এক নাস্তিক এর গল্প সবার পড়ার অনুরোদ রইলো । .........

লিখেছেন লিখেছেন সাইলেন্ট কিলার ২৩ জুন, ২০১৪, ১২:০৪:৪২ দুপুর

এক নাস্তিক এক আলেমকে বলল আপনি আমার ৩টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি মুসলমান হয়ে যাব।

Star প্রশ্ন ১: আল্লাহ কোথায় আছে? আল্লাহকে আমাকে দেখান ?

Star প্রশ্ন ২: আল্লাহ নাকি জ্বিন জাতিকে জাহান্নামে শাস্তি দিবেন, কিন্তু জ্বিন জাতি তো আগুনের সৃষ্টি! তো আগুন কে আগুন

দ্বারা কিভাবে শাস্তি দিবেন?

Star প্রশ্ন ৩: দুনিয়ায় যা হয় তা নাকি সব আল্লাহর নির্দেশে হয়, তাহলে আবার তিনি পাপের শাস্তি দিবেন কেন? পাপ ও তো তার নির্দেশেই হয়!

তার প্রশ্ন শোনার পর কিছুই বললেননা,বরং শক্ত মাটির একটা টুকরা নিয়ে তার কপালে ঢিল মারলেন।

এতে করে লোকটি আঘাত পেয়ে কাযী সাহেবের নিকট গিয়ে বিচার চাইলো যে আমি তাকে প্রশ্ন করায় সে আমাকে আঘাত

করেছে। এতে আমি অনেক ব্যাথা পেয়েছি।

কাযী তখন দরবেশকে ডেকে পাঠালেন এবং অভিযোগের ব্যাপারে জিজ্ঞেস করলেন।

আলেম বললেনঃ তার প্রথম প্রশ্ন ছিল- আল্লাহ কোথায়?

আল্লাহকে দেখান?

তো তাকে আমার প্রশ্ন হল তার ব্যাথা কোথায়?

ব্যাথা আমাকে দেখাক!

তার ২য় প্রশ্ন ছিল আগুনের জাতিকে আল্লাহ আগুন দিয়ে কিভাবে শাস্তি দিবেন?

তো সে মাটির সৃষ্টি হয়ে মাটির আঘাতে ব্যাথা পেল কিভাবে?

তার ৩য় প্রশ্ন ছিল সব আল্লাহর নির্দেশে হওয়া সত্তেও তিনি শাস্তি দিবেন কেন? তাহলে আমিও তো তাকে আল্লাহর নির্দেশে ঢিল মেরেছি! সে আপনার দরবারে বিচার দায়ের করল কেন?

বিষয়: বিবিধ

১২৬৩ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

237859
২৩ জুন ২০১৪ দুপুর ১২:৪২
নজরুল ইসলাম টিপু লিখেছেন : যেমন প্রশ্ন তেমন উত্তর।
এজন্য মানুষকে বিজ্ঞতা অর্জন করতে হয়
আর বিজ্ঞতা অর্জনের জন্য প্রচুর পড়তে হয়
২৩ জুন ২০১৪ দুপুর ০১:০১
184424
সাইলেন্ট কিলার লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে
237876
২৩ জুন ২০১৪ দুপুর ০১:৩৩
প্রিন্সিপাল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৩ জুন ২০১৪ দুপুর ০১:৪০
184432
সাইলেন্ট কিলার লিখেছেন : ধন্যবাদ ;Winking ;Winking
237884
২৩ জুন ২০১৪ দুপুর ০২:০৬
চিরবিদ্রোহী লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Applause Applause Applause

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File