তুমি আবেগী ভালোবাসার উক্তি দাও.. আমি বাস্তবতার নির্মম ভালোবাসার রূপ দেখাই।

লিখেছেন লিখেছেন সাইলেন্ট কিলার ২৪ জুন, ২০১৪, ০৮:৫৩:৪১ রাত



আবেগী ভালোবাসায় সিক্ত কোনো এক পরাজিত রোমিও প্রশ্ন করেছিলো আমায়,

ভালোবাসার মানে বোঝ??

আমি স্মিত !!

হেসে বলেছিলাম... লালনকে তুমি বৈরাগ্যের সুর চেনাচ্ছো?

আমি ভালোবাসার যত রূপ দেখেছি, তুমি তার সিকি অংশও দেখোনি...

নারীর প্রতি পুরুষ, পুরুষের প্রতি নারীর ভালোবাসায় মোহ আছে, উত্তেজনা আছে, আছে বাড়তি আবেগ,,,

মমতা নেই, আনন্দ নেই...

আবেগের ভালোবাসায় কি আছে??

কয়েক বিন্দু জল,

মিথ্যে কথার মেলা,

বিশ্বাস নিয়ে খেলা,

অগোচরে আঘাত করা,

পরিশেষে হারিয়ে যাওয়া??

নাহ্‌ এগুলো ভালোবাসা নয়..

ভালোবাসা নামে একপ্রকার খেলা।

ভালোবাসা কোথায় জানো?

কোথায়??

শুকনো মাটির বুকে লাঙল চষে যেই কৃষক সোনার ফসল জন্মায়,

তার শীষে ভালোবাসা উঁকি দেয়...

সারাদিন রোদে পুড়ে ঘামে ভিজে যেই শ্রমিকটা ইট ভাঙে,

তার হাতে চাল তেল নুনের প্যকেটের মাঝে ভালোবাসা লুকায়িত...

শীতের কনকনে রাতে যে ভাই তার বোনকে গায়ের চাদরটা জড়িয়ে দেয়,

সেই চাদরেই ভালোবাসা জড়ানো...

জীবিকার তাগিদে তপ্ত রোদে পুড়ে যে মা ভারী বোঝা মাথায় বয়ে সন্তানকে বুকে আগলে রাখে,

তার মাঝেই ভালোবাসা নিহিত।

জীবন যুদ্ধে পরাজিত কোন যোদ্ধার মধ্যরাতের নির্লিপ্ত অশ্রুতে ভালোবাসা ঝরে পড়ে।

.

আর কত দেখবা?

তুমি আবেগী ভালোবাসার উক্তি দাও..

আমি বাস্তবতার নির্মম ভালোবাসার রূপ দেখাই।

পার্থক্যটা শুধু দৃষ্টিভঙ্গির মাঝেই প্রকাশ........আবেগী ভালোবাসায় সিক্ত কোনো এক পরাজিত রোমিও প্রশ্ন করেছিলো আমায়,

ভালোবাসার মানে বোঝ??

আমি স্মিত !!

হেসে বলেছিলাম... লালনকে তুমি বৈরাগ্যের সুর চেনাচ্ছো?

আমি ভালোবাসার যত রূপ দেখেছি, তুমি তার সিকি অংশও দেখোনি...

নারীর প্রতি পুরুষ, পুরুষের প্রতি নারীর ভালোবাসায় মোহ আছে, উত্তেজনা আছে, আছে বাড়তি আবেগ,,,

মমতা নেই, আনন্দ নেই...

আবেগের ভালোবাসায় কি আছে??

কয়েক বিন্দু জল,

মিথ্যে কথার মেলা,

বিশ্বাস নিয়ে খেলা,

অগোচরে আঘাত করা,

পরিশেষে হারিয়ে যাওয়া??

নাহ্‌ এগুলো ভালোবাসা নয়..

ভালোবাসা নামে একপ্রকার খেলা।

ভালোবাসা কোথায় জানো?

কোথায়??

শুকনো মাটির বুকে লাঙল চষে যেই কৃষক সোনার ফসল জন্মায়,

তার শীষে ভালোবাসা উঁকি দেয়...

সারাদিন রোদে পুড়ে ঘামে ভিজে যেই শ্রমিকটা ইট ভাঙে,

তার হাতে চাল তেল নুনের প্যকেটের মাঝে ভালোবাসা লুকায়িত...

শীতের কনকনে রাতে যে ভাই তার বোনকে গায়ের চাদরটা জড়িয়ে দেয়,

সেই চাদরেই ভালোবাসা জড়ানো...

জীবিকার তাগিদে তপ্ত রোদে পুড়ে যে মা ভারী বোঝা মাথায় বয়ে সন্তানকে বুকে আগলে রাখে,

তার মাঝেই ভালোবাসা নিহিত।

জীবন যুদ্ধে পরাজিত কোন যোদ্ধার মধ্যরাতের নির্লিপ্ত অশ্রুতে ভালোবাসা ঝরে পড়ে।

.

