এক্সক্লুসিভ নিউ..............!!
লিখেছেন লিখেছেন সাইলেন্ট কিলার ১০ আগস্ট, ২০১৪, ০৭:৪১:১৭ সন্ধ্যা
টিভি চ্যানেল , অনলাইন নিউজপেপার গুলার মনুষ্যত্ব দিন দিন কমে যাচ্ছে কিনা কে জানে।
গত বছর যখন সাভারে ভবন ধ্বস হইলো , টিভি চ্যানেল গুলা ব্যস্ত হয়ে গেল কে কত বেশী লাশ দেখাতে পারে ... যেই চ্যানেল যত বেশী লাশ দেখাইত, সেই চ্যানেলের নিচে বড় করে লেখা থাকতো "এক্সক্লুসিভ নিউজ"।
বুঝলাম না , মানুষ মরতেছে এইখানে এক্সক্লুসিভ এর কি আছে। দুই একজন তো অতি উৎসাহী হয়ে , পাথরের নিচে চাপা পড়া মানুষরে জিগ্যেস করছিল,"আপনার অনুভূতি কি?" ... তার অনুভূতি কি হইছিল জানিনা , তবে আমার অনুভূতি হইছিল রিপোর্টাররে একটা বন থাপ্পর মারার।
--
গতকাল থেকে টিভি চ্যানেল আর অনলাইন নিউজ পেপার গুলাতে অতি উৎসাহের চোটে লঞ্চ ডুবে যাওয়ার ভিডিও "এক্সক্লুসিভ ভিডিও"বলে শেয়ার দিচ্ছে। মানুষ গুলা ছটফট করে পানির নিচে ডুবে মারা গেল,এইখানে এক্সক্লুসিভ এর কি আছে?
মানুষ নিজের , বাবা-মা, ভাই-বোন, সন্তানকে হারায়ে পাগলের মত কাঁদতেছে আর আপনারা এক্সক্লুসিভ ভিডিও বলে শেয়ার দিচ্ছেন।সবগুলা চ্যানেল, অনলাইন নিউজ পেপার গুলাকে প্রশ্ন করতে চাই ,"ওই লঞ্চের মধ্যে নিজের কোনও প্রিয়জন থাকলেও কি এইভাবে এক্সক্লুসিভ ভিডিও বলে শেয়ার দিতেন?"
নিজেদের চ্যানেল , নিউজপেপার কে জনপ্রিয় করতে চান ভালো কথা তাই বলে এত নিচে নামার তো দরকার নাই। মানুষ হয়ে জন্মাইছেন মানুষের লেভেলে থেকে সাংবাদিকতা করেন , জানোয়ারের লেভেলে যাওয়ার তো কোনও দরকার নাই রে ভাই।
বিষয়: বিবিধ
১১৫৭ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন