ফরমালিন নিয়ে বাণিজ্যমন্ত্রীকে লেখা চিঠি..........
লিখেছেন লিখেছেন সাইলেন্ট কিলার ২২ জুন, ২০১৪, ০৭:২৪:৩৫ সন্ধ্যা
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
“ফরমালিনের ভয়ে আমি তো বাজার থেকে কোনো ফলই কিনি না। বাগান থেকে ঝুঁড়িতে করে যেগুলো আসে তাই খাই।”
আপনার প্রতি আমার পূর্ন রেস্পেক্ট রেখে একটা কথা বলতে ইচ্ছে করছে আপনার না হয় বাগান আছে , আপনে না হয় বাগানের ফ্রেস ফল খাবেন ,
.
.
.
.
কিন্তু যাদের বাগান নাই ।
তারা তাদের ছেলে মেয়েদের একটু শখ করে প্রত্যেক দিন যে বিষ নিয়ে খাওয়াচ্ছে এই ব্যাপারে আপনার মন্তব্য কি স্যার ?? অথবা পদক্ষেপ-ই বা কি ??
বিষয়: বিবিধ
১০৭৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন