বরষার পত্র

লিখেছেন লিখেছেন নতুন মস ২৭ জুন, ২০১৪, ০৪:২৫:৩৭ বিকাল

মেঘলা আকাশ

তোমার সাথে

হয় যদি দেখা

তুমি কথাদের মেঘের আড়ালে

জমিয়ে রেখ,

যত্ন করে...

সাবধান,

বজ্রপাতের আঘাত যেন

একটুও না ছোঁয়া পায়

ঐ কথাদের ।

যখন টুপ টাপ শব্দরা

অদৃশ্য অনুভূতি নিয়ে

রাশি রাশি পড়বে

ঠিক ঠিক

মাথার উপরে.....

শব্দদের নিয়ে

আপন মনে মালা গাথিয়ে

বাক্য সাজাব

খুব সাধারণ অর্থ থাকবে

আপন ঝুরিতে

রাখব

অর্থবহ মালাগুলোকে

যন্ত করে রাখব প্রশান্ত ভুবনে ।

তুমি খেয়াল কর

যত্ন রেখ

দেখ...

আটকে থাকা কথাগুলো

যেন

না যায় হারিয়ে

অজানা প্রান্তে।

#কি_আজব

বিষয়: সাহিত্য

১১১৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

239384
২৭ জুন ২০১৪ বিকাল ০৫:১৬
শিশির ভেজা ভোর লিখেছেন : Fantastic হয়েছে Fantastic
239406
২৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
ছিঁচকে চোর লিখেছেন : বেসম্ভব সুন্দর লাগলো কোপ্তেটা। পুরাতন মসকে (ব্লগে আছেনঃ ১ বছর ৫ মাস ১১ দিনে নতুন থাকে কি করে? Time Out Time Out ) অনেক অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File