আর কত দেখবা?

তুমি আবেগী ভালোবাসার উক্তি দাও..

আমি বাস্তবতার নির্মম ভালোবাসার রূপ দেখাই।

পার্থক্যটা শুধু দৃষ্টিভঙ্গির মাঝেই প্রকাশ........

বিষয়: বিবিধ

৬৫৮৯ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

238501
২৪ জুন ২০১৪ রাত ১০:৪৫
প্রবাসী মজুমদার লিখেছেন : কঠিন বাস্তবতাটাকেই আপনি তুলে ধরেছেন। সত্যি কথা বলতে কি, যে সমাজে এদের নিয়ে চিন্তা চেতনা নেই, যে সমাজে জিন্দা মানুষকে হত্যা করা হয়, সে সমাজে এসব খেটে খাওয়া মানুষদের নিয়ে ভাবার কে আছে? খুব কষ্ট লাগে এসব জীবন্ত মানুষগুলোকে দেখে। ধন্যবাদ।
২৫ জুন ২০১৪ দুপুর ০২:৩১
185171
সাইলেন্ট কিলার লিখেছেন : অনেক ধন্যবাদ।

এদের জন্য আমরা কি কিছুই করতে পারিনা। ................. ????
২৫ জুন ২০১৪ দুপুর ০৩:২০
185183
প্রবাসী মজুমদার লিখেছেন : পারি। আর সে্ই পারার জন্য দীর্ঘপথ পাড়ি দেবার পন করে কয়জন রাস্তায় থাকতে পারে? কয়জন এটিকে ভাল কাজ মনে করে?
২৫ জুন ২০১৪ রাত ০৮:০৬
185299
সাইলেন্ট কিলার লিখেছেন : যে যাই মনে করক আমরা যদি না করি তো করবে টা কে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ..................... ধন্যবাদ
238519
২৪ জুন ২০১৪ রাত ১১:০৮
সন্ধাতারা লিখেছেন : Wonderful!!! Reality ....,,
২৫ জুন ২০১৪ দুপুর ০২:৩৩
185172
সাইলেন্ট কিলার লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
238548
২৫ জুন ২০১৪ রাত ১২:৩৪
দ্য স্লেভ লিখেছেন : ছবিটা দেখেই মর্মাহত হলাম। আপনি ভাল লেখেন
২৫ জুন ২০১৪ দুপুর ০২:৩৫
185174
সাইলেন্ট কিলার লিখেছেন : না ভাই ভালো লেখতে পারি না তবে লেখার চেষ্টা করি ।

আপনাকে অনেক ধন্যবাদ।
238590
২৫ জুন ২০১৪ রাত ০৪:৪৩
আবুনোভা লিখেছেন : শুকনো মাটির বুকে লাঙল চষে যেই কৃষক সোনার ফসল জন্মায়,তার শীষে ভালোবাসা উঁকি দেয়..

আপনাকে আমার স্যালুট জনাব। কিন্তু আমাদের প্র‍্যাকটিক্যাল হতে হবে, ওদের জন্য কিছু করতে হবে বাস্তবে।
২৫ জুন ২০১৪ দুপুর ০২:৫৯
185176
সাইলেন্ট কিলার লিখেছেন : দোয়া করবেন যাতে এ সব মানুষদের জন্যে যেন কিছু করতে পারি। ................ আল্লাহ আমাকে আপনাকে এবং এদেশের মানুষকে সেই তাওপিক দান করুক। ........... (আমিন)
238904
২৫ জুন ২০১৪ রাত ০৯:০৮
আফরা লিখেছেন : অনেক ভাল লিখেছেন ধন্যবাদ ।
২৬ জুন ২০১৪ সকাল ১১:৩২
185514
সাইলেন্ট কিলার লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে ...... ;Winking
238921
২৫ জুন ২০১৪ রাত ০৯:৪৭
জোনাকি লিখেছেন : ভালো তাকি আর বলতে!

রিপিট হয়েছে কবিতাটা,একটা মুছে দিবেন না?
২৬ জুন ২০১৪ সকাল ১১:৩৫
185515
সাইলেন্ট কিলার লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে ...... Happy

ভাই এটা কবিতা না বাস্তব জীবনের গল্প ....
239111
২৬ জুন ২০১৪ দুপুর ০৩:২১
আহমদ মুসা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
185804
সাইলেন্ট কিলার লিখেছেন : অনেক ধন্যবাদ Happy
240572
০১ জুলাই ২০১৪ দুপুর ০৩:১২
সত্য নির্বাক কেন লিখেছেন : চমৎকার একটি বিষয় তুলে এনে আমাদের উদ্বুদ্ধ করার জন্য আপনাকে মোবারকবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File