বাসের মধ্যে সাপ
লিখেছেন লিখেছেন আতিক খান ২২ জুন, ২০১৪, ০৬:২৯:২০ সন্ধ্যা
God Damn! Oh Shit!! Snake bit me. I will be dead ! I will be dead!!
কক্সবাজার থেকে বাস ছেড়েছে ঘণ্টাখানেক হল। এখনো দুইপাশে পাহাড়ি এলাকা। প্রচুর গাছপালা। সাপখোপ থাকা বিচিত্র নয়। যদিও বাসে সাপ কি আগে হতেই লুকিয়ে ছিল নাকি কারো ব্যাগ হতে বের হয়েছে নিশ্চিত না।
চিৎকারটা এসেছে বাসের মাঝামাঝি সিট হতে। আমার দুই সিট পরে। চিৎকারটা শুনে অনেকের গায়ের লোম দাঁড়িয়ে গেল। কয়েকজন সিট হতেই উঠে দাঁড়ালেন। সামনের সিটের এক ভদ্রলোক লাফ দিলেন,
- এই থামা, থামা। বাস থামা। সাপ আছে বাসে শুনিস নাই?
২য় সারির একজন দাড়িওয়ালা ভদ্রলোক উঠে দাঁড়ালেন পিছনে আসার জন্য,
- ছেলেটার সাহায্য লাগতে পারে। কি সাপ কি জানি। আর কোন সাড়া শব্দ ও শুনছি না। মরে টরে গেল নাকি।
উনার পাশের ভদ্রমহিলা খপ করে উনার হাতটা ধরে ফেললেন,
- বসো। এত হিরোগিরি করতে হবে না। সাপের কামড় খাবার শখ হইসে? এই সুপারভাইজার, বাস থামায় না কেন?
আতঙ্ক সাধারনত সংক্রামক হয়। অনেকে উসখুস শুরু করলেন। ২/৪ জন বাস থামার জন্য চেঁচামেচি। আমি ছেলেটার এক হাত দেখতে পাচ্ছি। নড়তে দেখে সাহস পেলাম। বেশ ভালই নড়ছে। সাপের কামড়ের পর বিষের প্রভাব নয়তো?
ছেলেটার অন্যপাশের সিটের লোকজনের তেমন রিয়েকশন নাই। ওদের ও কামড়াল না তো? সাহস করে উঠেই পড়লাম। ছেলেটার সামনে গিয়ে দেখি,
-
-
-
-
-
-
-
-
কানে হেডফোন। আশপাশে কি হচ্ছে খবর নাই। স্মার্ট ফোনে সে স্নেক গেম খেলতেছে। সেই স্নেকের কামড়েই এত চিৎকার !!
ডিজিটাল পোলাপাইন !! :v :v
বিষয়: বিবিধ
১৩৯৭ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পুরোই ডিজিটাল!!
মন্তব্য করতে লগইন করুন