
৩) ছোট বোনের আদরের আবদার
শেষ করি বাবার একটা বানী দিয়া । মাসে ১০০ বার যেটা আমাদের শুনতে হয়
"দুনিয়াডা বড়ো কঠিন। ঘরে বইসা বইসা মুবাইল গুতায়া জীবনে কেও উন্নতি করে নাই"
বি:দ্র:- বানী টা আমাকে উদ্দ্যেশ করে। ........
বিষয়: বিবিধ
২১৪১ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন