মেয়েটার কি মন ভেঙ্গে দিলাম !!!

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৩ জুন, ২০১৪, ১২:০৮:২০ দুপুর

কর্মক্ষেত্রে আমি বড্ড কেতাদূরস্ত লোক। পোষাকের প্রতি আমার একটা চাপা দূর্বলতা আছে। সেই সুবাদে মাঝে সাঝে এটা ওটা কেনা হয়। অনেকে উপহারও দিয়েছে,দেয়। এখানে আমার অফিসিয়াল পোষাক সাদা শার্ট,প্যান্ট,টাই,সু। গুনে দেখিনি কিন্তু সম্ভবত আমার টাইয়ের সংখ্যা শত পার হয়ে যাবে,যার একটা বড় অংশই সাথে এনেছিলাম। আমি সিরিয়ালি পরি। এক ড্রয়ার থেকে অন্য ড্রয়ারে স্থানান্তর করে হিসেব রাখি,কোনটা পরা হল আর কোনটা হলনা।

গত ৩ মাসে অন্তত ৬০টি টাই পরেছি। সেদিন সবথেকে স্মার্ট ম্যানেজার বলল-আমি তোমার কাছে হেরে গেলাম। আমি গোপনে তোমার সাথে কম্পিটিশন করেছি কিন্তু শেষ পর্যন্ত পারলাম না। ভদ্রলোকের কথা শুনে অবাক হলাম। কারন আমি তার সাথে কম্পিটিশন করিনি। এটা আমার স্বাভাবিক অবস্থা। তবে লক্ষ্য করতাম হঠাৎ করে সে নতুন নতুন শার্ট,প্যান্ট টাই পরে আসছে। এসব ক্ষেত্রে প্রতিযোগীতাকে আমি ভয় পাই,কারন এ পথ ধরে অহংকার এবং একটি অসুস্থ্য প্রতিযোগীতা থেকে অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হতে পারে। অবশ্য এখানে সে সুযোগ নেই। এরা মাত্রা বোঝে।

আমি তাকে বললাম, তোমার পোষাকগুলো সুন্দর এবং আমি তা পছন্দ করেছি। কোম্পানীতে আমার ফ্যাশন নিয়ে অনেকে আগ্রহী,যদিও আমি এসবে আগ্রহী নই,বরং এটা আমি এমনিই করি। পরিপাটি থাকা আমার স্বভাব।.....ঘটনা আসলে এটা নয়।

আসল ঘটনা :

ভিন্ন একটি ডিপার্টমেন্টে একটি মেয়ে আছে, সে মেয়েটাকে দেখলে যে কেউ অনায়াসে ডানাকাটা পরি বলে চালিয়ে দিতে পারবে। যারা পরি বিশ্বাস করেনা,তারাও বিশ্বাস করতে বাধ্য হবে। সার্ভিস চেক করার সময় ভিন্ন ডিপার্টমেন্টে যেতে হয়, তখন কখনও কখনও খেয়াল করেছি মেয়েটি তাকাচ্ছে এবং চোখে পড়ার মত করেই তাকাচ্ছে। কিন্তু তার সাথে আমার কখনই কথা হয়নি। আমার তার ব্যাপারে কোনো আগ্রহও তৈরী হয়নি। আমি স্বাভাবিকভাবে দু,একবার তাকাই এটাই শেষ। আমেরিকাতে আমি আমার ঈমান আমলকে সর্বোচ্চ সতর্কতা নিয়ে রক্ষা করি। গৃষ্মের আগমনে এসব দেশের মেয়েদের পোষাক ছোট থেকে ছোটতর হয়। আমি এসবে পাত্তা দেইনা । আমার ভেতর এসংক্রান্ত আগ্রহ নেই,তা নয়,বরং আমি নিজেকে নিয়ন্ত্রণ করি। কর্মক্ষেত্রে আমি শতভাগ প্রফেশনাল। কিন্তু মেয়েটির বিষয়টি বুঝলাম না।

বেশ কয়েক সপ্তাহ থেকে দেখছি সে আশপাশে আসছে কিন্তু আমার সাথে তার কথা হয়নি। আমার আশপাশে থাকা অনেকের সাথে কথা বললেও আমার সাথে বলেনি। আমার সম্পর্কে তার কৌতুহল আছে বুঝতাম। আর একারনেই কাছে আসলে মুখের ভাব সিরিয়াস করে থাকতাম। হাসিখুশী ভাব না দেখলে আমেরিকানরা সাধারনত: কথা বলতে উৎসাহী হয়না। সিরিয়াস টাইপ লোক এরা তেমন পছন্দ করেনা।

একদিন মেয়েটি যখন কাছে আসল,তখন টমি নামক অবসরপ্রাপ্ত আর্মী অফিসার,যিনি এখানে আমার কলিগ আমাকে জি্ঞেস করল-হে ম্যান, এত কথা হল কিন্তু জানাই হলনা তুমি কোথা থেকে এসেছো। বললাম-বাংলাদেশ থেকে। দেশটা বোঝাতে ভারতের পাশে বলতে হয়। তখনই মেয়েটা জিজ্ঞেস করল-কোন দেশ ? তাকেও বললাম। এরপর আর কোনো কথা নেই। ভাবতাম আমি বাদামী চামড়ার লোক,সে সাদা এবং অসম্ভব সুন্দরী। অামার ব্যাপারে তার আগ্রহ থাকবে কেন ?

যদিও এখানে একজন আরেকজনের তথ্য রাখেনা বা একান্ত ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলে না,কিন্ত সে আমার ব্যাপারে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করত্ ।

আজ এক ঘটনা ঘটল। মেয়েটা হঠাৎ আমার পেছনে এসে দাড়াল। আমি তার উপস্তিতি টের পেয়ে হাসি হাসি মুখটি মোটামুটি চুন করে ফেললাম। সে আস্তে করে জিজ্ঞেস কলল-আচ্ছা তোমার বয়স কত ? আমি অবাক হলাম,কারন এরকম প্রশ্ন এরা করেনা বললেই চলে।তারপরও আমি বয়স বললাম...। শুনে বলল- তোমাকে দেখে মনে হয় বয়স অন্তত ১০/১২ বছর কম। হাসলাম।

লাঞ্চের সময় ব্রেক রুমে দেখলাম সে বসে আছে। এবার সে আমার সাথে আমার দেশ এবং ব্যক্তিগত পরিচয় জিজ্ঞেস করল। আমি বললাম। কিন্তু তার ব্যাপারে আমি কিছু জানতে চাইনি। হঠাৎ সে জিজ্ঞেস করল- আচ্ছা তুমি কি বিবাহিত ? এসময় আমার মাথায় এক চিন্তা আসল।

চিন্তা করলাম একে আস্কারা দিতে ভিষণ ইচ্ছে হচ্ছে। নিজের ভেতর একটা ভাব উথলে উঠছে যে- এরকম একটা মেয়ে আমার সাথে যেচে কথা বলছে। ...কিন্তু আমি কি একে চাই ? সে কি আমার ঈমান,আমলের জন্যে উপকারী হবে ? সে কি আমার বাহ্যিক চাকচিক্য দেখে আগ্রহী হয়নি ? সম্পর্ক প্রতিষ্ঠা অর্থ এদের কাছে কেমন তা কি আমি স্পষ্ট জানিনা ?

তাহলে ক্ষনিকের এই আবেগের জন্যে এত বড় ঝুকি কেন নিব ? তার চাইতে মিথ্যা বলা শ্রেয়। আমি বললাম- জি, আমি বিবাহিত। সঙ্গে সঙ্গে জি্ঞেস করল- বাচ্চা আছে ? মনে হল-বাচ্চা নেই জানলে কি সে কাছে আসবে ? ....বললাম- বাচ্চা নেই,তবে হবে। এটা মিথ্যা বলিনি,কারন ভবিষ্যতে বিয়ে হলে বাচ্চা হওয়ার সম্ভাবনাও আছে। কিন্তু সে বুঝল-আমার স্ত্রী সন্তান সম্ভবা। তার সাথে কথা বলার সময় মনে তেমন হচ্ছিল না যে- সে খুব আবেগী। কিন্তু খানিকটা বুঝতে পারছিলাম যে,তার ভেতরে একটা ইচ্ছা কাজ করছিল। তাকে খানিকটা আশাহতও দেখাল,যদিও সে স্বাভাবিকভাবে কথা বলছিল। ....কাজে মন দিলাম আবার।

বাকী সময়ে দেখলাম আমার দিকে তার তাকানো আগের মত নেই। হঠাৎ নিজের কাছে খারাপ লাগল।নিজেকে কেমন জানি বঞ্চিত মনে হল। মনে হল, আহ্হা....বিষয়টা না বললেই বোধহয় ভাল হত। সঙ্গে সঙ্গে মনে হল- ওরে শয়তান নফস, তোর ধোকা বড্ড নিখুঁত ! তাহলে কি এতদিন আমি তার তাকানোকে উপভোগ করতাম ! মনে হয় তাই। .....যাইহোক, নিজের আবেগের মুখে জুতো মারতে পেরে আমি খুশী। কাজটা করতে অামার নিজেরও ভাল লাগেনি,বিষয়টা উপভোগ করতে ইচ্ছাও হচ্ছিল কিন্তু শেষে এসে আবেগে কষে একটা কিক করে দিলাম। মিথ্যা একটা বলেছি কিন্তু বলে বেঁচেও গেছি। ....

বিষয়: বিবিধ

১৪০৩ বার পঠিত, ৩৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

237847
২৩ জুন ২০১৪ দুপুর ১২:০৯
দুষ্টু পোলা লিখেছেন : Love Struck Love Struck Love Struck
২৩ জুন ২০১৪ রাত ০৯:১১
184571
দ্য স্লেভ লিখেছেন : Tongue Tongue Tongue
237858
২৩ জুন ২০১৪ দুপুর ১২:৩৯
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আপনার অভিব্যক্তিতা আমার খুব পছন্দ হয়েছে। অর্থাৎ আপনি বৈশিষ্ট্যগত ভাবেই সচেতন, সেজন্য ধন্যবাদ।

কিছু মেয়ে অভিব্যক্তি, স্মার্ট, চাকুরীর ধরণ কে গরুত্ব দিয়ে সঙ্গী নির্বাচন করে। হয়ত সেও তাই করেছিল। পাশ্চাত্যে মানুষের আভ্যন্তরীণ গুনের কদর খুবই কম! বাহ্যিক চাকচিক্য ও ফিটফাটকে যথেষ্ট গুরুত্ব দেয়। পরিনতিতে তারা কখনও ততটুকু দাম্পত্য জীবনে সুখী হয়না, যতটুকু সুখী হয় আমাদের দেশের একজন গরীব কৃষক। মানুষের সৌন্দর্য টিকে থাকে মাত্র ১০ থেকে ১৫ বছর আর গুণ থেকে যায় আমরণ। অনেক ধন্যবাদ
২৩ জুন ২০১৪ রাত ০৯:১১
184570
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহHappy Happy Happy Happy আপনার সে কাহিনী চলছে ??
237871
২৩ জুন ২০১৪ দুপুর ০১:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আহরে একজনের মন ভেঙ্গে দিলেন!!!!
অন্ততপক্ষে সিটিজেন শিপ নেওয়ার জন্য কিছুদিন কোর্ট শিপ করে দেখতে পারতেন। তবে ভাল রান্না করতে পারে কিনা আগে খবর নিতে হবে।
২৩ জুন ২০১৪ রাত ০৯:১০
184569
দ্য স্লেভ লিখেছেন : Happy Happy Happy Happy Happy
237872
২৩ জুন ২০১৪ দুপুর ০১:২০
২৩ জুন ২০১৪ রাত ০৯:১০
184568
দ্য স্লেভ লিখেছেন : Surprised Surprised Surprised Surprised
237883
২৩ জুন ২০১৪ দুপুর ০২:০৫
হতভাগা লিখেছেন : খৃষ্টান মেয়ে , আহলে কিতাবের । আর আপনিও অবিবাহিত ।

যেঁচে একজন সুন্দরী মেয়ে আপনার কাছে আসতে চাইছিল , তাকে মুসলিমে কনভার্ট করে সেরকমভাবে গড়ে তুলে ''আপনায়া'' করে নিতে পারতেন ।
২৩ জুন ২০১৪ রাত ০৯:১০
184567
দ্য স্লেভ লিখেছেন : কখনও কখনও হয়ত ঠিক। কিন্তু এদেরকে মানুষ বানানো এত সহজ না। আর এত ঘষা মাজা করার টাইমও নাই আমার। আর সে আমার চাকচিক্যতাকে পছন্দ করেছে। আমি আল্লাহর উপর তায়াক্কুল করেছি। তিনি নিশ্চয়ই আমাকে উত্তম কিছু দিবেন
২৩ জুন ২০১৪ রাত ১০:০৬
184587
হতভাগা লিখেছেন : একজন নন-মুসলিমকে মুসলিম বানাবেন কিছু টাইম তো যাবেই ,এরকম সবারই যায় । বিনিময়ে তো সওয়াবেরও অধিকারী হবেন ।
237930
২৩ জুন ২০১৪ দুপুর ০৩:৪৫
আফরা লিখেছেন : যা করেছেন মনে হয় ভাল করছেন ।
২৩ জুন ২০১৪ রাত ০৯:০৭
184566
দ্য স্লেভ লিখেছেন : আমারও তাই মনে হচ্ছে। শয়তানকে কষে কিক করার একটা মজা আছে...Happy Happy যদিও একটু খারাপ খারাপ লাগে
237988
২৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
ইবনে হাসেম লিখেছেন : সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটিই নিয়েছেন ইয়ং ম্যান। শয়তানের দল আপনার আশেপাশে ঘুরঘুর করছিল ঐ বিশেষ সময়ে; আপনি যুতসই জবাব দিয়ে শয়তানের ষড়যন্ত্র জালকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছেন। আল্লাহ ভবিষ্যতেও আপনাকে এরূপ বুদ্ধি প্রয়োগ করে ঈমান রক্ষায় সাহায্য করুন, আমিন।
২৩ জুন ২০১৪ রাত ০৯:০৬
184565
দ্য স্লেভ লিখেছেন : যাযাকাল্লাহ খায়রান
238194
২৪ জুন ২০১৪ রাত ০৩:৪২
ভিশু লিখেছেন : সবই ঠিক আছে! অবশ্যই খুবি প্রশংসনীয়! এর অনেক অনেক পুরস্কারও পাবেন আপনি, ইনশাআল্লাহ! কিন্তু মিথ্যেটা না বলে টেকনিক্যালি অন্যকিছু করলে আমার মনে হয় সেন্ট-পারসেন্ট পারফেক্ট হতো! তাই ভবিষ্যতে অমন কিছু এড়াতে সুযোগ থাকলে কার্যকর ঘটনাটা করে ফেলাই ভালো - যাতে আর ফেইক কিছু বলতে না হয়...Love Struck Happy Good Luck Rose
২৪ জুন ২০১৪ দুপুর ১২:৪২
184731
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floorঅস্ট্রেলিয়ার ব্লগার অরিওন বা আলতাফ ভায়ের লাইনে কথা বললেন। লোকটা কথার ফাকে ফাকে বিয়ে বিয়ে করে....Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৪ জুন ২০১৪ দুপুর ০২:৪৯
184751
রাইয়ান লিখেছেন : ইশ ... ! এক বুড়ি আরেক বুড়িকে বলছে নানী শাশুড়ি ... ! আপনাদের দুজনকেই কার্যকর পদক্ষেপ নেবার কথা স্মরণ করিয়ে দিতে দিতে আমরা বোনেরাই তো বুড়ি হয়ে যাচ্ছি .... Tongue Tongue Tongue Tongue Tongue
238231
২৪ জুন ২০১৪ সকাল ০৯:৫৯
আহ জীবন লিখেছেন : ভাল করছেন কি মন্দ করছেন নিজেকেই প্রশ্ন করছেন। উত্তর ও পাইছেন।

এখন বলি আবেগের পাছায় লাথি মারছেন ভাল কথা, ভাবাবেগে ভুগতেছেন কেন?

এসব ব্যাপার আমি মনে করি প্রকাশ না করে হজম করে নেওয়া ভাল।
২৪ জুন ২০১৪ দুপুর ১২:৪৪
184733
দ্য স্লেভ লিখেছেন : বিষয়টা হল, আমাদের মনে দুরকম অনুভূতিই কাজ করে। প্রকাশ করেছি শিক্ষার ক্ষেত্রে কাজে লাগতে পারে ভেবে। আর ভাবাবেগ মানুষ হিসেবে থাকে কিছু কিন্তু হারাম হালালের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে হয়,যদিও তাতে কষ্ট লাগে। আমি উভয় অনুভূতীই প্রকাশ করেছি
১০
238292
২৪ জুন ২০১৪ দুপুর ০১:০৬
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আহহারে আমি যদি উপস্থিত থাকতাম সেখানে তাহলে ঐ সুন্দরী বেডিটারে গোপনে বইল্যা দিতুম যে বাংগাল ছেলেডারে হেতি লাইক কইরছে হেই ছেলেডা কতবড় খাওয়ার কাঙ্গাল! কত্তো বড় পেটুক!!!
বেডিডারে মুই বাতলিয়ে দিতুম এই পোলাডারে পটানোর লিগ্যা প্রধান ওষুধ অইলো জোরছে খানাপিনার আয়োজন করো।
প্রয়োজনে তারে বুঝাইয়া খও যে বাংলাদেশের বাবুচি টমি মিয়া হেতির ছাত্র আছিল।
২৪ জুন ২০১৪ রাত ১১:২১
184979
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১১
238315
২৪ জুন ২০১৪ দুপুর ০২:০৩
প্রেসিডেন্ট লিখেছেন : আল্লাহ হয়তো উত্তম কিছুই আপনার জন্য নির্ধারণ করেছেন। ফলে উক্ত ল্যাডি হতে আপনাকে বাঁচিয়েছেন।

যা করেছেন ভালই করেছেন। আফসোস বা ইতস্তত করার প্রয়োজন নেই আর। Angel Angel
২৪ জুন ২০১৪ রাত ১১:২০
184978
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান
১২
238329
২৪ জুন ২০১৪ দুপুর ০৩:২৬
প্যারিস থেকে আমি লিখেছেন : সব কিছুতে একটু বাড়াবাড়ি, তবে শেষের কাজগুলো সঠিক।
২৪ জুন ২০১৪ রাত ১১:২০
184977
দ্য স্লেভ লিখেছেন : Happy Happy Happy Happy Happy Happy Happy
১৩
238535
২৪ জুন ২০১৪ রাত ১১:৫২
সুমাইয়া হাবীবা লিখেছেন : Thinking Thinking Thinking আপনার বায়োটা পাঠান তো...
২৫ জুন ২০১৪ সকাল ১০:৫০
185102
দ্য স্লেভ লিখেছেন : কোন বরাবর ??? Smug Smug Smug
২৫ জুন ২০১৪ দুপুর ০১:৪২
185155
সুমাইয়া হাবীবা লিখেছেন : আমি বরাবর.. Straight Face Straight Face Straight Face
২৬ জুন ২০১৪ রাত ০২:১৭
185432
দ্য স্লেভ লিখেছেন : আপনার ঠিকানা কি আকাশ নাকি ??? নাকি ব্লগে লিখে দেব !!!
১৪
238546
২৫ জুন ২০১৪ রাত ১২:৩২
শফিক সোহাগ লিখেছেন : মেয়েটার মন ভেঙ্গে দিলেন নাকি আপনার মন ভেঙ্গে গেছে বুঝতে পারছিনা। Tongue Tongue Winking Winking
২৫ জুন ২০১৪ সকাল ১০:৫২
185103
দ্য স্লেভ লিখেছেন : না, আমি ঠিক আছি। এসবে আমার তেমন দূর্বলতা নেই Happy Happy
১৫
238674
২৫ জুন ২০১৪ সকাল ১১:৫৭
জোনাকি লিখেছেন : ঝামেলা এড়িয়ে চলাই ভালো। ওরা যেম্নে আসে তেমেনে যায়।
মে আল্লাহ্‌ মেক ইউ স্ট্রঙ্গার।
২৬ জুন ২০১৪ রাত ০২:১১
185429
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ। আমি স্ট্রংগার আলহামদুলিল্লাহ্ । এসব ফাউল কাজে আমি নাই ...
১৬
240493
০১ জুলাই ২০১৪ সকাল ১১:৩৬
আবু আশফাক লিখেছেন : আপনি আগে উপভোগ করেছেন, আর আমরা পরে করলাম।
০১ জুলাই ২০১৪ সকাল ১১:৪৪
186595
দ্য স্লেভ লিখেছেন : Happy Happy Happy Happy Happy
১৭
240521
০১ জুলাই ২০১৪ দুপুর ০১:২২
ঘাড় তেড়া লিখেছেন : আমার কিন্তু মনে হচ্ছে আপনি ফেসে যাচ্ছেন...
অথবা অলরেডি ফেসে গেছেন...

শয়তানকে কষে কিক মারেন ভাল...তবে পেছন দিক থেকে সে ভয়াবহ হামলা করতে পারে।

আপনার লাফ/ফাল দেখে আমার ভয় হচ্ছে, হ্য়ত আপনি পরাজিত হতে চলেছেন...

এসব ব্যাপার আমি মনে করি প্রকাশ না করে হজম করে নেওয়া ভাল...যত (ঘাটাবেন/চিন্তা করবেন/আলোচনা করবেন) ততই সুবাস ছড়াবে আর আপনি এক অজানা-অচেনা ঘাতকের হাতে পড়ে যাবেন...

আপনার জন্য দোয়া রইল...


০১ জুলাই ২০১৪ রাত ১০:১৪
186815
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ। দোয়া করেন। আর সে বিষয়টি ওখানেই শেষ। আর আজ আমি নতুন কোম্পানীতে যুক্ত হচ্ছি...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File